For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক নজরে দেখে নিন কী কী রেকর্ড তৈরি হল সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে, তালিকায় রয়েছেন ঝুলনের নামও

এক নজরে দেখে নিন কী কী রেকর্ড তৈরি হল সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে, তালিকায় রয়েছেন ঝুলনের নামও

Google Oneindia Bengali News

ক্রাইস্টচার্চে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৭১ রানে পর্যুদস্ত করে মহিলা বিশ্বকাপ খেতাব ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। ১৭০ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দেওয়া মূল কারিগর অ্যালিসা হিলি। দ্বিতীয় ইনিংসে পর্বতসম রান তুলতে গিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২৮৫ রানে। সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে তৈরি হয়েছে একাধিক নজির। পাশাপাশি একাধিক রেকর্ডের সাক্ষী থেকেছে এই বিশ্বকাপ, এক নজরে দেখে নিন চলতি বিশ্বকাপে তৈরি হল কোন কোন রেকর্ড।

বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান:

বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান:

ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার বিশ্বকাপের ফাইনালে ১৭০ রানের ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান অ্যালিসা হিলি। মহিলা বা পুরুষ যে কোনও বিশ্বকাপে ফাইনালে এর আগে এত রান করেননি কেউ। তিনি ছাপিয়ে গিয়েছেন অ্যাডাম গিলক্রিস্টকে। অস্ট্রেলিয়ারই গিলক্রিস্ট বিশ্বকাপ ফাইনালে করেছিলেন ১৪৯ রান।

মহিলা বিশ্বকাপে সর্বাধিক রান:

মহিলা বিশ্বকাপে সর্বাধিক রান:

মহিলা বিশ্বকাপের কোনও একটি সংস্করণে সর্বাধিক রান সংগ্রহকার তালকায় সদ্য সমাপ্ত মহিলা ওয়ার্ল্ড কাপে রেকর্ড তৈরি করে শীর্ষ স্থান দখল করেছেন হিলি। ৯ ম্যাচে ৫০৯ রান করেছেন তিনি। তাঁর সর্বোচ্চ ১৭০। দু'টি শতরান এবং দু'টি অর্ধ শতরান করেছেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা তাঁর ১৭০ রানের ইনিংসের সৌজন্যে এই মাইলস্টোন তৈরি করেছেন তিনি। হিলি ছাপিয়ে গিয়েছেন তাঁরই সতীর্থ রাচেল হেইনসকে।

বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক রানের পার্টনারশিপ:

বিশ্বকাপ ফাইনালে সর্বাধিক রানের পার্টনারশিপ:

মহিলা বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ১৬০ রানের পার্টনারশিপ গড়লেন অ্যালিসা হিলি এবং রাচেল হেইনস। তারা ভেঙে দেন ভারতের বিরুদ্ধে ২০০৫ বিশ্বকাপে লিসা স্থালেকর এবং কারেন রোলটনরে রেকর্ড। ২০০৫ সালে এই জুটি ১৩৯ রানের পার্টনারশিপ গড়েছিল। ২০২২ বিশ্বকাপের ফাইনালেই উল্লেখ্য, এই ফাইনালেই ১৫৬ রানের পার্টনারশিপ গড়েন অ্যালিসা হিলি এবং বেথ মুনি।

বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান:

বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রান:

এ দিন যেন একের পর এক মাইলস্টোন তৈরি করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে অজি মহিলা দলের খেলা ৩৫৬ রানের ইনিংস মহিলা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বাধিক রান।

মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট:

মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক উইকেট:

ভারত সেমিফাইনালে যোগ্যতা অর্জন করতে না পারলেও এই বিশ্বকাপে নতুন মাইলস্টোন তৈরি করলেন ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক উইকেট সংগ্রহকারীর নজির গড়লেন চাকদাহ এক্সপ্রেস। ঝুলন গোস্বামী পিছনে ফেলে দেন অস্ট্রেললিয়ার লিনিটি অ্যান ফুস্টনকে।

IPL 2022: আইপিএলে টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ চেন্নাই সুপার কিংসের, দুই দলেই পরিবর্তনIPL 2022: আইপিএলে টস জিতে পাঞ্জাব কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ চেন্নাই সুপার কিংসের, দুই দলেই পরিবর্তন

English summary
Many records have been made during ICC Women's World Cup 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X