For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা ছাড়া রঞ্জি ট্রফি শেষ আটে জায়গা করে নিল এই ছয় দল, অষ্টম স্থানের জন্য লড়াই চালাবে ধোনির রাজ্যের দল

বাংলা ছাড়া রঞ্জি ট্রফি শেষ আটে জায়গা করে নিল এই ছয় দল, অষ্টম স্থানের জন্য লড়াই চালাবে ধোনির রাজ্যের দল

Google Oneindia Bengali News

এলিট গ্রুপ থেকে সরাসরি রঞ্জি ট্রফির নক আউটে জায়গা করে নিয়েছে সাতটি দল। বাংলা ছাড়াও এই তালিকায় রয়েছে মুম্বই, পাঞ্জাব, মধ্য প্রদেশ, কর্নাটক, মুম্বই, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশ। অষ্টম স্থানের জন্য লড়াই চলাবে এলিট গ্রুপের ঝাড়খণ্ড এবং প্লেট গ্রুপের শীর্ষ দল নাগাল্যান্ড।

বাংলা ছাড়া রঞ্জি ট্রফি শেষ আটে জায়গা করে নিল এই ছয় দল, অষ্টম স্থানের জন্য লড়াই চালাবে ধোনির রাজ্যের দল

আটটি গ্রুপের সেরা দলগুলি মধ্যে অষ্টম স্থানে রয়েছে ঝাড়খন্ড। ঝাড়খন্ড এবং উত্তরাখণ্ডের পয়েন্ট এক হলেও কোসেন্টস-এর হিসেবে এগিয়ে থাকায় মহেন্দ্র সিং ধোনি, ঈশান কিষানের রাজ্যকে পিছনে ফেলে সরাসরি নক আউটের টিকিট নিশ্চিত করে নিয়েছে উত্তরাখণ্ড।

গ্রুপ 'এ' থেকে তিন ম্যাচে দু'টি জয় এবং একটি ম্যাচ ড্র করে ১৪ পয়েন্ট নিয়ে কোয়ালিফাইন করেছে মধ্য প্রদেশ। কেরলের একই পয়েন্ট থাকলেও কোসেন্টস-এর বিচারে পিছিয়ে পড়েছে তারা এবং সেই কারণেই শেষ আটে পৌঁছনো হয়নি কেরলের।

গ্রুপ 'বি' থেকে তিন ম্যাচে তিনটি জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে থেকে সহজেই বাংলা জায়গা করে নিয়েছে নক-আউটে। গ্রুপ 'সি' থেকে কর্নাটক জায়গা করে নিয়েছে নক আউটে। তিন ম্যাচে দু'টি জয় এবং একটি ড্র করে ১৬ পয়েন্ট নিয়ে শেষ আটে রয়েছে কর্নাটকের দল।

তিন ম্যাচে একটি ড্র এবং দু'টি ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে মুম্বই শীর্ষ স্থানে শেষ করেছে গ্রুপ 'ডি'- তে এবং শেষ চারে জায়গা করে নিয়েছে। গ্রুপ 'ই'- থেকে উত্তরাখণ্ড দুই ম্যাচ জিতে এবং এক ম্যাচ হেরে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে শেষ করেছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে।

গ্রুপ 'এফ' থেকে পাঞ্জাব দু'টি জিতে এবং একটি ড্র করে মোট ১৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। গ্রুপ 'জি'- তে শীর্ষ স্থানে শেষ করে পরবর্তী রাউন্ডে যাওয়ার ছাড়পত্র জোগাড় করে নিয়েছে উত্তর প্রদেশ। তারা জিতেছে দুই ম্যাচে এবং এক ম্যাট ড্র করেছে।

গ্রুপ 'এইচ'- এর দুই ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে শেষ করলেও কোসেন্ট-এর বিচারে পিছিয়ে থাকায় এখনও ঝুলে রয়েছে ঝাড়খণ্ডের ভাগ্য। প্লেট গ্রুপের শীর্ষ স্থানে রয়েছে নাগাল্যান্ড। ৩ ম্যাচে তিনটিই জিতেছে তারা। ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে রয়েছে তারা।

ঝাড়খণ্ডের সঙ্গে কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে নাগাল্যান্ড। দুই দলের মধ্যে বিজয়ী দল জায়গা করে নেবে অষ্টম স্থানে। মুম্বই নকআউট পর্বে পৌঁছনোয় সুবিধা হল অজিঙ্ক রহাণের। নিজেকে ফের একবার প্রমাণ করার সুযোগ পাবেন তিনি।

ভারতীয় টেস্ট দলে থেকে বাদ পড়া রাহানে নিজেকে প্রমাণ করার আরও একটা মঞ্চ পেলেও সৌরাষ্ট্র এবং দিল্রি রঞ্জি অভিযান শেষ হয়ে যাওয়ায় রঞ্জির আসরে দ্বিতীয় সুযোগ পেলেন না চেতেশ্বর পূজারা এবং ইশান্ত শর্মা।

English summary
Seven Teams have qualified for the quarterfinal of Ranji Trophy. Apart From Bengal other six toppers of the Elite Groups - Madhya Pradesh, Karnataka, Mumbai, Uttarakhand, Punjab and Uttar Pradesh have directly qualified for the quarterfinals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X