For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ICC T20 WC: টি ২০ বিশ্বকাপ জিততে ভারতের কী করণীয়? বিরাটদের পরামর্শ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শুরু হচ্ছে কাল থেকে। ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু-দিনের ব্যবধানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে টি ২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান ম্যাচ দিয়ে। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়েই মহেন্দ্র সিং ধোনির ভারত প্রথম টি ২০ বিশ্বকাপটি জিতেছিল, কিন্তু তারপর আর পারেনি। বিরাট কোহলি সিনিয়র পর্যায়ে আইসিসি ইভেন্টে নেতৃত্ব দিয়ে দেশকে জেতাতে পারেননি। অধিনায়ক হিসেবে শেষ টি ২০ বিশ্বকাপ জিততে তাই মুখিয়ে বিরাট।

টি ২০ বিশ্বকাপ জিততে ভারতের কী করণীয়? পরামর্শ সৌরভের

ভারত সব টুর্নামেন্টেই যে ফেভারিট হিসেবে নামে সে কথা মনে করিয়ে দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে কাপ জিততে কী করণীয় সে ব্যাপারে মূল্যবান পরামর্শও দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, চ্যাম্পিয়ন হওয়া মোটেই সহজ ব্যাপার নয়। কোনও টুর্নামেন্টে নামলেই চ্যাম্পিয়ন হওয়াও যায় না। একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। নিজেদের খেলায় পরিণতভাব দেখানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সৌরভ বলেন, ভারতের এই দলে প্রতিভার কোনও অভাব নেই। রান করা বা উইকেট নেওয়ার দক্ষতাসম্পন্ন ক্রিকেটাররাই বিশ্বকাপের দলে রয়েছেন। টি ২০ বিশ্বকাপ জেতা সম্ভব মানসিকভাবে ভালো অবস্থায় থাকলে।

শুরু থেকেই ট্রফি জয়ের ভাবনা দূরে সরিয়ে রেখে খেলারই পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি বলেন, ফাইনাল খেলা শেষ হলে তবেই তো কাপ জয়। তার আগে অনেক ক্রিকেট খেলা বাকি। আমি মনে করি, ভারতের উচিত অনেক দূরের কথা না ভেবে প্রতিটি ম্যাচ ধরে ধরে ফোকাস স্থির রাখা। প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্য নিয়ে ধাপে ধাপে এগোতে হবে। ভাবনা এমনটাই হওয়া উচিত। শুরু থেকেই কাপ জেতার কথা মাথায় রাখা চলবে না। ঠাণ্ডা মাথায় প্রক্রিয়ায় মনোনিবেশ করাই শ্রেয়, ফলাফলের কথা মাথায় রাখা উচিত নয়। বিশ্বকাপ জিততে এসেছি এমন ভাবনা নিয়ে ব্যাটিংয়ের সময় গার্ড নিতে গেলে সেটা ঠিক পথ নয়, গোটা প্রক্রিয়াটি তাতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। যে বলের মুখোমুখি হতে হচ্ছে সেটা কতটা সঠিকভাবে খেলা যায় সেটাই ফোকাস রাখা উচিত। ফাইনালে ওঠা না পর্যন্ত এমনটাই করতে হবে।

আইপিএলের পরেই হচ্ছে টি ২০ বিশ্বকাপ। আইপিএলের ম্যাচগুলি যেখানে খেলা হয়েছে সেখানেই হবে বিশ্বকাপের খেলাও। তবে তাতে পিচগুলি মন্থর হবে না বলেই ধারণা সৌরভের। তবে শারজার উইকেট মন্থর আচরণ করতে পারে। দুবাইয়ের উইকেট বেশ ভালো। গতকাল আইপিএল ফাইনালের শেষে সৌরভ নিজে গিয়ে উইকেট দেখেছেন। আবু ধাবিতে সেরা উইকেট অপেক্ষা করছে বলেও জানান মহারাজ। সবমিলিয়ে উপভোগ্য বিশ্বকাপ হবে বলেই নিশ্চিত তিনি।

English summary
BCCI President Sourav Ganguly Opines Indian Team Has Talent But There Is Need To Show Maturity To Win T20 WC. According To Sourav, India Always A Contender In Whatever Competition They Play In.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X