For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইডেনেই মুস্তাক আলি খেলবে বাংলা, প্রতিদ্বন্দ্বী কারা? কোন মাঠে হবে টুর্নামেন্টের নক আউট?

ইডেনেই মুস্তাক আলি খেলবে বাংলা, প্রতিদ্বন্দ্বী কারা? কোন মাঠে হবে টুর্নামেন্টের নক আউট?

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির গ্রুপ স্তরের ম্যাচগুলি খেলবে বাংলা ক্রিকেট দল। যদিও টুর্নামেন্টের কোনও নক আউট মোকবিলা পায়নি কলকাতার মাঠ। দেশের একটি নির্দিষ্ট স্টেডিয়ামে ২০২১ সালের ২৬ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।

মোট ৬টি বিভাগ

মোট ৬টি বিভাগ

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশ নেওয়া রাজ্যগুলিকে মোট ৬টি বিভাগে ভাগ করেছে বিসিসিআই। তার মধ্যে পাঁচটি এলিট ও একটি প্লেট জোন। প্রতিটি বিভাগে খেলবে ৬টি করে দল।

এলিট জোন

এলিট জোন

সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট জোনের এ বিভাগে খেলবে জম্মু এবং কাশ্মীর, কর্নাটক, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রেলওয়েজ, ত্রিপুরা। বেঙ্গালুরুতে হবে ম্যাচগুলি। বি বিভাগে খেলবে বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম, হায়দরবাদ। কলকাতায় হবে ম্যাচগুলি। সি বিভাগে রয়েছে গুজরাত, মহারাষ্ট্র, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, বরোদা, উত্তরখণ্ড। ভদোদরতে হবে খেলবে এই বিভাগের ছয় দল। ইন্দোরে অনুষ্ঠিত হবে ডি বিভাগের ম্যাচ। খেলবে সার্ভিসেস, সৌরাষ্ট্র, বিদর্ভ, রাজস্থান, মধ্যপ্রদেশ, গোয়া। মুম্বইতে ই বিভাগের ম্যাচে খেলবে হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, মুম্বই, কেরালা, পুদুচেরি।

প্লেট জোনে খেলবে কোন কোন দল

প্লেট জোনে খেলবে কোন কোন দল

সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্লেট জোনে আট দল। চেন্নাইতে প্রতিদ্বন্দ্বিতায় নামবে চণ্ডীগড়, মেঘালয়, বিহার, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সিকিম, অরুণাচলপ্রদেশ।

কোন মাঠে নক আউট

কোন মাঠে নক আউট

২০২১ সালের ২৬ ও ২৭ জানুয়ারি সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি হবে সেমিফাইনাল। ৩১ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে নক আউট ম্যাচগুলি হবে বলে জানিয়েছে বিসিসিআই।

English summary
List of the groups and venues of Syed Mushtaq Ali Tropy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X