For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাদেজা চান বিরাটকে ফোন করুন সচিন, কোহলির বিশ্রাম নিয়ে দুই মেরুতে জাফর-জাইলস

Google Oneindia Bengali News

বিরাট কোহলির দুঃসময় অব্যাহত। এজবাস্টন টেস্টের দুই ইনিংসে ১১ ও ২০। টি ২০ সিরিজে যথাক্রমে ১ ও ১১। গতকাল লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে বিরাট ফেরেন ২৫ বলে ১৬ রান করে। সবচেয়ে বড় কথা, বিরাট কোহলি বোলারদের পাতা ফাঁদেই বারবার পা দিচ্ছেন। ফলে ভালো শুরুর পরেও বড় রান পাচ্ছেন না। যা তাঁর উপরেও চাপ বাড়াচ্ছে।

কোহলির সমস্যা সমাধানে মাস্টার ব্লাস্টার?

কোহলির সমস্যা সমাধানে মাস্টার ব্লাস্টার?

বিরাট কোহলি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন কীভাবে সচিন তেন্ডুলকরের পরামর্শ পেয়ে ২০১৪ সালে তিনি দুঃসময় কাটিয়ে ছন্দে ফিরেছিলেন। বিরাট কোহলিকে সুনীল গাভাসকর থেকে শুরু করে অনেকেই ধারাভাষ্যের সময় পরামর্শ দিয়েছেন ত্রুটি শুধরে ছন্দ ফিরে পেতে ফের সচিনের সঙ্গে কথা বলতে। আইপিএলের সময় দুজনকে কথা বলতে দেখা গিয়েছিল। কিন্তু সেই আলোচনার বিষয়বস্তু সামনে আসেনি। এবার অজয় জাদেজাও বিরাটকে ফের একই পরামর্শ দিলেন। সোনি স্পোর্টসে তিনি বলেন, আমি আট মাস আগেও বলেছি বিরাট কোহলির সমস্যা বুঝে সমাধানের রাস্তা বাতলে দিতে পারেন তেন্ডুলকরই। বিরাটের উচিত সচিনকে ফোন করে বলা, আসুন আমরা একসঙ্গে কোথাও বসে খাওয়া-দাওয়া করি। ব্যাড প্যাচ সকলের জীবনেই আসে বলেও মনে করিয়ে দেন জাদেজা।

জাদেজা ফোন করতে বললেন সচিনকে

জাদেজা ফোন করতে বললেন সচিনকে

গতকাল লর্ডসে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বসে খেলা দেখেছেন সস্ত্রীক সচিন। বিরাট যেভাবে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সেটাও মাঠে বসেই চাক্ষুস করেছেন মাস্টার ব্লাস্টার। জাদেজা বলেন, বিরাট সচিনকে ফোন করলেই লাভবান হবেন। আর তিনি যদি ফোন না করেন, তাহলে সচিনও বিরাটকে ফোন করতে পারেন। বিরাট সচিনের থেকে ছোট। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ফলে বড় হিসেবে সচিনও বিরাটকে ফোন করে সুপরামর্শ দেওয়ার দায়িত্ব পালন করতে পারেন বলে উপলব্ধি জাদেজার। সচিনের ফোন কোহলির কাছে যাবে বলেও আশাবাদী তিনি।

ছন্দে ফেরার মঞ্চ

ছন্দে ফেরার মঞ্চ

ভারতের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, বিরাট ভালো শুরুর পরও শতরান পাচ্ছেন না বা বড় ইনিংস খেলতে পারছেন না। বোলাররা তাঁকে পঞ্চম বা ষষ্ঠ স্টাম্প লক্ষ্য করে বল করে উইকেট তুলে নিচ্ছেন। এই লাইনে যখন বোলাররা বল করছেন তখন বিরাটকে সতর্ক থাকতে হবে। অন্য বলগুলিতে তিনি শট খেলতেই পারেন। তবে অফ স্টাম্পে বোলাররা যে কৌশল অবলম্বন করছেন তাতে শট খেলা থেকে বিরত থাকতে হবে। গতকাল উইকেট ভালো ছিল। রান রেটের চাপ ছিল না। বিরাট শুরুটা ভালো করেন। তারপরেও বড় রান আসেনি। এতে তাঁর উপরেই চাপ বাড়ছে। জাফর বলেন, টি ২০-তে ফর্মে ফেরার তেমন সুযোগ থাকে না। ছন্দ ফিরে পেতে একদিনের আন্তর্জাতিক খুবই ভালো ফরম্যাট। বিরাট ওয়েস্ট ইন্ডিজ সফরে গেলে ছন্দ ফিরে পাওয়ার ভালো সুযোগ পেতেন। কিন্তু সে পথে না হাঁটার ফল কী হবে তা বোঝা যাচ্ছে না। এই আবহে রবিবার ম্যানচেস্টারে বড় রান করে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ কোহলি পাবেন।

বিশ্রামের পক্ষে সওয়াল

বিশ্রামের পক্ষে সওয়াল

ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার অ্যাশলে জাইলস বলেন, বিরাট কোহলিকে যেভাবে আমরা দেখতে আমরা পরিচিত সেটা দেখা যাচ্ছে না। নিশ্চিতভাবেই তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। ভারত, ইংল্যান্ডের মতো দলগুলিকে ঠাসা ক্রীড়াসূচির মধ্যে দিয়ে যেতে হয়। ফলে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট জরুরি। বিরাটের সঙ্গে রাহুল দ্রাবিড়-সহ টিম ম্যানেজমেন্টের নিশ্চিতভাবেই কথা হয়েছে বলে আমি মনে করি। বিরাট কোহলির মতো ক্রিকেটারদের রানে ফেরাটা কঠিন নয়। ওয়েস্ট ইন্ডিজ সফরের বিশ্রাম তাঁর কেরিয়ারে ইতিবাচক ভূমিকা নিয়ে ছন্দে ফিরতে সহায়ক বলেই উপলব্ধি জাইলসের।

বিরাট কোহলির ব্যাটে রান নেই, দলে দাপট আছে! টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের পরিকল্পনা কীভাবে ভেস্তে দিলেন?বিরাট কোহলির ব্যাটে রান নেই, দলে দাপট আছে! টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের পরিকল্পনা কীভাবে ভেস্তে দিলেন?

English summary
If Virat Doesn't Call, It's Actually Sachin Should Give Him A Call, Opines Ajay Jadeja. Ashley Giles Opines Break From WI Tour Could Work In Kohli's Favour. Jaffer Believes The 3rd ODI Crucial For Kohli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X