For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার ইশান কিষাণের হয়ে ব্যাট ধরলেন প্রসাদ, কী বললেন প্রাক্তন প্রধান নির্বাচক

এবার কিষাণের হয়ে ব্যাট ধরলেন প্রসাদ, কী বললেন প্রাক্তন প্রধান নির্বাচক

  • |
Google Oneindia Bengali News

এক সময়র তরুণ ঋষভ পন্থকে নিয়ে বড়াই করেছিলেন। কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে দিল্লির উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে বেছে নিয়েছিলেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। সেই তিনিই আরও একবার সরব হলেন। এবার অন্য এক উইকেটরক্ষকের হয়ে ব্যাট ধরলেন। যার নাম ইশান কিষাণ।

ইশানকে কী বললেন প্রসাদ

ইশানকে কী বললেন প্রসাদ

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল ২০২০-তে চার নম্বরে ব্যাট করতে নেমে কামাল করা ইশান কিষাণ যে কোনও সময় জাতীয় দলে জায়গা পাবেন বলে মনে করেন এমএসকে প্রসাদ। টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামার যোগ্যতা ইশানের মধ্যে রয়েছে বলে বিশ্বাস করেন বিসিসিআই-এর প্রাক্তন প্রধান নির্বাচক।

ইশান কিষাণের আইপিএল পারফরম্যান্স

ইশান কিষাণের আইপিএল পারফরম্যান্স

সদ্য শেষ হওয়া আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে উইকেটের পিছনে দাঁড়ানোর সুযোগ না হলেও ব্যাট হাতে সাড়া ফেলেছেন ইশান কিষাণ। টুর্নামেন্টে ১৪টি ম্যাচ খেলে ৫১৬ রান করেছেন বাঁ-হাতি ব্যাটসম্যান তথা উইকেটরক্ষক। চারটি অর্ধশতরান এসেছে ইশানের ব্যাট থেকে। সর্বোচ্চ স্কোর ৯৯।

পন্থ বাদ পড়ায় হতাশ প্রসাদ

পন্থ বাদ পড়ায় হতাশ প্রসাদ

আইপিএল ২০২০-তে চূড়ান্ত ব্যর্থ হওয়া ঋষভ পন্থকে দেখে এখনও মুগ্ধ হন এমএসকে প্রসাদ। তাই টিম ইন্ডিয়ার সীমিত ওভারের দল থেকে দিল্লির তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের বাদ পড়া মেনে নিতে পারছেন না এমএসকে প্রসাদ। পন্থকে চ্যাম্পিয়নের আখ্যা দিয়েছেন বিসিসিআই-এর প্রাক্তন প্রধান নির্বাচক।

পন্থের আইপিএল পারফরম্যান্স

পন্থের আইপিএল পারফরম্যান্স

সদ্য শেষ হওয়া আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে ১৪ ম্যাচ খেলে ৩৪৩ রানের বেশি করতে পারেননি ঋষভ পন্থ। যা থেকে এই ক্রিকেটারের জাত প্রমাণ হয় না। উইকেটের পিছনে দাঁড়িয়ে ১৩টি ক্যাচ নিয়েছেন পন্থ।

English summary
MSK Prasad backs Ishan Kishan as a hot contender for Team India's wicketkeeping slot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X