For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: ফের ব্যর্থ বিরাট, ডু প্লেসিস-কার্তিকের সৌজন্যে সানরাইজার্সের সামনে বড় রানের লক্ষ্য রাখলো আরসিবি

IPL 2022: ফের ব্যর্থ বিরাট, ডু প্লেসিস-কার্তিকের সৌজন্যে সানরাইজার্সের সামনে বড় রানের লক্ষ্য রাখলো আরসিবি

Google Oneindia Bengali News

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং করে বড় রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। রজত পাতিদার, ফাফ ডু প্লেসিসে এবং শেষে দিকে দীনেশ কার্তিকের ক্যামিওর সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সংগ্রহ ১৯২/৩।

IPL 2022: ফের ব্যর্থ বিরাট, ডু প্লেসিস-কার্তিকের সৌজন্যে সানরাইজার্সের সামনে বড় রানের লক্ষ্য রাখলো আরসিবি

যদিও ম্যাচের শুরুটা একেবারেই ভাল হয়নি আরসিবি'র। ইনিংসের প্রথম বলেই বিরাট কোহলির উইকেট হারায় ব্যাঙ্গালোর। স্পিন দিয়ে ইনিংসের বোলিং-এর শুরু করেছিলেন উইলিয়ামসন। জগদীশা সুচিথের বলে এসআরএইচ অধিনায়কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। প্রতিপক্ষ দলের প্রধান ব্যাটসম্যানের উইকেট প্রথমেই তুলে নেওয়ায় যে সুবিধাটা পাওয়া উচিৎ ছিল সানরাইজার্স হায়দরাবাদের সেটা নিতে পারেনি কেন উইলিয়ামসনের দল। ফাফের সঙ্গে তাল মিলিয়ে পাওয়ার প্লে-তে ঝুঁকি না নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেন রজত পাতিদার। পাওয়ার প্লে শেষে ব্যাঙ্গালোরের রান ছিল ৪৭/১। ধীরে ধীরে দল মজবুদ ভিতের উপর দাঁড়ানোর পর হাত খোলেন পাতিদার এবং ডু প্লেসিস। চারটি চার এবং দু'টি ছয়ের সৌজন্যে ৩৮ বলে ৪৮ রানের ইনিংস খেলেন রজত পাতিদার। পাতিদারের উইকেটটিও পান সুচিথ।

IPL 2022: ফের ব্যর্থ বিরাট, ডু প্লেসিস-কার্তিকের সৌজন্যে সানরাইজার্সের সামনে বড় রানের লক্ষ্য রাখলো আরসিবি

ফাফ ডু প্লেসিসের অধিনায়কচিত ৭৩ রানের অপরাজিত ইনিংস বড় রানের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে আরসিবিকে। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার করেন ২৪ বলে ৩৩। তিনটি চার এবং দু'টি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস। কার্তিক ত্যাগীর ১৪৫কিমি/ঘণ্টা বেগে করা বলে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল। ডেড ওভারে ব্যাটিং করতে নামা দীনেশ কার্তিক ৮ বলে অপরাজিত ৩০ রানের বিধ্বংশী ক্যামিও খেলেন। তাঁর কারণেই ১৯০ রানের গণ্ডি পার করে ব্যাঙ্গালোর।

সানরাইজার্সের বোলিং-এর অন্যতম স্তম্ভ উমরান মালিক প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে পারেননি। উইকেট পেলেও কার্তিক ত্যাগী ৪ ওভারে ৪২ রান খরচ করেছেন। সানরাইজার্সের হয়ে দুই উইকেট নেওয়া জগদীশা সুচিথ ৪ ওভারে খরচ করেছেন ৩০ রান। চারটি ছয় এবং একটি চার দিয়ে এই ইনিংস গড়েছেন দীনেশ।

English summary
Royal Challengers Bangalore put 192/3 runs batted first against Sunrisers Hyderabad in a crucial match. Rajat Patidar scored 48, Faf Du plessis played an important knock of 73 runs. Dinesh Karthik played an outstanding 30* run innings off 8 balls.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X