For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ড্যারিল মিচেল পেলেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটীয় স্পিরিটের পুরস্কার! কোন নজিরে মিলল স্বীকৃতি?

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট খেলাকে বলা হয় ভদ্রলোকের খেলা বা জেন্টলম্যান'স গেম! তার স্বীকৃতিও দিয়ে থাকে আইসিসি, স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ডের মাধ্যমে। বর্ষসেরা ক্রিকেটীয় স্পিরিটের পুরস্কারটি এবার পেলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচে তাঁর দৃষ্টান্তমূলক পদক্ষেপের জন্য।

মিচেল পেলেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটীয় স্পিরিটের পুরস্কার

ড্যারিল মিচেল এই পুরস্কারটি পেলেন নিউজিল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসেবে। আগে এই পুরস্কার পেয়েছেন ড্যানিয়েল ভেত্তোরি, ব্রেন্ডন ম্যাকালাম ও কেন উইলিয়ামসন। টি ২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে রান তাড়া করার সময় চাপের মুখেও সুযোগ পেয়ে একটি রান নিতে অস্বীকার করেন মিচেল। তার জন্যই মিলল বর্ষসেরা ক্রিকেটীয় স্পিরিটের পুরস্কার। টি ২০ বিশ্বকাপে দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার মতো অসাধারণ অভিজ্ঞতালাভের পর এই স্বীকৃতি পেয়ে স্বাভাবিকভাবেই খুশি ড্যারিল মিচেল। তাঁর কথায়, আমরা খেলাকে ভালোবেসেই খেলি। আমরা প্রত্যেকেই জিততে চাই, কিন্তু ক্রিকেটের মূল্যবোধের পরিপন্থী কিছু করা থেকে বিরত থেকে। স্পিরিট অব ক্রিকেটের গুরুত্ব অবশ্যই আছে। বিশেষ করে যে ছোটরা ভবিষ্যতে খেলবে, এই উদাহরণ তাদের উপর ইতিবাচক প্রভাবই ফেলে।

মিচেল পেলেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটীয় স্পিরিটের পুরস্কার

মিচেল বলেন, আমরা সব সময়ই নিজেদের ক্ষমতার নিরিখে জেতায় বিশ্বাসী। বড় ম্যাচেও কোনও বিতর্কিত কিছুতে আমরা জড়়াতে চাই না। ক্রিকেটীয় স্পিরিট অক্ষুণ্ণ রেখে যেভাবে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা খেলে থাকেন তাতেও গর্বিত মিচেল। ক্রিকেটীয় স্পিরিটের ক্ষেত্রে যে বিষয়গুলি বিবেচিত হয় তা হলো- প্রতিপক্ষ, নিজের দল ও অধিনায়ক, আম্পায়ারদের ভূমিকা ও ক্রিকেটের ঐতিহ্যগত মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

মিচেল পেলেন আইসিসির বর্ষসেরা ক্রিকেটীয় স্পিরিটের পুরস্কার

নভেম্বরের ১০ তারিখ আবু ধাবিতে সেমিফাইনালে ইংল্যান্ড ৪ উইকেটে ১৬৬ রান তুলেছিল। রান তাড়া করতে নেমে দলকে জয়ের দিকে ভালোভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মিচেল ও নিশাম। ১৮তম ওভারে বল করতে আসেন আদিল রশিদ। ইংল্যান্ডের রান তখন ৪ উইকেটে ১৩৩। প্রথম বলটি নিশাম খেলে এক রান নিতে দৌড়েছিলেন। কিন্তু রান নেননি নন-স্ট্রাইকিং এন্ডে থাকা মিচেল। কেন না, আদিল যখন নিশামের শট ঠেকাতে যাচ্ছিলেন তখন তাঁর সামনে এসে পড়েছিলেন মিচেল। ফলে তিনি বলটি ধরতে পারেননি।

মিচেল রান নিতেই পারতেন। কিন্তু ক্রিকেটীয় স্পিরিট দেখিয়েই তিনি সে পথে হাঁটেননি, আদিলের পথও তিনি আটকেছিলেন অনিচ্ছাকৃতভাবেই। ধারাভাষ্য দেওয়ার সময় মিচেলের এই আচরণের প্রশংসাও করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন। মিচেলের ব্যাট থেকেই এসেছিল উইনিং রান। ওপেন করতে নেমে তিনি অপরাজিত ছিলেন ৪৭ বলে ৭২ রান করে।

English summary
New Zealand's Daryl Mitchell Has Been Named The Recipient Of The ICC Spirit of Cricket Award. Mitchell Refused To Take A Run After Conceding That He Had Impeded England's Adil Rashid In T20 World Cup Semi Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X