For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'দুর্বল' দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের দর্পচূর্ণ! অধিনায়ক রাহুলের হারের হ্যাটট্রিকে একদিনের সিরিজেও বিরাট লজ্জা

Google Oneindia Bengali News

ভারতের অধিনায়ক হিসেবে লোকেশ রাহুলের পরাজয়ের হ্যাটট্রিক। বিরাট কোহলির অনুপস্থিতিতে জোহানেসবার্গ টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন রাহুল, সেই টেস্ট জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কেপ টাউনে টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেছিল ডিন এলগারের দল। আর এক ম্যাচ বাকি থাকতেই অধিনায়ক হিসেবে প্রথম একদিনের সিরিজ জেতার স্বাদ পেলেন তেম্বা বাভুমা। এদিন দক্ষিণ আফ্রিকা জিতল ৭ উইকেটে, ১১ বল বাকি থাকতেই।

লজ্জার হার

ভারত ২০২০ সালে অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজে শেষবার হেরেছিল। তিন ম্যাচের সিরিজ হারতে হয়েছিল ১-২ ব্যবধানে। এরপর গত বছর দেশের মাটিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে গিয়ে ভারত ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জেতে। শ্রীলঙ্কা সফরে দল নিয়ে গিয়েছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু তিনি পাকাপাকিভাবে ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর প্রথম একদিনের সিরিজেই পরাস্ত হলো ভারত। কেপ টাউনে ভারতকে নামতে হবে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে। ভারত এদিন টস জিতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার সামনে ২৮৮ রানের টার্গেট দিয়েছিল। কিন্তু ভারতের নির্বিষ বোলিং আক্রমণ সামলে সহজেই সিরিজ পরেটে পুরে ফেলল দক্ষিণ আফ্রিকা। ২০১৩ সালের পর থেকে বোল্যান্ড পার্কে প্রোটিয়াদের অপরাজেয় থাকার রেকর্ডটিও বহাল রইল। এই স্টেডিয়ামে সর্বাধিক রান তাড়া করে জেতার নজিরও গড়ল দক্ষিণ আফ্রিকা।

দাপুটে জয় প্রোটিয়াদের

দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটিতে ২২ ওভারে ওঠে ১৩২। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৬৬ বলে ৭৮ রান করেন কুইন্টন ডি কক। এদিন ৩৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন তিনি। শার্দুল ঠাকুরের বলে লেগ বিফোর হন ডি কক, আম্পায়ার মারাইস এরাসমাস আউট না দেওয়ায় রিভিউ নিয়েছিল ভারত। ৩৪.৪ ওভারে দলের ২১২ রানের মাথায় অপর ওপেনার জ্যানম্যান মালান ১০৮ বলে ৯১ রান করে ফেরেন। বুমরাহর বল তাঁর হাতে লেগে উইকেট ভাঙার আগে আটটি চার ও একটি ছয় মারেন তিনি। ৩৫.৪ ওভারে বাভুমা আউট হন ৩৬ বলে ৩৫ রান করে তিনি যুজবেন্দ্র চাহালের শিকার হন। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসেন। জসপ্রীত বুমরাহ ১০ ওভারে ৩৭ রানে একটি উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ভুবনেশ্বর কুমার ৭ ওভারে দিলেন ৬১ রান! রবিচন্দ্রন অশ্বিন ১০ ওভারে ৬৮ রান দিয়ে কোনও উইকেট পাননি। যুজবেন্দ্র চাহাল ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।

অপেক্ষার পর

২০২০ সালের মার্চে অস্ট্রেলিয়া সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জেতার পর এই প্রথম কোনও একদিনের আন্তর্জাতিক সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। এরপর গত বছর দেশের মাটিতে পাকিস্তানের কাছে ১-২ ব্যবধানে একদিনের সিরিজ হারে প্রোটিয়ারা। আয়ারল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের সিরিজ ১-১ ড্র করে সন্তুষ্ট থাকতে হয়েছিল। টি ২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা সফরে গিয়ে ১-২ ব্যবধানে পরাস্ত হয় প্রোটিয়ারা। ফলে তেম্বা বাভুমার নেতৃত্বে এই প্রথম একদিনের সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও রাসি ভ্যান ডার ডুসেন দুজনেই ৩৭ রানে অপরাজিত থাকেন।

টেস্টের পর একদিনের সিরিজ জয় প্রোটিয়াদের

টেস্টের পর একদিনের সিরিজেও ফেভারিট ভারতকে হারিয়ে চমক দিল প্রোটিয়ারা। ভারত সফরে এসে ২০১৫ সালের অক্টোবরে শেষবার দক্ষিণ আফ্রিকা দ্বিপাক্ষিক একদিনের সিরিজে জিতে ফিরেছিল। পাঁচ ম্যাচের সিরিজ প্রোটিয়ারা জিতেছিল ৩-২ ব্যবধানে। এরপর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকায় ভারত একদিনের সিরিজ জিতে ফিরেছিল ৫-১ ব্যবধানে। ২০১৩ সালের ডিসেম্বরে শেষবার নিজেদের দেশের মাটিতে ভারতকে একদিনের সিরিজে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজের শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় প্রোটিয়ারা সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। ফলে ৮ বছর পর দেশের মাটিতে এবং ৬ বছর পর কোনও একদিনের সিরিজে ভারতকে পরাজিত করল প্রোটিয়ারা।

English summary
South Africa Beat India Again In Paarl To Clinch ODI Series With One Game In Hand After 6 Years. Last Time The Proteas Have Won ODI Series In Australia In 2020.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X