নারী নিগ্রহের অভিযোগ ওয়ার্নির বিরুদ্ধে, বাঁচলেন কী করে স্পিনের জাদুকর
অজি ক্রিকেট প্রতিভা শ্যেন ওয়ার্ন জানিয়েছেন, তিনি স্তম্ভিত হয়েছিলেন, যখন তিনি শুনেছিলেন তাঁর বিরুদ্ধে মারধরের কেস দেওয়া হয়েছে। লন্ডনের এক নাইট ক্লাবে প্রাপ্তবয়স্ক সিনেমায় অভিনয়কারী এক অভিনেত্রীকে মারধরের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

৪৮ বছরের শ্যেন ওয়ার্ন জানিয়েছেন, 'সংবাদমাধ্যমে যেসব গল্প ঘুরছিল তা দেখে আমি চমকে উঠেছিলাম, আমি নাকি মারধর করেছি এমন মিথ্যা অভিযোগ মানতে পারিনি।পুরোটাই মিথ্যা ছিল। ' পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, 'আমি পুলিশের সঙ্গে সবরকম সাহায্য করেছি। ওঁরা সিসিটিভি-র ফুটেজও দেখেছেন। সাক্ষীদের সঙ্গে কথাও বলেছেন। '
এরপর তিনি এও জানিয়ে দেন, 'পুলিশ নিশ্চিত করে দিয়েছে আমাকে সব অভিযোগ থেকে মুক্ত করা হয়েছে। আর কোনও পদক্ষেপও নেওয়া হবে না। '
এদিকে অভিনেত্রী ভালেরি ফক্স এর আগে নিজের চোখের নিচে আঘাতের ছবি পোস্ট করে শ্যেন ওয়ার্নের বিরুদ্ধে অভিযোগ করছে। তার নিচে লিখেছিলেন, 'নিজেকে নিয়ে গর্বিত, মহিলাকে আঘাত করেন, জঘন্য কীট। '
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Proud of yourself? Hitting a woman? Vile creature. <a href="https://t.co/RRnn3Ycfjp">pic.twitter.com/RRnn3Ycfjp</a></p>— Valerie Fox (@ValerieFoxxx) <a href="https://twitter.com/ValerieFoxxx/status/911442182569103360">September 23, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছিলেন শ্যেন ওয়ার্ন। তারপর আবার ৩০ বছরের ভালেরির অভিযোগ ফের ওয়ার্নির রঙিন চরিত্রকে সামনে নিয়ে এসেছিল। শুক্রবার রাতে নাইটক্লাবে ওয়ার্ন ও ভালেরিকে তর্ক করতে দেখা গিয়েছিল, কিন্তু তার চেয়ে বেশি ফুটেজ পাওয়া যায়নি।
যদি শ্যেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হত তাহলে টিভির দারুণ লোভনীয় অফার ফসকে যেত । লেগ স্পিনার ১০০০ আন্তর্জাতিক উইকেটের মালিক বিভিন্ন সময়ে নারীঘটিত বিতর্কে জড়িয়েছেন।