For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বের ১ নম্বর নিউজিল্যান্ড একাদশ বাছতে হিমশিম! ভারতে কোন কঠিন পরিস্থিতিতে কিউয়িরা?

Google Oneindia Bengali News

হায়দরাবাদে কাল থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। এই মুহূর্তে বিশ্বের ১ নম্বর ওডিআই দল নিউজিল্যান্ড। পাকিস্তান থেকে ২-১ ব্যবধানে একদিনের সিরিজ জিতে ভারতে এসেছে কিউয়িরা। তবে তিন তারকাকে ছেড়েই রোহিত শর্মার দলের বিরুদ্ধে খেলতে হবে টম লাথামদের।

বিশ্বের ১ নম্বর ওডিআই দল নিউজিল্যান্ড একাদশ বাছতে হিমশিম!

২০১০ সালে শেষবার ভারতে এসে টিম সাউদি ও ট্রেন্ট বোল্টকে ছাড়া একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল নিউজিল্যান্ড। সেই ম্যাচে ভারত বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল নিউজিল্যান্ডকে। সাউদি ও বোল্টের মতো কেউই নেই, এরপর আর এমন পরিস্থিতিতে এ দেশে পড়েনি নিউজিল্যান্ড। সাউদিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বোল্ট সংযুক্ত আরব আমিরশাহীতে খেলছেন আইএল টি ২০। বোল্ট নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বেরিয়ে গিয়েছেন। অধিনায়ক কেন উইলিয়ামসনও ভারতে আসেননি। ফলে ভারত সফরে অধিনায়কত্বের দায়িত্ব সামলানো টম লাথাম বলেছেন, এই তিনজনের না থাকা দলে বড় শূন্যতা তৈরি করেছে নিশ্চিতভাবেই। তবে অন্যদের কাছে নিজেদের মেলে ধরার সুযোগও রয়েছে। আমাদের দলের সকলেরই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেটা বোনাস।

পেসার লকি ফার্গুসনের ভারতে খেলার অভিজ্ঞতা রয়েছে। তাঁর সঙ্গে পেস আক্রমণ সামলানোর জন্য রয়েছেন ব্লেয়ার টিকনার, ডগ ব্রেসওয়েল, হেনরি শিপলে। তবে প্রথম ম্যাচে ইশ সোধিকে পাচ্ছে না কিউয়িরা। করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ওডিআইয়ে তিনি গোড়ালিতে চোট পেয়েছিলেন। তা সারেনি। সোধির মতো ভালো মানের স্পিনারকে না পাওয়া যে সমস্যা সেটা উল্লেখ করে লাথাম আশাবাদী, পরের দিকের ম্যাচগুলিতে এই স্পিনারকে পাওয়া যাবে।

বিশ্বকাপের আগে ভারতে শেষবার খেলে সেই শিক্ষাকেই পরে কাজে লাগাতে চাইছে নিউজিল্যান্ড। পাকিস্তানে দলের পারফরম্যান্সে খুশি লাথাম মনে করছেন, ভারতে পিচ পাকিস্তানের থেকে ভালো। ফলে ভারতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশাই তাঁরা করছেন। ভারতীয় স্পিনারদের সামলাতে আইপিএলের অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছেন কিউয়িরা। একে অপরকে পরামর্শ দিচ্ছেন। যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবকে দেশের মাটিতেও সামলেছেন, ফলে খুব একটা দুশ্চিন্তা করছেন না লাথাম। বিরাট কোহলিকে আটকানোর উপায়ও খুঁজছে বিশ্বের ১ নম্বর দল।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, মার্ক চ্যাপম্যান বা হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলে বা ডগ ব্রেসওয়েল বা জ্যাকব ডাফি, লকি ফার্গুসন।

English summary
World Number ODI Side New Zealand Without Boult And Southee To Face Stiff Challenge Against India. Ish Sodhi Has Been Ruled Out Of The First ODI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X