For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL Auction 2022: রেকর্ড অর্থে ঈশান কিষানকে নিলাম থেকে তুলে নিল নীতা অম্বানির দল

রেকর্ড অর্থে ঈশান কিষানকে নিলাম থেকে তুলে নিল নীতা অম্বানির দল

Google Oneindia Bengali News

ঘরের ছেলেকে ধরে রাখল মুম্বই ইন্ডিয়ান্স। রেকর্ড ১৫.২৫ কোটি টাকায় বিধ্বংসী উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিষানকে নিলাম থেকে তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কিষানকে নেওয়ার জন্য শনিবারের নিলামে মুম্বইয়ের সঙ্গে প্রথমে লড়াই চলছিল পাঞ্জাব কিংসের। কিন্তু মাত্রারিক্ত দাম উঠে যাওয়া ঈশানের জন্য লড়াই থেকে সরে আসে প্রীতি জিন্টার দল।

IPL Auction 2022: রেকর্ড অর্থে ঈশান কিষানকে নিলাম থেকে তুলে নিল নীতা অম্বানির দল

পাঞ্জাব সরলেও কিষানের পাওয়ার লক্ষ্যে মুম্বইয়ের সঙ্গে বিডিং-এর লড়াইয়ে নামে গুজরাত টাইটানস। মুম্বই এবং গুজরাতের লড়াইয়ে ঈশানের দাম একটা সময়ে পৌঁছয় ১৩ কোটি টাকায়। এর পর আর এগোয়নি আইপিএল-এর নতুন এই ফ্রাঞ্চাইজি। এর পর নীতা অম্বানির দলের সঙ্গে বিডিং-এর লড়াইয়ে নামে সানরাইজার্স হায়দরাবাদ। ১৫ কোটি টাকার উপর ঝাড়খন্ডের এই ক্রিকেটারের দাম উঠে গেলেও পিছিয়ে আসেনি মুম্বই। ১৫.২৫ কোটি টাকায় শেষ পর্যন্ত ঈশানকে তুলে নেয় অম্বানী পরিবারের দল।

২০২০ আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৫১৬ রান করেন ঈশান কিষাণ। ওই মরসুমে মুম্বইয়ের হয়ে তিনিই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী।

রোহিত শর্মার প্রিয় ক্রিকেটার হওয়া স্বত্ত্বেও অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। পরিকল্পনা ছিল নিলাম থেকে কম মূল্যে তাঁকে তুলে নেওয়ার। কিন্তু মুম্বইয়ের পরিকল্পনা ভেস্তে যায়। পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ এবং গুজরাত টাইটানসের সঙ্গে বিডিং-এ আইপিএল নিলামের ইতিহাসে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ সংগ্রহকারী হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলা নিশ্চিত করেন ঈশান। একই সঙ্গে এ দিন আইপিএল-এর নিলামে সর্বোচ্চ অর্থ সংগ্রহকারী উইকেটরক্ষক হয়ে গেলেন ঈশান। আইপিএলের ইতিহাসে ৬১ ম্যাচে ১৪৫২ রান রয়েছে ঈশানের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দলেও রয়েছে ঈশান কিষাণ। প্রথম একদিনের ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২৮ রান করেছিলেন এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

English summary
Mumbai Indians get Ishan Kishan for a whopping Rs. 15.25 Crore. Titans, Punjab Kings and SRh were in the race to get the wicketkeeper batsman. MI though refused to back down despite the figure rising beyond the 15 crore mark and finally get their man.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X