For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: বৃষ্টির ভ্রুকুটি কাটিয়ে অবশেষে হল টস, নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর মাঠে বল গড়াবে

বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে এখনও হল না এলিমিনেটরের টস

Google Oneindia Bengali News

বৃষ্টির কারণে এলিমিনেটর ম্যাচ শুরু হতে দেরি। প্রবল বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে এলিমিনেটরের টস এখন হয়নি। ইডেন গার্ডেন্সে আয়োজিত হচ্ছে আইপিএল ২০২২-এর এলিমিনেটর। এই ম্যাচে যেই দল জিতবে সেই দল পৌঁছে যাবে আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার জন্য। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে এলিমিনেটরের বিজয়ী দল। যেই দল হারবে তাদের এখানেই শেষ হয়ে যাবে চলতি আইপিএল সফর।

IPL 2022: বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে এখনও হল না এলিমিনেটরের টস

তবে, ধীরে ধীরে কভার সরে আসছে মাঠ থেকে। আগামী দশ বা ১৫ মিনিটের মধ্যে টস হবে। ম্যাচ শুরু হতে পারে সাড়ে ৮টা নাগাদ। মাঠ কভার প্রায় সরিয়ে নেওয়া হয়েছে। ম্যাচ রেফারি কথা বলছেন আম্পায়ারদের সঙ্গে। সন্ধ্যা ৭:৫৫ মিনিটে টস হবে এবং ম্যাচ শুরু হবে রাত ৮:১০ মিনিটে।

আইপিএল-এর যা নিয়ম রয়েছে তাতে রাত ৯:৪০ পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে পুরো ৪০ ওভারের ম্যাচ আয়োজনের জন্য। যদি দু'ঘণ্টা ১০ মিনিট পরও ম্যাচ শুরু হয় তখনও পুরো ৪০ ওভারের ম্যাচ হবে। কিন্তু বৃষ্টিরকারণে সেই সময়ের মধ্যে যদি ম্যাচ শুরু না করা যায় তা হলে অন্তত পাঁচ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। কিন্তু সেই টুকুও যদি করা না যায় তা হলে প্লে-অফের ম্যাচে ভাগ্য নির্ধারণ হবে সুপার ওভারের মাধ্যমে। কিন্তু পরিবেশ যদি ওইটুকুও সঙ্গ না দেয় তা হলে লিগ টেবলের অবস্থান অনুযায়ী যেই দল এগিয়ে থাকবে সেই দলকে বিজয়ী ঘোষণা করা হবে প্লে-অফের ম্যাচের।

English summary
IPL 2022: Toss delayed due to rain in Eliminator. Cover is in all over the ground in Eden Gardens.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X