For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওপেনে ব্যর্থ পৃথ্বী, মিডিল অর্ডারে গিলের শূন্য, হনুমা-পূজারায় মান বাঁচাল ভারত

ওপেনে নেমে ব্যর্থ পৃথ্বী, মিডিল অর্ডারে গিলের শূন্য, হনুমা-পূজারায় মান বাঁচাল ভারত

  • |
Google Oneindia Bengali News

হ্যামিলটনে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্ততি ম্যাচে ব্যর্থ হলেন তরুণ পৃথ্বী শ ও শুভমান গিল। কথা বলল না ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট। শেষে চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীর চওড়া ব্যাটে মান বাঁচল ভারতীয় ক্রিকেট দলের।

ভারত বনাম নিউজিল্যান্ড

ভারত বনাম নিউজিল্যান্ড

২১ ফেব্রুরারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে হ্যামিলটনে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে টিম ইন্ডিয়া।

একই দলে শুভমান ও পৃথ্বী

একই দলে শুভমান ও পৃথ্বী

চোটের কারণে খেলছেন না রোহিত শর্মা। তাঁর পরিবর্তে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনে পৃথ্বী শ ও শুভমান গিলের মধ্যে কাকে সুযোগ দেওয়া হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যদিও হ্যামিলটনে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুই ক্রিকেটারকেই খেলানো হল। ওপেনে খেললেন পৃথ্বী শ। চার নম্বরে নামলেন শুভমান গিল।

ব্যর্থ শুভমান ও পৃথ্বী

ব্যর্থ শুভমান ও পৃথ্বী

যাঁদের নিয়ে আলোচনা সেই পৃথ্বী শ এবং শুভমান গিল কিন্তু নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ব্যর্থ হলেন। দু-জনেই শূন্য রানে আউট হলেন। মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যান দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট হাতে ঝকঝকে পারফরম্যান্স করা ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। সেক্ষেত্রে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টপ অর্ডার কী হতে চলেছে, তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

হনুমার শতরান, সঙ্গতে পূজারা

হনুমার শতরান, সঙ্গতে পূজারা

হ্যামিলটনে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামাল দেন অভিজ্ঞ চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারী। ১৮২ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন হনুমা। ২১১ বলে ৯৩ রান করে আউট হন পূজারা। অজিঙ্ক রাহানে ১৮ রান করে আউট হয়েছেন। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ২৬৩ রানে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া।

পন্থ না ঋদ্ধি

পন্থ না ঋদ্ধি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিকে টেস্টে ঋষভ পন্থ ও ঋদ্ধিমান সাহার মধ্যে কে সুযোগ পাবেন, তা নিয়েও আলোচনা চলছে দেশের ক্রিকেট মহলে। যদিও হ্যামিলটনে ব্যর্থ হয়েছেন দুই ক্রিকেটারই। পন্থ করেছেন ৭। শূন্য রান করে সাজঘরে ফিরেছেন সাহা।

English summary
Prithvi and Gill out for duck in tour match of New Zealand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X