For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: স্বস্তির খবর চেন্নাই-এর সমর্থকদের জন্য, দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন এই তারকা বিদেশি

স্বস্তির খবর চেন্নাই-এর সমর্থকদের জন্য, দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন এই তারকা বিদেশি

Google Oneindia Bengali News

ভিসা সমস্যা কাটিয়ে ভারতে আসছেন মইন আলি। আসন্ন আইপিএল-এর দ্বিতীয় ম্যাচ থেকেই মইন আলির সার্ভিস পাবে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। চেন্নাই সুপার কিংসের মুখ্য আধিকারিক কাশি বিশ্বনাথন জানিয়েছেন এ কথা।

IPL 2022: স্বস্তির খবর চেন্নাই-এর সমর্থকদের জন্য, দ্বিতীয় ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন এই তারকা বিদেশি

বৃহস্পতিবার মুম্বইয়ে পা রাখলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে তাঁর সার্ভিস পাবে না কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে। তিন দিন কোয়ারেন্টাই পর্ব কাটাতেই হবে মইনকে এবং সেই কারণে শনিবারের ম্যাচে তাঁকে পাবে না চেন্নাই।

পিটিআই-এর প্রকাশিত খবর অনুযায়ী বিশ্বনাথন বলেছেন, "মইন ভিসা পেয়ে গিয়েছে এবং দুপুরেই মুম্বই-এ পা রাখছে। দ্বিতীয় ম্যাচ থেকে ও খেলতে পারবে। কারণ তিন দিনের কোয়ারেন্টাই কাটাতে হবে ওকে।"

পাকিস্তানি বংশদ্ভূত খেলোয়াড়দের ভিসা পাওয়ার জন্য কিছু নিয়মের মধ্যে দিয়ে যেতে হয় তাই মইনের ভারতে আসতে সময় লাগলো। মইনের ঠাকুর দাদা পাক অধিকৃত কাশ্মীর থেকে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়ে সেই দেশে বসবাস শুরু করেন। মইনের জন্মও হয়েছে ইংল্যান্ডে এবং ভারতে প্রায়শই আসেন তিনি।

আইপিএল ২০২২-এর উদ্বোধনী ম্যাচে চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। এই দুই দলের মধ্যে ম্যাচ দিয়েই শেষ হয়ে ছিল গত মরসুমের আইপিএল। শাহরুখ খানের নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থ বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ধোনির দল। দেখার ফাইনালে হারের বদলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিতে পারে কি না, নতুন রূপে সজ্জিত নাইটরা। কেকেআর দলে এই মরসুমে একাধিক পরিবর্তন হয়েছে। গত মরসুমের অধিনায়ক ইয়ন মর্গ্যানকে ছেড়ে দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে তরুণ অধিনায়ক শ্রেয়স আইয়ারকে।

English summary
Kasi Viswanathan, CEO of CSK has confirmed that England all-rounder Moeen Ali has secured his India visa and will be available for selection for CSK's second game of the IPL 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X