For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেহওয়াগ-গম্ভীরের সঙ্গে হরভজন-ইরফান, লেজেন্ডস লিগ ক্রিকেটে চার দলের অধিনায়ক চূড়ান্ত

Google Oneindia Bengali News

লেজেন্ডস লিগ ক্রিকেটের দ্বিতীয় সংস্করণটি এবার হচ্ছে ভারত। এলএলসি উদ্বোধন হবে ১৬ সেপ্টেম্বর ইডেনে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ইন্ডিয়া মহারাজাসের সঙ্গে ইয়ন মর্গ্যানের নেতৃত্বাধীন ওয়ার্ল্ড জায়ান্টস ম্যাচ দিয়ে। এই চ্যারিটি ম্যাচের পরদিনই শুরু হয়ে যাবে এলএলসির মূলপর্বের খেলা। চারটি দলের অধিনায়কের নাম ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেল।

চার অধিনায়কই ভারতের

ভারতের চার প্রাক্তন তারকাই নেতৃত্ব দেবেন ফ্র্যাঞ্চাইজিগুলিকে। বীরেন্দ্র শেহওয়াগ নেতৃত্ব দেবেন গুজরাত জায়ান্টস দলকে। ইন্ডিয়া ক্যাপিটালসের নেতৃত্বে গৌতম গম্ভীর। ইরফান পাঠানকে ভিলওয়াড়া কিংসের অধিনায়ক করা হয়েছে। হরভজন সিংয়ের ক্যাপ্টেন্সিতে খেলবে মণিপাল টাইগারস।

ছয় শহরে খেলা

চারটি দলকে নিয়ে এলএলসি-র ১৬টি ম্যাচ হবে ভারতের ৬টি শহরে। কলকাতার পাশাপাশি খেলাগুলি হবে লখনউ, দিল্লি, কটক ও যোধপুরে। ফাইনাল কোথায় হবে তা ঠিক হয়নি। কলকাতায় উদ্বোধনী অনুষ্ঠান ও চ্যারিটি ম্যাচ ছাড়াও খেলাগুলি হবে ১৭ ও ১৯ সেপ্টেম্বর। লখনউয়ে এলএলসির ম্যাচগুলি হবে সেপ্টেম্বরের ২১ ও ২২ তারিখ। দিল্লিতে ২৪, ২৫ ও ২৬ সেপ্টেম্বর। কটকে খেলা ১৭, ২৯ ও ৩০ সেপ্টেম্বর। অক্টোবরের ১ ও ৩ তারিখ খেলা যোধপুরে। বাকি কোন শহরে এলএলসির খেলাগুলি হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

বীরু-গম্ভীর বার্তা

বীরেন্দ্র শেহওয়াগ বলেছেন, ফের ক্রিকেট মাঠে ফিরছি এটা ভেবে উত্তেজনা অনুভব করছি। আমি সব সময়ই নির্ভীক ক্রিকেট খেলতে পছন্দ করি। সেই ব্র্যান্ডের ক্রিকেটই খেলব। দল গঠনের দিকে তাকিয়ে রয়েছি। উল্লেখ্য, শেহওয়াগ যে গুজরাতের ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দেবেন তার কর্ণধার আদানি গোষ্ঠী। ইন্ডিয়া ক্যাপিটালসের অধিনায়ক গৌতম গম্ভীর, এই দলটি কিনেছে জিএমআর গ্রুপ। গম্ভীরের কথায়, আমি সব সময় বিশ্বাস করি ক্রিকেট একটা টিমগেম। একজন অধিনায়ক ততটাই ভালো যতটা ভালো তাঁর দল। আমি এমনভাবে দলকে নেতৃত্ব দিতে চাই যাতে সকলে প্যাশন নিয়ে দলকে জেতাতে নিজেদের সেরাটা উজাড় করে দেন।

ক্যাপ্টেন ভাজ্জি ও পাঠান

ক্যাপ্টেন ভাজ্জি ও পাঠান

হরভজন সিং বলেন, গ্রেট ক্রিকেটারদের সঙ্গে খেলার সুবাদে ক্রিকেটের নানা বিষয় সম্পর্কে শিখেছি, যা আমাকে ক্রিকেটার হিসেবে উন্নত হতে সহায়তা করেছে। আমি সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করি। আমার উপর যে আস্থা রেখে দায়িত্ব দেওয়া হয়েছে তার মর্যাদা দিতে পারব বলে আশা রাখি। এই টুর্নামেন্টের প্রথম সংস্করণে খেলা ইরফান পাঠান বলেন, ১০০ শতাংশ দেওয়াটাই মূল বিষয়। এই দারুণ সুযোগের পূর্ণ সদ্ব্যবহার তাঁর দল করবে বলে আশাবাদী ইরফান। উল্লেখ্য, বিদেশের ৫৩ জন প্রাক্তন ক্রিকেটার ইতিমধ্যেই এই লিগে খেলার সম্মতি দিয়েছেন। তবে চারটি দলের কোনটিতে কারা থাকবেন তা আজ জানা যাবে।

এশিয়া কাপে সুপার ফোরের আগে ফুরফুরে মেজাজে ভারত, রোহিত-বিরাটরা ছুটির দিন কীভাবে কাটালেন?এশিয়া কাপে সুপার ফোরের আগে ফুরফুরে মেজাজে ভারত, রোহিত-বিরাটরা ছুটির দিন কীভাবে কাটালেন?

English summary
Sehwag, Gambhir, Harbhajan And Pathan Has Been Named Captains Of The Franchises At Legends League Cricket. LLC Will Feature Four Teams Contesting 16 Matches Across Six Cities.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X