For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধোনি যখন সুপারহিরো অথর্ব! ওয়েব সিরিজে ক্যাপ্টেন কুলের নতুন লুকের তুলনা বাহুবলীর সঙ্গে

  • |
Google Oneindia Bengali News

মহেন্দ্র সিং ভারতের প্রাক্তন অধিনায়ক, চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আইপিএল নিলামের রণকৌশল সাজাতে ইতিমধ্যেই চেন্নাই পৌঁছে গিয়েছেন মাহি। ধোনিকে দেখা গিয়েছে টেনিস কোর্টে। বিজ্ঞাপনে বা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে তাঁর বিভিন্ন লুকের সঙ্গে পরিচিত ভক্তরা। এমনকী আইপিএলের বিজ্ঞাপনেও তাঁকে দেখা গিয়েছে আকর্ষণীয় লুকে। তবে এবার তিনি অবতীর্ণ নয়া ভূমিকায়।

 ক্যাপ্টেন কুলের নতুন লুকের তুলনা বাহুবলীর সঙ্গে

(ছবি- টুইটার)

মহেন্দ্র সিং ধোনি সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় নন। তবে মাঝেমধ্যে যে পোস্টটি করেন, তা দ্রুত ভাইরাল হয়। তেমনই হয়েছে গতকালের এক ফেসবুক পোস্টে। মহেন্দ্র সিং ধোনি একটি ১ মিনিট ৬ সেকেন্ডের ভিডিও পোস্ট করেছেন। যেটি গ্রাফিক নভেল 'অথর্ব- দ্য অরিজিন'-এর ফার্স্ট লুক। তাতে ধোনিকে দেখা গিয়েছে এক যোদ্ধার ভূমিকায়। পৌরাণিক কাহিনি-নির্ভর এই ওয়েব সিরিজে (sci-fi web series) মাহি অবতীর্ণ নতুন লুকে, যেরকমটা আগে তাঁকে কখনও দেখা যায়নি।

ভিরজু স্টুডিও ও মিডাস ডিলসের যৌথ উদ্যোগে খুব শীঘ্রই আসছে এই ওয়েব সিরিজ। মোশন পোস্টারে যে অ্যানিমেটেড চরিত্রে অথর্ব-রূপে ধোনি অবতীর্ণ হয়েছেন তাতে দেখা যাচ্ছে তিনি দানবদের সঙ্গে লড়াই করছেন। এই গ্রাফিক নভেলটি লিখেছেন রমেশ থামিলমনি।

এক বিবৃতিতে ধোনি বলেছেন, আমি এই প্রজেক্টটির সঙ্গে যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। এটা একটা উপভোগ্য বিষয় হতে চলেছে। এই ওয়েব সিরিজের গল্প ও শিল্পকর্মের প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আধুনিকতার মোড়কে লেখক রমেশ থামিলমনি যে ভারতের প্রথম পৌরাণিক সুপারহিরোকে সামনে আনতে চলেছেন তা সকলের মন জয় করবে বলে নিশ্চিত ধোনি। থামিলমনি বলেছেন, ধোনি নিজেই এক আকর্ষণীয় চরিত্র। তাঁকেই অথর্ব-রূপে পাওয়া এক পরম প্রাপ্তি। ধোনির চরিত্র-সহ এই গ্রাফিক নভেলের প্রতিটি চরিত্রের পিছনে নিরলস গবেষণা রয়েছে বলেও দাবি লেখকের।

আইপিএল শুরুর আগেই নতুন অবতারে মহেন্দ্র সিং ধোনিকে দেখে বোল্ড অনুগামীরা। প্রত্যেকেই প্রশংসা করেছেন ধোনির এই নিউ লুকের। অনেকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আপনাকে দেখে বাহুবলী মনে হচ্ছে। অর্থাৎ প্রথম লুক প্রকাশ থেকেই ধোনির তুলনা হতে শুরু করেছে প্রভাসের সঙ্গে। ২০২০ সালে ধোনি এন্টারটেনমেন্ট একটি sci-fi ওয়েব সিরিজ এনেছিল। এই প্রজেক্টটির সঙ্গেও তাঁর সংস্থা ও স্ত্রী সাক্ষী ধোনি যুক্ত রয়েছেন বলে জানা যাচ্ছে। বিশ্বব্যাপী ধোনির ফ্যান বেস বিশাল। সেই সঙ্গে ছোটদের কাছেও এই নতুন প্রজেক্ট বিপুল জনপ্রিয় হবে বলেই মনে করা হচ্ছে।

English summary
Mahendra Singh Dhoni Unveiled The First Look From Graphic Novel Atharva The Origin. The Former India Captain Will Be Seen In A Never-Before-Seen Avatar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X