For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: লোকেশ রাহুলের ফের অপরাজিত ১০৩ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে, লখনউ ১৬৮/৬

Google Oneindia Bengali News

চলতি আইপিএলে দ্বিতীয় অপরাজিত শতরান হাঁকালেন লোকেশ রাহুল। দুটিই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। গত ১৬ এপ্রিল ব্র্যাবোর্নে তিনি অপরাজিত ছিলেন ১০৩ রানে। আজও লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক ১২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৬২ বলে ১০৩ করে অপরাজিত রইলেন। লখনউ ২০ ওভারে তুলেছে ৬ উইকেটে ১৬৮।

লোকেশ রাহুলের ফের অপরাজিত ১০৩ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে

টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে ব্যাট করতে পাঠান মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। চতুর্থ ওভারের শেষ বলে ওপেনিং জুটি ভাঙেন জসপ্রীত বুমরাহ। দলগত ২৭ রানে ৯ বলে ব্যক্তিগত ১০ রানে আউট হন কুইন্টন ডি কক। পাওয়ারপ্লের ৬ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৩২। নবম ওভারে ৫০ রান পূর্ণ হয় লখনউ সুপার জায়ান্টসের। ১১.৫ রানে লখনউয়ের দ্বিতীয় উইকেট পড়ে ৮৫ রানে। ২২ বলে ২২ রান করে কায়রন পোলার্ডের শিকার হন মণীশ পাণ্ডে। ১২.২ ওভারে ১০০ রান পূর্ণ হয় এলএসজি। এর ঠিক তিন বল পরেই সাজঘরে ফেরেন মার্কাস স্টইনিস। ৩ বলে শূন্য রানে তিনি ড্যানিয়েল স্যামসের শিকার।

১০২ রানে তৃতীয় উইকেট পড়ার ঠিক ২ বল পরই ১০৩ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় লখনউ। ২ বলে ১ রান করে পোলার্ডের দ্বিতীয় শিকার ক্রুণাল পাণ্ডিয়া। ১৫.৩ ওভারে ১২১ রানে লখনউয়ের পঞ্চম উইকেটের পতন ঘটে। ৯ বলে ১০ রান করে রাইলে মেয়ারডিথে বলে ক্যাচ আউট হন দীপক হুডা। এরপর আয়ুষ বাদোনিকে নিয়ে দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন রাহুল। ১৮তম ওভারে ১৫০ রান পূর্ণ হয়। তবে ১৯তম ওভারে মাত্র চার রান দেন বুমরাহ।

লোকেশ রাহুলের ফের অপরাজিত ১০৩ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে

২০তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে শতরান পূর্ণ করেন রাহুল। ৮ ম্যাচে ৩৬৮ রান করে তিনি এখন রইলেন সর্বাধিক রান সংগ্রহকারী জস বাটলার (৪৯১)-এর পরেই। রাহুলের গড় ৬১.৩৩, স্ট্রাইক রেট ১৪৭.৭৯। এখনও অবধি ৩৩টি চার ও ১৫টি ছয় মেরেছেন। ভারতীয়দের মধ্যে হার্দিককে টপকে রাহুলই চলতি আইপিএলে সবচেয়ে বেশি রানের মালিক। ১৯.৪ ওভারে আয়ুষ বাদোনি আউট হন দলের ১৬৮ রানের মাথায়। তিনি ১১ বলে ১৪ রান করেন। শেষ দুই বলে কোনও রান নিতে পারেননি জেসন হোল্ডার। কায়রন পোলার্ড ২ ওভারে ৮ রান দিয়ে এবং রাইলে মেয়ারডিথ ৪ ওভারে ৪০ রান দিয়ে দুটি করে উইকেট নেন। স্যামস ও বুমরাহ একটি করে উইকেট নেন। বুমরাহ ৪ ওভারে ১ উইকেট নেন ৩১ রানের বিনিময়ে।

English summary
IPL 2022: Lucknow Super Giants Set The Target Of 169 Runs Mumbai Indians. KL Rahul Hits 2nd Unbeaten Hundred In IPL 2022, Both Agaiলst MI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X