For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল জয়ে মুম্বইকরদের উচ্ছ্বাসে স্তব্ধ বাণিজ্য নগরী, আপ্লুত খেলোয়াড়েরা

২০১৯-র আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের অভিনন্দন জানাতে পথে নামল বাণিজ্য নগরী।

  • |
Google Oneindia Bengali News

একদিকে নাগাড়ে বেজে চলেছে ঢোল-তাসা, অন্যদিকে ব্যান্ড। সঙ্গে প্রিয় খেলোয়াড়দের নামে জয়ধ্বনি ও সেলফি তোলায় হিড়িকও ছিল অকৃত্রিম।

২০১৯-র আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়দের অভিনন্দন জানাতে পথে নামল বাণিজ্য নগরী। জন জোয়ারের ঠেলে এগিয়ে চলল বিজয়ীদের হুড-খোলা ঘন নীল বাস। স্তব্ধ হল জনজীবন। আটকে গেল ট্রাফিক। রাতভর উৎসবে মাতল আমচি মুম্বই, ক্রিকেট পাগল সচীন-গাভাস্কারের শহর।

আইপিএল জয়ে মুম্বইকারদের উচ্ছ্বাসে স্তব্ধ বাণিজ্য নগরী, আপ্লুত খেলোয়াড়েরা

গত রবিবার অর্থাৎ ১২ মে আইপিএলের ফাইনালে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চতুর্থবারের জন্য কাপ হাতে তোলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। সেদিন রাত থেকেই বাণিজ্য নগরীতে শুরু হয় ক্রিকেট উৎসব। শহরের বিভিন্ন মোড়ে লাগানো জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে জড়ো হওয়া মুম্বইকররা, মুহূর্তটি উদযাপন করেন নিজস্ব স্টাইলে। বিভিন্ন প্রান্তে চলে আতস বাজির প্রদর্শনীও। কারো চোখে ভেসে ওঠে ২০১১ সালের দোসরা এপ্রিল রাতের স্মৃতি। ওয়াখেড়েতে ভারত বিশ্বকাপ জেতার পর ঠিক এভাবেই উৎসব মুখর হয়েছিল বাণিজ্য নগরী।

চতুর্থবার আইপিএল খেতাব জেতা মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা শহরে ফিরতেই, তাঁদের বাড়ির পার্টিতে ডেকে পাঠান দলের মালিক মুকেশ আম্বানি। আন্তিলিয়ায় অনেক রাত পর্যন্ত চলে খাওয়া-দাওয়া, নাচ-গান, উৎসব, কাপ হাতে ফটোশুট। বাইরে তখন চ্যাম্পিয়নদের অপেক্ষায় দাঁড়িয়ে অগণিত মুম্বইকার। একদিকে নাগাড়ে বেজে চলেছে ঢোল-তাসা, অন্যদিকে ব্যান্ড।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">📹: 🚎 CH4MPIONS ARE 🏠 💙<a href="https://twitter.com/hashtag/OneFamily?src=hash&ref_src=twsrc%5Etfw">#OneFamily</a> <a href="https://twitter.com/hashtag/CricketMeriJaan?src=hash&ref_src=twsrc%5Etfw">#CricketMeriJaan</a> <a href="https://twitter.com/hashtag/MumbaiIndians?src=hash&ref_src=twsrc%5Etfw">#MumbaiIndians</a> <a href="https://t.co/CrtcXS4M1P">pic.twitter.com/CrtcXS4M1P</a></p>— Mumbai Indians (@mipaltan) <a href="https://twitter.com/mipaltan/status/1127959717483958273?ref_src=twsrc%5Etfw">May 13, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

আন্তিলিয়া থেকে হুড-খোলা ঘন নীল বাসে মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা বেরোতেই, রাস্তায় ভেঙে পড়ে ভিড়। নরিম্যান পয়েন্টের হোটেল পর্যন্ত চ্যাম্পিয়নদের পিছু নেন উৎসব মুখর জনতা। তাঁদের গান-স্লোগান-বাজনার তালে পা নাচান হার্দিক পাণ্ডিয়া, ক্রুনাল পাণ্ডিয়া, ইশান কিষাণ, কাইরন পোলার্ডরা। অধিনায়ক রোহিত শর্মা কাপ উপরে তুলে ধরতেই ভিড়ে শুরু হয় পাগলামি। যা দেখে আপ্লুত হন মুম্বই ইন্ডিয়ান্সের খেলোয়াড়, কোচ থেকে সাপোর্ট স্টাফরা। পরে হোটেলের সামনেও চলে একপ্রস্ত উৎসব। ফ্যানদের অভিবাদন কুড়োনোর পাশাপাশি তাদের সঙ্গে সেলফিও তোলেন জসপ্রীত বুমরা, কুইন্টন ডি কক, লাসিথ মালিঙ্গারা।

English summary
Mumbai Indians' IPL 2019 victory parade brings city to a halt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X