For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঈনের সঙ্গে কুকের বাকযুদ্ধ থামছেই না! এবার কোন কটাক্ষের শিকার প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক?

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মাটিতে সিডনি টেস্ট ড্র রাখতে সক্ষম হলেও আগেই তিনটি টেস্ট হেরে অ্যাশেজ সিরিজও খুইয়েছে ইংল্যান্ড। জো রুটের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, তেমনই স্বস্তিতে নেই ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডও। ইংল্যান্ডের ক্রিকেট মহলে জোর চর্চা চলছে, নতুন বছরে অধিনায়ক ও কোচ বদলের সম্ভাবনা নিয়ে। এরই মধ্যেই অব্যাহত টেলিভিশন স্টুডিওতে বসে মঈন আলি ও প্রাক্তন অধিনায়ক অ্যালাস্টেয়ার কুকের বাকযুদ্ধ।

মঈনের কুক-কটাক্ষ

চলতি সপ্তাহেই কুকের অধিনায়কত্ব ও ম্যান ম্যানেজমেন্টের সমালোচনা প্রকাশ্যেই করেছিলেন মঈন। সেই বাকযুদ্ধের পর ফের মঈন আলির পাশে বসেই কটাক্ষের শিকার হলেন কুক। এবার ইংল্যান্ড দলের কোচিংয়ের বিষয়টি নিয়ে। টেলিভিশন স্টুডিওয় আলোচনা চলছিল, এই মুহূর্তে ইংল্যান্ডের কোচ হতে পারেন এমন কোনও ক্রিকেটার এই দলে রয়েছেন কিনা। তার উত্তরে মঈন বলেন, অবশ্যই আছেন যাঁরা কোচিংয়ে এসে ভালো কোচ হওয়ার দক্ষতা রাখেন। তাঁরা সেদিকে নিশ্চিতভাবেই যাবেনও। তবে এমনও অনেকে আছেন যাঁরা ভালো কোচ হওয়ার উপযুক্ত নন। তাঁদের কোচ হতে গেলে যে ধৈর্য্য বা সহানুভূতি দেখাতে হয় সেই গুণ নেই। মঈন যখন এই কথাটা বলছিলেন তখন তাঁর হাতটি ইঙ্গিত করে কুকের দিকে। মঈনকে থামিয়ে কুক তখন বলেন, আরেকটি কটাক্ষ! যেটাকে অস্বীকারও করেননি মঈন।

মতানৈক্য প্রকাশ্যে

এরপর মঈন বলেন, তিনি মনে করেন না ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ইয়ন মর্গ্যান কোচ হবেন বলে। কিন্তু তিনি একজন ভালো মেন্টর অবশ্যই হতে পারেন। তবে ক্রিস জর্ডনের মধ্যে ভালো কোচ হওয়ার গুণ রয়েছে। তাঁর যা ব্যক্তিত্ব তাতে তাঁকে সকলে ড্রেসিংরুমে তাঁর উপর আস্থা রাখেন। জো রুটের অধিনায়কত্ব সমালোচিত হলেও টেস্ট দল থেকে অবসর নেওয়া মঈন আলি কিন্তু দেশের টেস্ট অধিনায়কের পাশেই রয়েছেন। আর সেটা থাকতে গিয়েই রুটকে কুকের চেয়ে এগিয়ে রেখেছিলেন মঈন, যাতে তাঁদের বাকযুদ্ধ নিয়ে বিতর্কও শুরু হয়। যার রেশ চলছেই। আজও কুক ও মঈনকে দেখা যায় বিপরীত মেরুতে।

বাকযুদ্ধ চরমে

সতীর্থদের সঙ্গে রুট যে মানসিকতা নিয়ে মিশে যান, বেশি সময় কাটান তার প্রশংসা করেছিলেন মঈন। তখন কুক জানতে চান, এভাবে মঈন তাঁর অধিনায়কত্বের সমালোচনা করছেন কিনা! মঈনের জবাব, কিছুটা হলেও বিষয়টি তাই। দুজন অধিনায়ক হিসেবে অবশ্যই আলাদা। আমি কুকের সঙ্গে ভালো ব্যাট করেছি, তবে বল ভালো হয়েছে রুটের অধিনায়কত্বেই। তখন কুক বলেন, আমি কখনও মঈনকে বাদ দিইনি। ফলে আমার সমালোচনা হলেও এটা ঠিক, আমি তাঁকে কখনও বাদ দিই। এরপর কুক জানতে চান রুট কতবার মঈনকে বাদ দিয়েছেন? মঈন তখন বলেন, বাদ না দেওয়ার কথা ঠিক হলেও আন্তর্জাতিক ক্রিকেটে আমার প্রথম বছরে ১ থেকে ৯ নম্বরে ব্যাট করানো হয়েছে। কুক পাল্টা বলেন, মঈন টেল-এন্ডার না ওপেনার সে ব্যাপারে নিশ্চিত হতে তাঁর পারফেক্ট রোল ঠিক করতেই এটা করতে হয়েছিল।

ঝড় সোশ্যাল মিডিয়ায়

এরপর মঈন বলেন, আমি বলছি না সতীর্থদের পাশে কুক থাকেন না, তবে অনেক বেশি সতীর্থদের সঙ্গে মিশে গিয়ে তাঁদের পাশে রুটই থাকেন। কুক-মঈনের বাকযুদ্ধ নিয়ে ঝড় ওঠে সোশ্য়াল মিডিয়ায়। কেউ কেউ এমনটাও লেখেন, কুক ও মঈনের মধ্যে একে অপরকে ঘৃণা করে থাকেন। কারও কথায়, যেটা হচ্ছে সবটাই টিভি শোকে জনপ্রিয় করার কৌশল! এই আবহে মঈনের কটাক্ষ নতুন ইন্ধন জোগাল বিতর্কে।

English summary
Moeen Ali Appeared To Aim Another Dig At Alastair Cook, This Time Regarding England's Coaching Role. The Pair Were Involved In An Awkward Exchange This Week Over Cook's Captaincy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X