For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসি মহিলা বিশ্বকাপে ভারতের তিন ব্যাটারের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার সামনে চ্যালেঞ্জিং টার্গেট

Google Oneindia Bengali News

আইসিসি মহিলা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ অকল্যান্ডে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ইডেন পার্কে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে। সর্বাধিক ৬৮ রান করেন মিতালি রাজ। ইয়াস্তিকা ভাটিয়া ৫৯ ও হরমনপ্রীত কৌর অপরাজিত ৫৭ রান করেন।

আইসিসি মহিলা বিশ্বকাপে ভারতের তিন ব্যাটারের হাফ সেঞ্চুরি

ভারতের শুরুটা ভালো হয়নি। ৬ ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। ৩.১ ওভারে ১১ বলে ১০ রান করে ডারসি ব্রাউনের শিকার হন মান্ধানা, দলের ১১ রানের মাথায়। এই স্পেলে পরের ওভারেই ব্রাউন ফেরান শেফালিকে, ষষ্ঠ ওভারের শেষ বলে শেফালি আউট হন ১৬ বলে ১২ রান করে। ৬ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ২৮। সেখান থেকে দলের হাল ধরে ১৩০ রানের পার্টনারশিপ গড়েন ইয়াস্তিকা ভাটিয়া ও মিতালি রাজ।

ভাটিয়া জানিয়েছেন, দেশের মাটিতে ঘরোয়া টুর্নামেন্টে এবং অস্ট্রেলিয়ায় তিনে ব্যাট করেছি। বিষয়টি তাই নতুন ছিল না। গতকালই আমাকে জানানো হয়েছিল তিনে ব্যাট করতে নামানোর কথা। প্রথম দিকে হাওয়া দিচ্ছিল বলে বোলারদের লাইন বুঝে খেলতে সমস্যা হচ্ছিল। দুই উইকেট পড়ার পর মিতালি রাজ বলেন, ওভার-প্রতি ৪-৫ রান করে তুলে ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যেই এগিয়েছি। ৩১.৪ ওভারে ভাটিয়া আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১৫৮। তাঁকেও ফেরান ব্রাউন। ৬টি চারের সাহায্যে ৮৩ বলে ৫৯ রান করেন ভাটিয়া।

ভারতের চতুর্থ উইকেটটি পড়ে ১৮৬ রানে। ৩৭.৩ ওভারে ব্যক্তিগত ৯৬ বলে ৬৮ রান করে আউট হন মিতালি রাজ, তাঁকে ফেরান আলানা কিং। মিতালির ইনিংসে রয়েছে চারটি চার ও একটি ছয়। ৪১.১ ওভারে ২১২ রানের মাথায় রিচাকেও ফেরান কিং, শিলিগুড়ির রিচার সংগ্রহ ১৪ বলে ৮। স্নেহ রানা এদিন হতাশ করেছেন। তিনি কোনও রান না করেই জেস জনাসেনের শিকার হন। ৪২.১ ওভারে ২১৩ রানে ষষ্ঠ উইকেটটি পড়ে ২১৩ রানে। এরপর ভারত ২৭৭ রান অবধি পৌঁছায় হরমনপ্রীত কৌর ও পূজা বস্ত্রকারের জুটিতে ভর করে। শেষ বলে রান আউট হওয়ার আগে বস্ত্রকার করেন ২৮ বলে ৩৪, একটি চার ও ২টি ছয়ের সাহায্যে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন হরমনপ্রীত।

English summary
India Women Set The Target Of 278 Runs For Australia Women In ICC Women's World Cup. Mithali Raj, Harmanpreet Kaur And Yastika Bhatia Hit Fifties.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X