For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অব্যাহত খারাপ ফর্ম, বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক মিতালি রাজ

অব্যহত খারাপ ফর্ম, বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক মিতালি রাজ

Google Oneindia Bengali News

বিশ্বকাপে অব্যহত ভারতীয় মহিলা দলের অধিনায়ক মিতালি রাজের অফ ফর্ম। ছয় ম্যাচ হয়ে গেলেও এখনও ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন বর্ষীয়ান ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বি-পাক্ষিক সিরিজে শুরু হওয়া এই রোগের প্রতিকার খুঁজতে ব্যর্থ মিতালি। যার জেরে এক লজ্জার বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন তিনি।

অব্যহত খারাপ ফর্ম, বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক মিতালি রাজ

বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন মিতালি রাজ। ভারতের ইনিংসের ১৬তম ওভারে রীতু মনির প্রথম বলেই আউট হওয়ায় কেরিয়ারে দ্বিতীয় বার গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন মিতালি। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয় বার গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেরেন মিতালি। ২০১৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার গোল্ডেন ডাকে আউট হন মিতালি। কেরিয়ারে শূন্য রানে মোট সাত বার আউট হয়েছেন মিতালি রাজ। বিশ্বকাপে দুই ম্যাচে গোল্ডেন ডাকে আউট হওয়ার ফলে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন মিতালি রাজ। মিতালি ছাড়া আর কোনও দলের অধিনায়ক বিশ্বকাপে কখনও দু'বার গোল্ডেন ডাকে আউট হননি। প্রথম ক্রিকেটার হিসেবে লজ্জার এই নজির গড়লেন মিতালি রাজ।

বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই রানের খরা রয়েছে মিতালির ব্যাটে। পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৩১ রান করেন মিতালি রাজ। পরবর্তী দুই ম্যাচে দুই অঙ্কেরসংখ্যাতেও পৌঁছয়নি মিতালি রাজের রান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি করেন পাঁচ রান। ১ রান করেন তিনি করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬৮ রান করলেও মঙ্গলবার ফের মিতালি ব্যর্থ হলেন।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের হয়ে সর্বাধিক ৫০ রান করেন যশতিকা ভাটিয়া। শেফালি বর্মা করেন ৪২ রান। স্মৃতি মন্ধনার ব্যাট থেকে আসে ৩০ রান। একই রান করেন অলরাউন্ডার পূজা ভাস্ত্রকর। রিচা ঘোষ এবং স্নেহ রানা করেন যথাক্রমে ২৬ এবং ২৭ রান। মিতালির মতোই ব্যর্থ হয়েছেন দলের অপর তারকা হরমনপ্রীত কউর। ব্যক্তিহত ১৪ রানে ডাগ আউটে ফিরেছেন হরমনপ্রীত। যদিও মিতালি বা হরমনপ্রীতের ব্যর্থতা ভারতের জয়ের পথে বাধা সৃষ্টি করতে পারেনি। বাংলাদেশকে এ দিন ১১০ রানে পরাজিত করে ভারতীয় মহিলা দল।

English summary
Mithali Raj made unwanted record in Women international cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X