For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Independence Day: সৌরভ স্বাধীনতা দিবসে সিএবিতে, বাড়ি থেকে পতাকা নিয়ে দিলেন কোন বার্তা?

Google Oneindia Bengali News

প্রতিবারের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করল সিএবি। দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সভাপতি অভিষেক ডালমিয়া। উপস্থিত ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। আজাদি কা অমৃত মহোৎসব পালনে বেহালার বাড়ি থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে বিশেষ বার্তাও দেন সৌরভ।

মহারাজের বার্তা

সৌরভ গঙ্গোপাধ্যায় বেহালার বাড়ির লনে দেশের পতাকা হাতে নিয়ে বিশেষ বার্তা দিয়ে তা পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। এর আগে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচারেও জাতীয় পতাকার ছবি লাগিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি। তিনি বলেন, আমরা প্রত্যেকেই দেশের জন্য গর্বিত। দেশ যেভাবে উন্নতির পথে ক্রমাগত এগিয়েছে তা আমাদের প্রত্যেককে গর্বিত করে। প্রত্যেক ভারতবাসী, এমনকী যাঁরা বিদেশেও থাকেন তাঁদের কাছেও এই তেরঙা পতাকার গুরুত্ব অপরিসীম। এই পতাকা স্বমহিমায় উড়তে থাকবে, দেশ আরও উন্নতির পথে এগিয়ে চলবে বলেও বার্তা দেন মহারাজ। দেশের স্বাধীনতা সংগ্রামে অমর শহিদদের প্রতিও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বোর্ড সভাপতি। ইতিমধ্যেই বিসিসিআই আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনে একাধিক কর্মসূচি নিয়েছে। সৌরভ ছাড়াও জয় শাহ-সহ বোর্ডকর্তাদের পাশাপাশি ক্রিকেটাররাও নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার বা ডিপিতে জাতীয় পতাকার ছবি রেখেছেন। স্বাধীনতা দিবসে বার্তাও দিচ্ছেন।

ইডেনে জাতীয় পতাকা উত্তোলন

আজ সৌরভ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন ইডেনেও। বিসিসিআই সভাপতির উপস্থিতি সিএবির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করল। সৌরভকে স্বাগত জানান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। পতাকা উত্তোলনের সময় অভিষেকের পাশেই ছিলেন সৌরভ। এদিন ক্লাব হাউসে ডা. বিধানচন্দ্র রায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সৌরভ, অভিষেক এবং সিএবির পদাধিকারীরা। ছিলেন সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাস, সহ সভাপতি নরেশ ওঝা, কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায় প্রমুখ।

বিসিসিআই সভাপতিকে জাতীয় পতাকা উপহার

ক্লাব হাউসের লবিতে বসে কিছুক্ষণ সকলের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন বিসিসিআই সভাপতি। ডাক বিভাগের পক্ষ থেকে বিসিসিআই সভাপতির হাতে তুলে দেওয়া হয় জাতীয় পতাকা, হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে। সৌরভ, অভিষেক মহিলা ক্রিকেটারদের সঙ্গে ছবিও তোলেন। আগামী ১৬ সেপ্টেম্বর ইডেনে স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে লেজেন্ডস লিগ ক্রিকেটে ইন্ডিয়া মহারাজাসকে নেতৃত্ব দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সিএবির কর্মসূচি

ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছে সিএবি। ইতিমধ্যেই জাতীয় পতাকার রঙে রাঙিয়ে তোলা হয়েছে গোটা ক্লাব হাউস। আজ সন্ধ্যাতেও রয়েছে কিছু কর্মসূচি। আগামীকাল সকালে সাংবাদিকদের মুখোমুখি হবেন বাংলার হেড কোচ লক্ষ্মীরতন শুক্লা ও ব্যাটিং কোচ ডব্লিউভি রামন।

(ছবি- সিএবি ফেসবুক)

English summary
Sourav Ganguly Gives Special Message Holding Indian Flag On Independence Day. He Also Attends CAB's Flag Hoisting Programme.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X