For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, সহ অধিনায়ক স্টিভ স্মিথ, পেইনের কি অকাল অবসর?

Google Oneindia Bengali News

জল্পনার অবসান। প্রত্যাশিতভাবেই অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন প্যাট কামিন্স। সহ অধিনায়ক করা হয়েছে স্টিভ স্মিথকে। এরই মধ্যে অ্যাশেজে অস্ট্রেলিয়াকে নামতে হবে নতুন উইকেটকিপারকে নিয়েই। সতীর্থরা পাশে থাকলেও এদিনই সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন টিম পেইন।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, সহ অধিনায়ক স্টিভ স্মিথ, পেইনের কি অকাল অবসর?

পেইনের বিরুদ্ধে যৌনতায় ভরা আপত্তিকর মেসেজ পাঠানোর পুরানো অভিযোগ নিয়ে ফের সরব হয়েছেন প্রাক্তন মহিলা সহকর্মী। এরপরই নিজের কৃতকর্মের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন পেইন। তারপরই নতুন অধিনায়ক বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০১৮ সালে কেপটাউনে বল বিকৃতি কাণ্ডের জেরে অধিনায়কত্ব হারিয়েছিলেন স্টিভ স্মিথ, সরানো হয়েছিল সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে। তারপর ফের অস্ট্রেলিয়ার লিডারশিপ রোলে অ্যাশেজেই দেখা যাবে স্মিথকে।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, ডেপুটি স্মিথ

টেস্ট অধিনায়ক কাকে করা হবে তা নিয়ে অনেকের নামই উঠে আসছিল, তবে কামিন্সই ছিলেন এগিয়ে। নির্বাচক জর্জ বেইলি ও টনি ডোডেমেইড, ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড সদস্য মেল জোন্স, অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান রিচার্ড ফ্রেউডেনস্টেইন ও সিইও নিক হকলে ঐক্যমতের ভিত্তিতেই কামিন্সের নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেছেন। তার আগে বেইলি, ডোডেমেইড ও হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার পাঁচ সদস্যের কমিটির কাছে কামিন্সকে অধিনায়ক ও স্মিথকে সহ অধিনায়ক হিসেবে ঘোষণার সুপারিশ করেছিলেন।

অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, ডেপুটি স্মিথ

রিচি বেনোর পর কামিন্সই প্রথম বোলার যিনি স্থায়ীভাবে অস্ট্রেলিয়ার অধিনায়ক নির্বাচিত হলেন। বিশ্বের ১ নম্বর টেস্ট বোলার কামিন্স জানিয়েছেন, এই দায়িত্বপ্রাপ্তি তাঁর কাছে অপ্রত্যাশিত। তবে অ্যাশেজের আগে এই দায়িত্ব পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন। গত কয়েক বছর ধরে টিম পেইন যেভাবে সাফল্যের সঙ্গে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন, সেই ধারা অব্যাহত রাখতে চান কামিন্স। তাঁর কথায়, আমি ছা়ড়াও স্টিভ স্মিথ সহ অধিনায়ক হিসেবে রয়েছেন। দলে সিনিয়র ক্রিকেটারদের পাশাপাশি দারুণ কিছু তরুণ ক্রিকেটারও রয়েছেন। আমাদের দল যথেষ্টই শক্তিশালী। আমার প্রতি যাঁরা আস্থা রেখেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞ, নতুন দায়িত্ব পালনে মুখিয়ে রয়েছি। উল্লেখ্য, গত মরশুমে নিউ সাউথ ওয়েলসের একদিনের দলকে তিনি চারটি ম্যাচে নেতৃত্ব দেন। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার রে লিন্ডওয়াল একটি টেস্টে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর পর আর কোনও জোরে বোলার অজিদের নেতৃত্ব দেননি।

২০১৭ সালে কামব্যাকের পর থেকে অস্ট্রেলিয়ার শেষ ৩৫টি টেস্টের মধ্যে দুটিতেই শুধু খেলতে পারেননি কামিন্স। ২০১৯ সালে অ্যাশেজের পর থেকে ৯টি টেস্ট খেলেছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে টিম পেইন সব ধরনের ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য সরে গিয়েছেন। তাতেই জল্পনা তৈরি হয়েছে সম্ভবত কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট অধিনায়ক।

যৌন কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর পেইনের এই সিদ্ধান্ত যে মানসিক স্বাস্থ্যের কারণেই তা স্পষ্ট করে তাঁর ম্যানেজার জেমস হেন্ডারসন জানিয়েছেন, সেক্সটিং স্ক্যান্ডাল ফের মাথাচাড়া দেওয়ার পর পেইন ও তাঁর স্ত্রী বনি যাতে ভালোভাবে থাকতে পারেন তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। পেইন মেন্টাল হেলথ ব্রেক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

English summary
Pat Cummins Has Been Confirmed As Australia's 47th Test Captain With Steve Smith His Deputy. Tim Paine Decided To Step Away From Cricket For An Indefinite Mental Health Break.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X