For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ ইডেনে থাকবেন, তবে খেলবেন না! লেজেন্ডস লিগ ক্রিকেটে চ্যারিটি ম্যাচ নিয়ে এমন সিদ্ধান্তের কারণ কী?

  • |
Google Oneindia Bengali News

সৌরভ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্র করেই ইডেনে লেজেন্ডস লিগ ক্রিকেটের চ্যারিটি ম্যাচ ঘিরে উন্মাদনা বাড়ছিল। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের অঙ্গ হিসেবে এলএলসি-র দ্বিতীয় সংস্করণের উদ্বোধনের দিনই ইডেনে ওই ম্যাচটি আয়োজন করা হয়েছে। যাতে সৌরভ ছিলেন ইন্ডিয়া মহারাজাসের অধিনায়ক, খেলা ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টসের বিরুদ্ধে।

সৌরভ নেই লেজেন্ডস লিগে

সৌরভ নেই লেজেন্ডস লিগে

সৌরভ গঙ্গোপাধ্যায় ওই ম্যাচে মাঠে নামার জন্য জিমে প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। চলতি মাসেই দিন দুয়েক নেটে ব্যাট করার পরিকল্পনাও ছিল। কিন্তু আচমকাই ওই ম্যাচ থেকে সরে দাঁড়ালেন বিসিসিআই সভাপতি। লেজেন্ডস লিগ ক্রিকেট আয়োজকদের পাঠানো চিঠিতে সৌরভ লিখেছেন, এই লিগ আয়োজনের উদ্যোগকে সাধুবাদ ও শুভেচ্ছা জানাই। অবসর নেওয়া ক্রিকেটারদের ফের মাঠে খেলার ব্যবস্থা করার এটি একটি দারুণ ভাবনা। এতে বিভিন্ন প্রজন্মের ক্রিকেটপ্রেমীরাও তাঁদের প্রিয় ক্রিকেটারদের খেলা আরও একবার দেখতে পাবেন। আমাকে এই লিগের একটি ম্যাচ ইডেনে ১৬ সেপ্টেম্বর খেলার জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছিল সেজন্যও ধন্যবাদ জানাই।

ব্যস্ততার কারণেই সিদ্ধান্ত

ব্যস্ততার কারণেই সিদ্ধান্ত

এরপরই সৌরভ ওই ম্যাচ থেকে সরে দাঁড়ানোর কারণ স্পষ্ট করে লিখেছেন, আমার বেশ কিছু কাজকর্ম বা প্রফেশনাল কমিটমেন্ট রয়েছে, একইসঙ্গে ক্রিকেট প্রশাসনেও লাগাতার নানাবিধ কাজ রয়েছে। সে কারণেই ওই ম্যাচটি খেলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তবে আমি নিশ্চিত ফ্যানেরা নিশ্চিতভাবে লিগের দিকে তাকিয়ে রয়েছেন। স্টেডিয়ামে প্রচুর সংখ্যক দর্শক থাকবেন। ক্রিকেটের কিংবদন্তিরা ফের একত্রিত হয়ে উত্তেজক ক্রিকেট উপহার দেবেন বলেও আশা সৌরভের। ইডেনে খেলা দেখতে তিনি হাজির থাকবেন বলেও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ থাকবেন ইডেনে, স্বস্তি আয়োজকদের

সৌরভ থাকবেন ইডেনে, স্বস্তি আয়োজকদের

আয়োজকদের তরফে জানানো হয়েছে, ইডেনে চলতি মাসের ১৬ তারিখ যে চ্যারিটি ম্যাচটি হবে তা থেকে সংগৃহীত অর্থ দান করা হবে কপিল দেবের খুশি ফাউন্ডেশনে। এই সংস্থাটি কন্যাসন্তানদের পাশে থেকে শিক্ষা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করে থাকে। লেজেন্ডস লিগ ক্রিকেটের সিইও তথা অন্যতম প্রতিষ্ঠাতা রামন রাহেজা সৌরভের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বলেন, তিনি না খেললেও যেভাবে মাঠে থেকে কিংবদন্তি ক্রিকেটারদের উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মহৎ একটি উদ্যোগের সঙ্গে রয়েছেন সেটাও অনেক। এই বিশেষ প্রদর্শনী ম্যাচে ১০টি দেশের প্রাক্তন ক্রিকেটারা অংশ নেবেন বলেও আয়োজকদের তরফে জানানো হয়েছে।

আগ্রহের গ্রাফ নিম্নমুখী

আগ্রহের গ্রাফ নিম্নমুখী

সৌরভের জন্যই ইডেন ভরানোর পরিকল্পনা করছিলেন তাঁর ভক্তরা। স্বাভাবিকভাবেই তাঁরা হতাশ। সৌরভ ইডেনে শেষবার ব্যাট হাতে ম্যাচ খেলেছিলেন বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে বোর্ড সভাপতি বনাম বোর্ড সচিব একাদশ ম্যাচে। তবে সেই ম্যাচ আমজনতা দেখতে পারেননি। ফলে সৌরভ মাঠে নামবেন এবং ইন্ডিয়া মহারাজাসকে নেতৃত্ব দেবেন, যে দলে তাঁর টিম ইন্ডিয়ার একঝাঁক ক্রিকেটার রয়েছেন, এটা জানতে পেরেই নস্ট্যালজিয়ায় আক্রান্ত ক্রিকেটপ্রেমীরা টিকিটের বিষয়ে খোঁজখবর শুরু করেছিলেন। কিন্তু সৌরভের সরে দাঁড়ানোয় নিশ্চিতভাবেই সেই আগ্রহ তলানিতে ঠেকবে বলে মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়াকে চূর্ণ করল জিম্বাবোয়ে, ডাউন আন্ডারে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ঐতিহাসিক জয়অস্ট্রেলিয়াকে চূর্ণ করল জিম্বাবোয়ে, ডাউন আন্ডারে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ঐতিহাসিক জয়

English summary
Sourav Ganguly Reveals The Reasons Why He Will Not Play In The Legends League Cricket Charity Match. He Says, "I Will Be At The Stadium Watching The Match".
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X