For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকেশ রাহুলের অভিনব রেকর্ড! ওডিআই ও টেস্টে দুই ভারতীয় ছাড়া রাহুলেরই একমাত্র এই রেকর্ড রয়েছে!

লোকেশ রাহুলের অভিনব রেকর্ড! ওডিআই ও টেস্টে দুই ভারতীয় ছাড়া রাহুলেরই একমাত্র এই রেকর্ড রয়েছে!

  • |
Google Oneindia Bengali News

লোকেশ রাহুলের অভিনব রেকর্ড! ওডিআই ও টেস্টে দুই ভারতীয় ছাড়া রাহুলেরই একমাত্র এই রেকর্ড রয়েছে!নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হোয়াইটওয়াশের মাঝে ক্রিকেটভক্তদের মুখে হাসি ফোটাল রাহুলের ব্যাটিং। ম্যাচে এদিন ১১২ রান হাঁকান। কেরিয়ারে এটি রাহুলে চতুর্থ ওডিআই সেঞ্চুরি।

লাইনচ্যূত বগি

লাইনচ্যূত বগি

রবিবার রাত ৩ টের সময় যখন সব যাত্রীরা ঘুমোচ্ছিলেন তখন এই দুর্ঘটনা ঘটে। মোট ১৪টি বগি লাইনচ্যুত হয়েছে।

রাহুল দ্রাবিড়ের কীর্তি

রাহুল দ্রাবিড়ের কীর্তি

এর আগে ভারতীয় উইকেটকিপারদের ব্যাটসম্যানদের মধ্যে কিংবদন্তি রাহুল দ্রাবিড় ওডিআই ক্রিকেটে এশিয়ার বাইরে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ওডিআইতে ভারতীয় কিপার ব্য়াটসম্যানদের মধ্য়ে দ্রাবিড়ের সেঞ্চুরিই প্রথম। ১৯৯৯ ইংল্যান্ড বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধ টনটনে ১৪৫ রান হাঁকিয়েছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটিতে সেই ম্যাচে দ্রাবিড় ৩১৮ রানের পার্টনারশিপ তৈরি করেছিলেন

ভগ্নাবশেষ

ভগ্নাবশেষ

পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যূত হয়েছে। এর মধ্যে ২ টি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এস১ ও এস২। অধিকাংশ মৃত যাত্রীই এই দুটি বগিতে ছিলেন বলে জানা গিয়েছে।

লোকেশর রাহুলের কীর্তি

রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় উইকেট কিপার হিসেবে এদিন এশিয়ার বাইরে সেঞ্চুরি করলেন লোকেশ রাহুল। রাহুল দ্রাবিড়ের কীর্তি ছুঁলেন লোকেশ।

আশঙ্কা

আশঙ্কা

এখনও ২টি বগিতে যাত্রী আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে. এদের মধ্যে কেউ কেউ বেঁচে থাকতে পারেন বলেও মনে করা হচ্ছে।

রাহুলের রেকর্ড কী জেনে নিন

রাহুলের রেকর্ড কী জেনে নিন

ওডিআই কেরিয়ারে রাহুল তাঁর প্রথম চারটি শতরান চার বিভিন্ন দেশ করলেন। এই পরিসংখ্যান ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন যুবরাজ। যুবি কেরিয়ারের প্রথম ৬টি ওডিআই শতরান আলাদা ছয় বিভিন্ন দেশে হাঁকিয়েছিলেন।

এনডিআরএফ

এনডিআরএফ

উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পৌঁছিয়েছে এনডিআরএফ দল। কানপুর ও লখনউর হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

 একনজরে রাহুলের প্রথম চার ওডিআই শতরান

একনজরে রাহুলের প্রথম চার ওডিআই শতরান

জিম্বাবোয়ের বিরুদ্ধে রাহুল ২০১৬ সালে প্রথম ওডিআই সেঞ্চুরিটি করেছিলেন। হারারে স্পোর্টস ক্লাবে সেঞ্চুরি হাঁকান। এরপর ২০১৯ সালে বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেডিংলেতে ওডিআই সেঞ্চুরি করেছিলেন।বছর শেষে ভারতের মাটিতে ভাইজ্যাকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। ২০২০ সালে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সেঞ্চুরি করলেন। অর্থাৎ চার ভিন্ন দেশে ওডিআইয়ের প্রথম চারটি সেঞ্চুরি করলেন।

ট্রেনের যাত্রী

ট্রেনের যাত্রী

পাটনা রিজার্ভেশন চার্টের তথ্য অনুযায়ী ট্রেনের স্লিপার কোচে ১৬১ জন ছিলেন, এবং এসি কোচে ৭৪ জন ছিলেন বলে জানা গিয়েছে।

টেস্টে পাঁচ সেঞ্চুরি আলাদা দেশে

টেস্টে পাঁচ সেঞ্চুরি আলাদা দেশে

টেস্ট ক্রিকেটেও প্রথম পাঁচটি সেঞ্চুরি লোকেশ রাহুল চার আলাদা দেশে করেছেন। ক্রিকেটার অজিঙ্ক রাহানেরও এই কীর্তি ছিল। তিনিও কেরিয়ারের প্রথম পাঁচ টেস্ট শতরান পাঁচ ভিন্ন দেশে করেছিলেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি দিয়ে শুরু রাহুলের। ২০১৫ সালে সিডনি ম্যাচে(১১০) সেঞ্চুরি দিয়ে শুরু। ২০১৫ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে(১০৮রান) সেঞ্চুরি করেন। এরপর ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সেঞ্চুরি(১৫৮রান)। ২০১৬ সালে চেন্নাই ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রান করেন। ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এরপর ওভালে ১৪৯ রান করেছিলেন। সেক্ষেত্রে প্রথম পাঁচটি সেঞ্চুরিই পাঁচ বিভিন্ন দেশে করেন রাহুল

আহত

আহত

আহতদের সংখ্যা ১৫০ ছাড়িয়ে গিয়েছে। ১০ জনের অবস্থা গুরুতর তাই তাদের কানপুরের হালেট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনা

দুর্ঘটনা

দুর্ঘটনার জেরে ঝাঁসি-কানপুর রুটের বহু ট্রেনের রাস্তা বদল করা হয়েছে। এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।

উদ্ধারকাজ

উদ্ধারকাজ

কানপুরের এডিজি আইন শৃঙ্খলা দলজিৎ সিং চৌধুরি জানিয়েছেন, উদ্ধারকাজে গ্যাটকাটার-সহ অত্যাধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে।

নিখোঁজ

নিখোঁজ

দুর্ঘটনার জেরে বহু যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার জন্য তদন্তের দাবি জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তদন্তে দোষী সাব্যস্ত হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

English summary
KL Rahul only 2nd Indian to score the first 4 ODI centuries in different countries
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X