For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: তারকাখচিত আরসিবির বিরুদ্ধে পাঞ্জাবের বাজি একাধিক তরুণ প্রতিভা, প্রথম ম্যাচে নেই রাবাডা-ম্যাক্সওয়েলরা

IPL 2022: তারকাখচিত আরসিবির বিরুদ্ধে পাঞ্জাবের বাজি একাধিক তরুণ প্রতিভা, দুই দলে নেই একাধিক তারকা

Google Oneindia Bengali News

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আইপিএল-এর তৃতীয় ম্যাচে নভি মুম্বইয়ের ডি ওয়াই প্যাটেল স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। আরসিবি এবং পিবিকেএস- এই দুই দলের চলতি মরসুমে একাধিক পরিবর্তন এসেছে। অধিনায়ক নতুন হলেও দলের কোর ইউনিট ধরে রাখার সুবিধা একটু হলেও এই ম্যাচে পাঞ্জাবের তুলনায় বেশি সাহায্য করবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোকে।

দুই দলের খোঁজ খবর:

দুই দলের খোঁজ খবর:

একাধিক নতুন ক্রিকেটার নিলাম থেকে নিয়ে দল গড়েছে প্রীতি জিন্টার দল। ছেড়ে দেওয়া হয়েছে কে এল রাহুলের মতো ক্রিকেটারকে। তার পরিবর্তে রিটেন করা হয়েছে ময়াঙ্ক আগারওয়ালকে এবং তাঁকেই দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। এ ছাড়া অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ানকে দলে নেওয়ায় পাঞ্জাবের ব্যাটিং অর্ডার শক্তিশালী হবে।

একই রকম ভাবে কোর ইউনিটে খুব বেশি পরিবর্তন না আসলেও একাধিক পরিবর্তন হয়েছে আরসিবি'রও। বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় দলটির নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে ফাফ ডু প্লেসিস'কে। এই মরসুমে ফাফকে নিলাম থেকে তুলে নেওয়ার পাশাপাশি দলে বিরাট কোহলি এবং গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার থাকায় মিডল অর্ডার শক্তিশালী রয়েছে আরসিবির। যদিও সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের ফলে এবি ডেভিলিয়ার্সের সার্ভিস পাবে না বিরাট-ম্যাক্সির দল। ফিনিশারের দায়িত্ব সামলাতে পারা দীনেশ কার্তিককে নিলাম থেকে তুলেছে বাগিচা শহরের দল।

এই ম্যাচে যে যে ক্রিকেটারদের সার্ভিস পাবে না দুই দল:

এই ম্যাচে যে যে ক্রিকেটারদের সার্ভিস পাবে না দুই দল:

অস্ট্রেলিয়ার জার্সিতে পাকিস্তানের বিরুদ্ধে নির্ধারিত ওভারের ক্রিকেটের জন্য আইপিএল-এর প্রথম সপ্তাহে গ্লেন ম্যাক্সওয়েল, জস হ্যাজেলউড এবং জেসন বেরেনড্রফের সার্ভিস পাবে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলার কারণে জনি বেয়ারস্ট্রোকে প্রথম সপ্তাহে পাবে না পাঞ্জাব কিংস। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের কারণে কাগিসো রাবাডার সার্ভিও প্রথম ম্যাচে পাবে না পাঞ্জাব।

পিচ রিপোর্ট:

পিচ রিপোর্ট:

ডি ওয়াই প্যাটেলের পিচ পরিচিত শুস্ক উইকেটের জন্যই। এই উইকেটে ভাল মতো বাউন্স থাকে। যার ফলে সুবিধা পাবেন পেসাররা। এই উইকেটে প্রথম ইনিংসে গড় রান ১৪৮। যার ফলে ১৬০-১৭০ লড়াই করার মতো ভাল রান হতে পারে। ব্যাটসম্যান এবং বোলার উভয়ের জন্য এই উইকেট ভাল। কোনও এক পক্ষকে এই উইকেট সুবিধা দেয় না। ফলে ব্যাটে-বলে ভাল প্রতিযোগীতার আশা করা যায়। ফলে যে দল টস জিতবে সেই দলের ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়াই ঠিক হবে। কারণ রান তাড়া করে এই মাঠে আশি শতাংশ ম্যাচ জিতেছে অন্যান্য দল। তা ছাড়া রাতের দিকে শিশির পড়লে সুবিধা পাবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল।

আবহাওয়া:

আবহাওয়া:

ম্যাচে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। ২৯ ডিগ্রি'র পাশাপাশি তাপমাত্রা থাকার কথা এবং আদ্রতা ৬৫ শতাংশ থাকতে পারে ম্যাচে সময়। বৃষ্টির কোনও সম্ভবনা নেই।

English summary
Preview of the match between RCB and PBKS. Many star cricketers to miss this match for national duty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X