For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঈশান কিষাণকে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলাচ্ছে ভারত, ভূমিকা বদলানোর কথা জানালেন রোহিত

Google Oneindia Bengali News

ঈশান কিষাণকে ভারত প্রথম একাদশে রাখেনি শ্রীলঙ্কা সিরিজে। উইকেটকিপিং করেছিলেন লোকেশ রাহুল, ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গী হয়েছিলেন শুভমান গিল। বাংলাদেশে দ্বিশতরান হাঁকানোর পরের ম্যাচ থেকেই ঝাড়খণ্ডের উইকেটকিপার-ব্যাটারকে প্রথম এগারোর বাইরে রাখা মানতে পারেননি অনেকেই। তবে রাহুল যেহেতু নিউজিল্যান্ড সিরিজে নেই, তাই ঈশান কাল হায়দরাবাদে কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওডিআইয়েই ভারতের এগারোয় ফিরছেন।

ঈশান মিডল অর্ডারে

ঈশান মিডল অর্ডারে

আইপিএলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সেই খেলেন ঈশান। রোহিত-ঈশান জুটি মুম্বই ইন্ডিয়ান্সের বড় ভরসা। তবে ঈশান কিষাণকে কাল ভারতের এগারোয় ফেরানো হলেও তাঁকে খেলতে হবে মিডল অর্ডারে। অবশ্য এটাই স্বাভাবিক। কারণ, আগের ম্য়াচেই দুরন্ত শতরান করেছেন গিল। রোহিত এদিন বলেন, কিষাণ মিডল অর্ডারেই নামবেন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করার পর এখানে (হায়দরাবাদে) তিনি রান করার সুযোগ পাবেন ভেবে আমারও ভালো লাগছে।

ব্যাটিং গভীরতা বাড়ানোয় জোর

ব্যাটিং গভীরতা বাড়ানোয় জোর

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত খেলিয়েছে মহম্মদ শামি, উমরান মালিক ও মহম্মদ সিরাজকে। যুজবেন্দ্র চাহালও প্রথম ম্যাচে খেলেছিলেন। ফলে ভারতের ব্যাটিং লেজটা বেশ বড়ই মনে হয়েছে। রোহিত জানান, ব্যাটিং গভীরতা বাড়াতেই শার্দুল ঠাকুরকে দলে নেওয়া হয়েছে। ভারত অধিনায়কের কথায়, কোনও কিছুর সঙ্গেই কম্প্রোমাইজ করতে চাইছি না। সেরা একাদশ নামানোই লক্ষ্য। আট ও নয় নম্বর ব্যাটিং পজিশন আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা চাইছি এখানে এমন কেই থাকুন যিনি ব্যাট করতে পারেন। সে কারণেই শার্দুলকে নেওয়া হয়েছে। তিনি আট নম্বরে দলের প্রয়োজন অনুযায়ী ব্যাট হাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন। কেন না, শুরুর দিকে বা মিডল অর্ডারে দ্রুত উইকেট হারালেই এই পজিশনই আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। যা নিয়ে উদ্বেগ থাকাটাই স্বাভাবিক। প্লেয়িং কম্বিনেশনের ক্ষেত্রে জরুরি অন্তত সাত ব্যাটারের যে কোনও পরিস্থিতিতে ভালো খেলার দক্ষতা থাকা।

স্পিনারদের প্রশংসা

স্পিনারদের প্রশংসা

ভারতের কম্বিনেশন খোলসা করেননি রোহিত। তিনি হলেন, বিশ্বকাপ আমরা দেশের মাটিতেই বিভিন্ন পরিবেশ ও পরিস্থিতিতে খেলব। ফলে সব কিছু মাথায় রেখেই একাদশ চূড়ান্ত হবে, তিন স্পিনার খেলানোও নির্ভর করবে পরিস্থিতির উপর। আমাদের স্পিনার রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদ ব্যাট করতে পারেন। আমরা যে ব্যাটিং গভীরতার কথা ভাবছি তাঁরা এই ক্ষেত্রে কার্যকরী হতে পারেন। আমাদের দলে দুজন কোয়ালিটি রিস্টস্পিনারও (যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব) রয়েছেন।

সিরাজ অন্যতম সেরা অস্ত্র

সিরাজ অন্যতম সেরা অস্ত্র

গত দুই বছরে মহম্মদ সিরাজ যেভাবে লাইন ও লেংথের উন্নতি করেছেন তাতে তাঁকে অস্ট্রেলিয়া সিরিজ ও বিশ্বকাপে তরতাজা রাখার উপরেও জোর দিয়েছেন ভারত অধিনায়ক। সিরাজের আউটস্যুইংয়ের প্রশংসা করেছেন তিনি। যে কোনও সময় এসে উইকেট নিতে পারেন, সে কারণে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিয়য়ে গুরুত্ব আরোপ করেছেন রোহিত। মনে করা হচ্ছে, কিউয়িদের বিরুদ্ধে সব ম্যাচে খেলানো হবে না সিরাজকে। তবে কালকের ম্য়াচে খেলানো হবে। প্রতিপক্ষকে সমীহ করলেও যেভাবে নির্ভীক ক্রিকেট খেলে ভারত আগের সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়েছে তাতে আত্মবিশ্বাসী রোহিত।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।

English summary
Rohit Sharma Confirms Ishan Kishan Will Bat In Middle-Order Against New Zealand In ODIs. India Will Face The Kiwis In Hyderabad Tomorrow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X