For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঋষভ পন্থের আরোগ্য কামনা সৌরভের, কাতারে বিশ্বকাপ ফাইনাল দেখার অভিজ্ঞতা নিয়ে কী বললেন মহারাজ?

  • |
Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হতে চলেছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার আগে এদিন প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি হাজির ছিলেন কলকাতার সাউথ সিটি মলে ঊষা উত্থুপের গানের ভিডিও প্রকাশ অনুষ্ঠানে। সেখানে তিনি ঋষভ পন্থের আরোগ্য যেমন কামনা করেন, তেমনই ভাগ করে নেন কাতারে বিশ্বকাপ ফাইনাল দেখার অভিজ্ঞতা।

পন্থের আরোগ্য কামনা

পন্থের আরোগ্য কামনা

সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হতে চলেছেন। আইপিএলের দলটি তো বটেই, সংযুক্ত আরব আমিরশাহী ও দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগে এই ফ্র্যাঞ্চাইজির যে দুটি দল রয়েছে তারও ক্রিকেটীয় যাবতীয় বিষয় দেখভালের জন্য শীর্ষপদে বসছেন মহারাজ। তবে পন্থ এবারের আইপিএলে খেলতে পারবেন না। সৌরভ এদিন বলেন, আমি এটুকুই বলতে পারি পন্থ দ্রুত সেরে উঠুন। জীবনে অনেক কিছুই ঘটে। সে সব পেরিয়ে এগিয়ে যেতে হয়। পন্থ নিশ্চিতভাবেই শীঘ্র সুস্থ হয়ে মাঠে ফিরবেন।

বিশ্বকাপ আয়োজক কাতারের প্রশংসা

বিশ্বকাপ আয়োজক কাতারের প্রশংসা

ফিফা বিশ্বকাপ আয়োজনে কাতারের ভূমিকার প্রশংসাও করেন সৌরভ। তাঁর কথায়, আমি ফুটবল ভালোমতোই ফলো করি। অনেক কিছু বুঝিও। আমি ক্রিকেট খেলেছি, কিন্তু ফুটবল সম্পর্কেও ওয়াকিবহাল। এবারের বিশ্বকাপ ফাইনাল আমার দেখা সমস্ত বিশ্বকাপ ম্যাচের মধ্যে সেরা। আমি রাশিয়া বিশ্বকাপও দেখেছি। কাতারকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে, কাতার বিশ্বকাপ আয়োজনকে আরও উন্নত পর্যায়ে নিয়ে গিয়েছে। আমার মতে, এবারের বিশ্বকাপ যথেষ্ট সফল।

এমবাপের খেলায় মুগ্ধ

এমবাপের খেলায় মুগ্ধ

সৌরভ উচ্ছ্বসিত এমবাপের খেলা দেখে। বিশ্বকাপ ফাইনালে তিনি হ্যাটট্রিক করেন, পেনাল্টি শ্যুটআউটেও গোল করেন। সৌরভ বলেন, এমবাপে অসাধারণ ফুটবলার। আমার মনে হয়, বিশ্বকাপ ফাইনালের পর তিনি ভালো করে ঘুমোতে পারছেন না। কারণ, বিশ্বকাপের ম্যাচে চারটি গোল করেও দল হারে, এমন অভিজ্ঞতা বিরল। কিন্তু সেটাই হয়েছে এমবাপের সঙ্গে। তবে তিনি ১৯ বছর বয়সে বিশ্বকাপ জিতেছেন। ২৩ বছর বয়সে আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেললেন। ফলে যেভাবে এমবাপে বিশ্ব ফুটবলকে শাসন করছেন তা দেখে মুগ্ধ ব্রাজিল-ভক্ত মহারাজ।

মেসির হাতে কাপ ওঠায় কোন বার্তা?

মেসির হাতে কাপ ওঠায় কোন বার্তা?

সৌরভ গঙ্গোপাধ্যায় বারবার বলেন তিনি দিয়েগো মারাদোনার ভক্ত। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে তাঁর হাতে কাপ ওঠাতেও খুশি সৌরভ। তিনি বলেন, শেষ বিশ্বকাপ জেতা মেসির পক্ষে আদর্শ হয়েছে। ৩৫ বছর বয়সে তিনি বিশ্বকাপ কেরিয়ার শেষ করছেন ট্রফি জিতে। এতে একটা বিষয় স্পষ্ট, যে যতই ভালো হোন না কেন, তিনি গ্রেট হলেও বিশ্বকাপ জিততে বছরের পর বছর লড়াই চালিয়ে যেতে হয়। ১৬ বছর পর তিনি আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জিতলেন। বিশ্বকাপ ফাইনাল যে দ্রুতগতি বা পেসে খেলা হয়েছে তা টিভিতে ভালো করে উপলব্ধি করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন সৌরভ। এদিন আশা অডিওর তরফে ঊষা উত্থুপের গাওয়া আফ্রিকা আফ্রিকা ও দাদা উই লাভ ইউ গান দুটি প্রকাশ করা হয়। সেখানে সৌরভ নিজে উপস্থিত ছিলেন। ঊষা উত্থুপের সঙ্গে সেই অনুষ্ঠানে ছিলেন মিউজিক ডিরেক্টর শিলাদিত্য-সোম, আশা অডিওর ডিরেক্টর অপেক্ষা লাহিড়ী, সুরকার ও বেঙ্গল পিয়ারলেস হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানির সিইও কেতন দাশগুপ্ত, প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

English summary
Sourav Ganguly Is Praying For Rishabh Pant's Quick Recovery. Dada Also Shares His FIFA World Cup Experience In Qatar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X