For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্যাকগ্রার রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন, মাথার চোট ছিটকে দিল লিচকে! লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে চাপে নিউজিল্যান্ড

Google Oneindia Bengali News

লর্ডসে আজ থেকে শুরু হলো ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট। ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকসের জুটির জমানা শুরু হলো এই টেস্ট দিয়েই। প্রথম সেশন থেকেই সিরিজ জমজমাট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নরা শুরু থেকেই চাপের মধ্যে রয়েছে। ফিল্ডিংয়ের সময় মাথায় চোট পেয়ে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচ। তারই মধ্যে জেমস অ্যান্ডারসন গড়লেন নয়া নজির।

ম্যাকগ্রার রেকর্ড ভাঙলেন অ্যান্ডারসন, ব্যাকফুটে নিউজিল্যান্ড

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম চার ব্যাটারের রান যথাক্রমে ১,১,২ ও ৩। পাঁচে নামা ড্যারিল মিচেল আউট হন ১৩ রান করে। ২.১ ওভারে উইল ইয়ংকে ফেরান জেমস অ্যান্ডারসন। ১ রানে ১ উইকেট পড়ার ২ রানের মাথায় দ্বিতীয় উইরেট হারায় নিউজিল্যান্ড। ৪.৩ ওভারে অপর ওপেনার টম লাথামকে আউট করেন অ্যান্ডারসনই। দুই ব্য়াটারই করেন ১ রান করে, দুজনের ক্যাচই জমা পড়ে জনি বেয়ারস্টোর হাতে। এই নিয়ে কোনও টেস্ট ইনিংসে ২৭ বার দুই ওপেনারের উইকেটই তুলে নিলেন জিমি অ্যান্ডারসন। গ্লেন ম্যাকগ্রা ২৬ বার টেস্টের কোনও ইনিংসে দুই ওপেনারের উইকেট নিয়েছিলেন। সেই নজির আজ টপকে গেলেন ইংল্যান্ডের নির্ভরযোগ্য পেসার।

৭.১ ওভারে ডেভন কনওয়ে স্টুয়ার্ট ব্রডের বলে আউট হন দলগত ৭ রানের মাথায়। কনওয়ে ৭ বলে ৩ রান করেন। অধিনায়ক কেন উইলিয়ামসনও ব্যর্থ। ৯.৫ ওভারে দলের ১২ রানের মাথায় তিনি আউট হন ২২ বলে ২ রান করে। এই টেস্টেই অভিষেক হওয়া ম্যাথু পটস টেস্ট কেরিয়ারের প্রথম ওভারের পঞ্চম বলেই পেলেন উইলিয়ামসনের উইকেট। প্রথম ঘণ্টায় ১১ ওভারে ৪ উইকেট হারিয়ে কিউদের স্কোর ছিল মাত্র ১২। ১৭.৫ ওভারে ড্যারিল মিচেলকেও ফেরান পটস। মিচেল ৩৫ বল খেলে ১৩ রান করেন। ২৭ রানের মাথায় পঞ্চম উইকেট পড়ার পর নিউজিল্যান্ডের ষষ্ঠ উইকেটটি পড়ে ২১.৫ ওভারে ৩৬ রানের মাথায়। পটসের তৃতীয় শিকার টম ব্লান্ডেল। মিচেলের মতো তাঁকেও বোল্ড করেন পটস। ব্লান্ডেল ১৪ রানের বেশি করতে পারেননি। ব্লান্ডেলকে ফেরানোর পর পটসের বোলিং ফিগার দাঁড়ায় ৬.৫ ওভারে তিনটি মেডেন ওভার, ৬ রানের বিনিময়ে ৩ উইকেট।

এদিকে, এই টেস্টেই ফিল্ডিং করার সময় মাথায় চোট পান জ্যাক লিচ। কনকাসনের লক্ষণ থাকায় তাঁকে এই টেস্টে খেলানো হবে না। এর ফলে কনকাসন পরিবর্ত হিসেবে টেস্ট অভিষেক হতে চলেছে ম্যাট পার্কিনসনের। তিনি ম্যানচেস্টার থেকে দ্রুত এসে দলের সঙ্গে যোগ দেবেন।

এদিন খেলা শুরুর আগে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার তথা সহকারী কোচ গ্রাহাম থর্পের দ্রুত আরোগ্য কামনার বার্তা অভিনব উপায়ে দেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তাঁর জার্সিতে নিজের নামের জায়গায় থর্পের নাম লিখিয়ে মাঠে নেমেছেন স্টোকস।

English summary
James Anderson Surpasses Glenn McGrath During Eng-NZ Test By Dismissing Both Openers In A Test Innings. Jack Leach Has Symptoms Of Concussion Following His Head Injury Whilst Fielding.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X