For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-নিউজিল্যান্ড সিরিজের আগে এনসিএ-তে জাদেজার ফিটনেস টেস্ট, নজরে রোহিত-বিরাটের ভবিষ্যৎ

Google Oneindia Bengali News

ভারত-শ্রীলঙ্কা একদিনের সিরিজ শুরু মঙ্গলবার। গুয়াহাটিতে প্রথম ম্যাচ। এরপর ১২ জানুয়ারি কলকাতা ও ১৫ জানুয়ারি ত্রিবান্দ্রমে দুটি ওডিআই। ১৮ জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে ভারত-নিউজিল্যান্ড সিরিজ। কাল বা মঙ্গলবার সেই সিরিজের ভারতীয় দল বেছে নিতে পারেন নির্বাচকরা।

নজরে জাদেজা

নজরে জাদেজা

রবীন্দ্র জাদেজা মনে করা হয়েছিল বাংলাদেশ সিরিজে খেলতে পারবেন। কিন্তু তিনি ফিট হতে পারেননি। এমনকী শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে টি ২০ ও একদিনের আন্তর্জাতিক সিরিজেও কামব্যাক করতে পারেননি জাড্ডু। যদিও সম্প্রতি ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড় স্পিন বোলিং অলরাউন্ডারদের প্রশংসার সময় বলেছিলেন, জাদেজা শীঘ্রই দলের সঙ্গে যোগ দেবেন। নিউজিল্যান্ড সিরিজের পর ভারত ফেব্রুয়ারি-মার্চে দেশের মাটিতে গুরুত্বপূর্ণ চার টেস্টের সিরিজও খেলবে। এই পরিস্থিতিতে জাদেজার ফিটনেসের দিকে সকলের নজর।

বেঙ্গালুরুতে জাড্ডু

রবীন্দ্র জাদেজা ইতিমধ্যেই ফিটনেস টেস্ট দিতে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন। ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে তাঁকে ইয়ো ইয়ো টেস্ট ও ডেক্সা টেস্টে উত্তীর্ণ হতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে জাদেজা ভারত-নিউজিল্যান্ড সিরিজেই কামব্যাক করতে পারেন। এমনিতে জাদেজার অভাব সেভাবে অনুভূত হতে দিচ্ছেন না অক্ষর প্যাটেল। ভরসা দিচ্ছেন ওয়াশিংটন সুন্দরও। তবে জাড্ডু এলে দলের শক্তি যেমন বাড়বে, তেমনই প্রথম একাদশে সুযোগের জন্য সুস্থ প্রতিযোগিতাও বাড়বে।

ফিটনেসের উন্নতি

বিসিসিআইয়ের এক সূত্রকে উদ্ধৃত করে ইনসাইডস্পোর্ট দাবি করছে, জাদেজা এখন আগের থেকেও অনেক বেশি ফিট। তিনি ফিটনেস টেস্টে উত্তীর্ণ হলে এবং তাঁর চোট পরীক্ষা করে এনসিএ সবুজ সঙ্কেত দিলে তবেই তিনি দল নির্বাচনের সময় বিবেচিত হবেন। তবে যা পরিস্থিতি তাতে নিউজিল্যান্ড সিরিজেই তিনি দলে ফিরতে পারেন। জাদেজার ফিটনেসের ব্যাপারে এনসিএ প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গেও কথা বলবেন নির্বাচকরা। উল্লেখ্য, গত বছর এশিয়া কাপ চলাকালীনই ছিটকে গিয়েছিলেন জাদেজা। অনুশীলনে চোট পেয়েছিলেন। তারপর মুম্বইয়ে গিয়ে হাঁটুতে অস্ত্রোপচার করান। বোর্ড অবশ্য জাদেজাকে নিয়েও কোনও ঝুঁকি নিতে নারাজ।

দল নির্বাচনী বৈঠক

দল নির্বাচনী বৈঠক

বিসিসিআই চেতন শর্মার নেতৃত্বাধীন নতুন নির্বাচকমণ্ডলী ঘোষণা করেছে। বাকি নির্বাচকরা হলেন শিবসুন্দর দাস, সুব্রত বন্দ্যোপাধ্যায়, সলিল আঙ্কোলা ও শ্রীধরন শরৎ। নিউজিল্যান্ড সিরিজের জন্য যে দল বেছে নেওয়া হবে তাতে ওডিআই দল থেকে ইঙ্গিত মিলতে পারে যে ২০ জন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপের জন্য তাঁদের মধ্যে কারা রয়েছেন। একইসঙ্গে রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ সিনিয়রদের টি ২০ দলে সুযোগ দেওয়া হবে কিনা সেটাও দেখার। যদিও টি ২০ দলে সিনিয়রদের রাখার সম্ভাবনা কম।

English summary
Ravindra Jadeja At NCA For Fitness Test Ahead Of Indian Team Selection For New Zealand Series. Selectors Will Pick The ODI And T20 Squad For New Zealand Series Starting January 18.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X