For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহরুখের কেকেআরকে আইপিএল জেতানো কোচ এবার নিলেন প্রীতির পাঞ্জাবের চ্যালেঞ্জ

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে ফের হেড কোচের ভূমিকায় দেখা যাবে ট্রেভর বেলিসকে। কলকাতা নাইট রাইডার্স তাঁর প্রশিক্ষণেই দু-বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। এমনকী ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের পিছনেও ছিল হেড কোচ বেলিসের ক্ষুরধার মস্তিষ্ক। এখনও অবধি প্রীতি জিন্টা-নেস ওয়াডিয়াদের পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। সবদিক বিবেচনা করে অভিজ্ঞ বেলিসের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হলো।

পাঞ্জাবে ফের বদল

আইপিএলে প্রথম চারে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি পৌঁছেছিল মাত্র দুবার। ২০০৮ সালে প্রথম আইপিএলে সেমিফাইনালে ওঠে। এরপর ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের কাছে ফাইনালে হেরে গিয়ে রানার-আপ হয়। কোচ, অধিনায়ক, দলের নাম, জার্সির রংয়ের কম্বিনেশন বদলেও এরপর চ্যাম্পিয়ন হতে পারেনি। প্রাক্তন ভারতীয় কোচ অনিল কুম্বলেকে হেড কোচ করেও সাফল্য আসেনি। এবার কুম্বলের পরামর্শকে গুরুত্ব দিয়ে মেগা নিলাম থেকে দল গঠন করা হয়েছিল। কিন্তু তাতেও পাঞ্জাব কিংস প্লে অফে যেতে পারেনি। পাঞ্জাব কিংসের এবার খুবই সাধারণ মানের পারফরম্যান্স ছিল আইপিএলে। হেড কোচ হিসেবে চলতি মাসেই কুম্বলেকে সরানোর সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। তবে অধিনায়কের পদে রয়ে গিয়েছেন ময়াঙ্ক আগরওয়াল।

কোচ বেলিস

কোচ বেলিস

আজই মুম্বই ইন্ডিয়ান্স তাদের হেড কোচ হিসেবে মার্ক বাউচারের নাম ঘোষণা করেছে। তার কয়েক ঘণ্টার মধ্যেই বেলিসের নাম হেড কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল পাঞ্জাব কিংস। ৫৯ বছরের বেলিসের কোচিংয়ে ইংল্যান্ড যেমন ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছে, তেমনই গৌতম গম্ভীরের অধিনায়কত্বে বেলিসের কোচিংয়েই কেকেআর আইপিএল জেতে ২০১২ ও ১০১৪ সালে। তারপর থেকে শাহরুখ খানের দল আর চ্যাম্পিয়ন হতে পারেনি। নতুন দায়িত্ব নিয়ে পাঞ্জাব কিংসকে সাফল্য এনে দিতে চান বেলিস।

ফের আইপিএলের কোচিংয়ে

ট্রেভর বেলিস গত বছর পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ ছিলেন। যদিও ব্যর্থতার পর বেলিসকে সরিয়ে টম মুডিকে এবারের আইপিএলে কোচ করে সানরাইজার্স। তবে লাগাতার ব্যর্থতায় মুডিকে সরিয়ে লারাকে কোচ করেছে হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি। বেলিস এবার দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচের দায়িত্ব সামলেছেন। ২০১৪ সালে আইপিএল ফাইনাল খেলার পর থেকে একবারও প্লে অফে যেতে পারেনি পাঞ্জাব কিংস। অনিল কুম্বলের প্রশিক্ষণাধীন পাঞ্জাব ২০২০ থেকে ২০২২ অবধি তিনটি আইপিএলেই ষষ্ঠ স্থানে থেকে অভিযান শেষ করেছিল।

কোচ বদলে ভাগ্য বদল?

কোচ বদলে ভাগ্য বদল?

জানা গিয়েছে, নতুন কোচ নিয়োগের সিদ্ধান্ত একসঙ্গে নিয়েছেন দলের কর্ণধাররা- প্রীতি জিন্টা, নেস ওয়াডিয়া, করণ পল ও মোহিত বর্মণ এবং সিইও সতীশ মেনন। কুম্বলেকে ২০২০ সালে পাঞ্জাব কিংসের হেড কোচ করা হয়েছিল। সঞ্জয় বাঙ্গার ২০১৪ থেকে ২০১৬ অবধি পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির কোচ ছিলেন। এরপর বীরেন্দ্র শেহওয়াগ (২০১৭), ব্র্যাড হজ (২০১৮) ও মাইক হেসন (২০১৯) পাঞ্জাবের কোচের পদে ছিলেন। অভিজ্ঞ বেলিস পাঞ্জাবকে কাঙ্ক্ষিত ট্রফি এনে দিতে পারেন কিনা তা বলবে সময়।

English summary
Punjab Kings Have Appointed Trevor Bayliss As Their Head Coach For IPL 2023. Bayliss Will Work With Mayank Agarwal Who Has Been Retained As Captain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X