For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের পাশাপাশি ধাক্কা খেল রাজস্থান রয়্যালস, ছিটকে গেলেন জোফ্রা আর্চার

Google Oneindia Bengali News

কনুইয়ের চোট না সারায় স্ট্রেস ফ্র্যাকচারের কারণে চলতি মরশুম থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার জোফ্রা আর্চার। ভারতের বিরুদ্ধে টেস্ট, টি ২০ বিশ্বকাপ ও অ্যাশেজে এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পাবে না ইংল্যান্ড। শুধু তাই নয়, আইপিএলের বাকি ম্যাচগুলিতেও স্বাভাবিকভাবেই জোফ্রা আর্চারকে পাবে না রাজস্থান রয়্যালস। জস বাটলারও আইপিএলে আসবেন না। ফলে ইংল্যান্ডের দুই ক্রিকেটারকে নিয়ে আইপিএলের বাকি ম্যাচগুলি শুরুর আগে চরম বেকায়দায় পড়ল সঞ্জু স্যামসনের দল।

ছিটকে গেলেন আর্চার

ছিটকে গেলেন আর্চার

আজ ইসিবি-র তরফে জানানো হয়েছে, কনুইয়ের চোট এখনও পুরোপুরি না সারায় চলতি বছর আর মাঠেই নামতে পারবেন না আর্চার। কয়েক মাস ধরেই ইংল্যান্ডের এই জোরে বোলারকে ভোগাচ্ছে কনুইয়ের চোট। যে কারণে ভারত সফর থেকে তড়িঘড়ি দেশে ফিরলেও আইপিএলে অংশ নিতে রাজস্থান রয়্যালসের সঙ্গে যোগ দিতে পারেননি। কনুইয়ে মে মাসে অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। সাসেক্সের হয়ে কাউন্টিতে খেলতেও নামেন। কিন্তু ফের কনুইয়ে যন্ত্রণা ও অস্বস্তি অনুভব করতে থাকেন। স্ক্যানে ধরা পড়ে স্ট্রেস ফ্র্যাকচারের কারণেই সমস্যা হচ্ছে আর্চারের। গত বছর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তাঁর কনুইয়ে চোটের এই সমস্যা প্রথম ধরা পড়েছিল। যদিও ইসিবি-র দাবি, আর্চারের অপারেশনের সঙ্গে স্ট্রেস ফ্র্যাকচারের কোনও সংযোগ নেই।

পুরো বছরই বাইরে

পুরো বছরই বাইরে

ইসিবি জানিয়েছে, আর্চার ভারতের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ, টি ২০ বিশ্বকাপ ও অ্যাশেজে খেলতে পারবেন না। দক্ষিণ আফ্রিকা সফরে ওই চোট পাওয়ার পর ৬টি টেস্ট, ৩টি একদিনের আন্তর্জাতিক ও ১১টি টি ২০ ম্যাচই খেলতে পেরেছেন আর্চার। ফলে চোটের কারণে এই ছিটকে যাওয়া আর্চারের কেরিয়ার নিয়েও সংশয় তৈরি করল। যদিও তাঁর বয়স এখন ২৬, মাঠে ফেরার যথেষ্ট সম্ভাবনাই থাকছে এবং ইসিবি তাঁর পাশেও দাঁড়িয়েছে। কিন্তু এটাও দেখার আর্চার শুধুই এরপর কেরিয়ারকে দীর্ঘায়িত করতে সীমিত ওভারের ক্রিকেটই খেলবেন নাকি টেস্টও খেলবেন। আর্চারের না থাকা অ্যাশেজের পক্ষেও বড় ধাক্কা। কেন না, আর্চার, মার্ক উড, অলি স্টোন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খুব কার্যকরী হতে পারতেন। লোয়ার ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারের কারণে এখন স্টোনও বাইরে।

কেরিয়ার নিয়ে সংশয়

কেরিয়ার নিয়ে সংশয়

তবে মনে করা হচ্ছে, সীমিত ওভারের ক্রিকেটে আর্চার খেলতে পারবেন। বিশেষ করে ২০১৯ সালে বিশ্বকাপ জেতার পিছনে বোলার আর্চারের বড় অবদান ছিল। ফাইনালে সুপার ওভারও তিনিই করেছিলেন। এরপর অ্যাশেজেও লর্ডস-সহ বেশ কয়েকটি টেস্টে তিনি বল হাতে জ্বলে উঠে বিপদে ফেলেছিলেন অজিদের। অজি-ভূমে তাঁর অনুপস্থিতি ভালোই অনুভূত হবে ইংল্যান্ডের। আইপিএলে খুব সমস্যায় পড়বে তাঁর দল রাজস্থান রয়্যালসও।

English summary
Jofra Archer Ruled Out of All Cricket For The Rest Of The Year Following A Recurrence Of Stress Fracture. So He Will Play No Part In The Test Series Against India, T20 World Cup And The Ashes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X