For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাফিজ-রিয়াজ সহ আরও সাত পাক ক্রিকেটার করোনায় আক্রান্ত, ইংল্যান্ড সফরের আগে সংখ্যা বেড়ে ১০

হাফিজ-রিয়াজ সহ আরও সাত পাকিস্তানি ক্রিকেটার করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ১০

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ড সফরের আগে আরও বড় ধাক্কা খেল পাকিস্তান। প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ ও তারকা ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ সহ পাকিস্তানের আরও সাত ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রাান্ত হয়েছেন বলে খবর। সব মিলিয়ে প্রতিবেশী দেশের মোট ১০ জন ক্রিকেটার একজন সাপোর্ট স্টাফ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সে দেশের ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে। তালিকায় হারিস রউফ, শাদাব খান এবং হায়দার আলির মতো তারকা ক্রিকেটাররাও রয়েছে।

প্রথম বিবৃতিতে কী জানিয়েছিল পিসিবি

প্রথম বিবৃতিতে কী জানিয়েছিল পিসিবি

ইংল্যান্ড সফরের আগে পাকিস্তান দলের প্রত্যেক ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কোভিড-১৯ টেস্ট করিয়েছিল সে দেশের ক্রিকেট বোর্ড। সেই পরীক্ষার প্রথম দফায় তাদের তিন ক্রিকেটার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সোমবার জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। ক্রিকেটার শাদাব খান, হ্যারিস রউফ ও হায়দার আলি করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছেন বলে জানানো হয়েছিল।

দ্বিতীয় বিবৃতিতে কী জানাল পিসিবি

দ্বিতীয় বিবৃতিতে কী জানাল পিসিবি

মঙ্গলবার কোভিড-১৯ টেস্টের দ্বিতীয় পর্যায়ের ফল হাতে পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি। অস্বস্তি সহকারে তারা জানিয়েছে, এই রিপোর্টে আরও সাত পাক ক্রিকেটার ও এক সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। সেই তালিকায় রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা অল-রাউন্ডার মহম্মদ হাফিজ, বাঁ-হাতি ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ, ওপেনার ফকর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মহম্মদ হাসনাইন ও মহম্মদ রিজওয়ান। সব মিলিয়ে গত চার মাসে পাকিস্তানের ৩৫ জন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সে দেশের ক্রিকেট বোর্ড। আক্রান্ত ক্রিকেটারদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

যে সব ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ

যে সব ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ

পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি-র তরফে জানানো হয়েছে, আবিদ আলি, আসাদ সাফাক, আজহার আলি, বাবর আজম, ফাহিম আশরফ, ফওয়াদ আলম, ইফতিকার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মহম্মদ আব্বাস, নাসিম শাহ, সারফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, সোহেল খান ও ইয়াসির শাহের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। তবুও তাঁদের বুধবার পর্যন্ত লাহোরে বায়ো-সিকিওর পরিবেশে রাখা হবে। ২৫ জুন বা বৃহস্পতিবার এই ক্রিকেটারদের দ্বিতীয় রাউন্ড কোভিড-১৯ টেস্ট করাতে হবে বলে জানিয়েছে পিসিবি।

ইংল্যান্ড সফর কি সম্ভব

ইংল্যান্ড সফর কি সম্ভব

আগামী ২৮ জুন ইংল্যান্ড সফরে যাওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। তার আগে ১০ জন ক্রিকেটারদের শরীরে করোনা ভাইরাস মেলায় সেই সফর আদৌ আর হবে কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যদিও এ ব্যাপারে আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড।

English summary
Seven more Pakistani cricketers including Hafeez, Riaz test positive for COVID-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X