For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: চেন্নাই সুপার কিংস বড় ভুল করেছে! রবি শাস্ত্রীর মতে কোন ক্রিকেটারকে ছাড়ার মাশুল দিচ্ছেন জাদেজারা?

Google Oneindia Bengali News

আইপিএলে প্রথম চারটি ম্যাচ হেরেও খেতাব জয়ের নজির রয়েছে। নিদেনপক্ষে প্লে অফে পৌঁছানোরও। চলতি আইপিএলে অবশ্য চেন্নাই সুপার কিংস যেভাবে শুরু করেছে তা অবশ্য এর আগে মহেন্দ্র সিং ধোনির দলের ক্ষেত্রে হয়নি। ২০২০ সালে চেন্নাই সুপার কিংস শেষ চারে যেতে পারেনি। বুড়োদের দল বলে কটাক্ষে বিদ্ধ হওয়ার পরই খেতাব জিতেছে সিএসকে। কিন্তু অধিনায়ক বদল করে খেতাব ধরে রাখার লড়াইয়ে নেমে মুখ থুবড়ে পড়েছে চেন্নাই সুপার কিংস।

 কোন ক্রিকেটারকে ছাড়ার মাশুল দিচ্ছেন জাদেজারা?

প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের মস্ত বড় ভুল। ২০১৯, ২০২০ ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাট হাতে দারুণ সফল ছিলেন ফাফ দু প্লেসি। গত আইপিএলে তো অল্পের জন্য ঋতুরাজ গায়কোয়াড়় দু প্লেসিকে পিছনে ফেলে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। কিন্তু মেগা নিলামের আগে দু প্লেসিকে ছেড়ে দেয় সিএসকে। নিলাম থেকে তাঁকে তুলে নিয়ে অধিনায়ক করে দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সাফল্যও আসছে। রবি শাস্ত্রীর দাবি, দু প্লেসিকে ছাড়া মোটেই উচিত হয়নি চেন্নাই সুপার কিংসের।

 কোন ক্রিকেটারকে ছাড়ার মাশুল দিচ্ছেন জাদেজারা?

মহেন্দ্র সিং ধোনি এবারের আইপিএলের আগে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব ছাড়ার পর চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন বলেছিলেন, ধোনি অনেক আগে থেকেই এই ভাবনা নিয়েই এগোচ্ছিলেন। এমনকী গত বছরের আইপিএল চলাকালীন জাদেজাকে তৈরি হতেও বলা হয়েছিল। ধোনি উপযুক্ত সময় বুঝেই চেন্নাই সুপার কিংসের ব্যাটন জাদেজার হাতে তুলে দিয়েছেন। ইএসপিএন ক্রিকইনফোকে রবি শাস্ত্রী বলেন, ধোনি নেতৃত্ব ছাড়তে চলেছেন এমন ইঙ্গিত পেলে পরবর্তী অধিনায়ক হিসেবে ফাফ দু প্লেসিকেই বেছে নেওয়া উচিত ছিল। জাদেজা সাধারণ ক্রিকেটার হিসেবেই দলে থাকতে পারতেন। তাতে তাঁর উপর অধিনায়কত্বের চাপও থাকত না, খোলা মনে খেলতে পারতেন। সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস অন্যরকম পরিস্থিতিতে থাকতে পারতো।

 কোন ক্রিকেটারকে ছাড়ার মাশুল দিচ্ছেন জাদেজারা?

রবীন্দ্র জাদেজা ২০০৭ সালে অনূর্ধ্ব ১৯ দলকে অল্প সময়ের জন্য নেতৃত্ব দিয়েছেন। এটা ছাড়া আর অধিনায়ক হিসেবে খেলার নজির জাদেজার নেই। অন্যদিকে, মহেন্দ্র সিং ধোনি ২০০৮ থেকে সিএসকের অধিনায়ক ছিলেন গত আইপিএল পর্যন্ত, মাঝে দু বছর আইপিএল থেকে সিএসকে নির্বাসিত থাকায় ধোনি খেলেন পুনের হয়ে। ফাফ দু প্লেসি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সহ বিভিন্ন টুর্নামেন্টেও ক্যাপ্টেন্সি করেছেন। শাস্ত্রীর কথায়, আমি মনে করি জাদেজার নিজের খেলাতেই ফোকাস করা উচিত। চেন্নাই দু প্লেসিকে ছেড়ে বড় ভুল করেছে। তিনি ম্যাচ উইনার, সিএসকের হয়ে খেতাব জিতেছেন, প্রচুর অভিজ্ঞতাও রয়েছে। উল্লেখ্য, গত আইপিএলে দু প্লেসি ৬৩৩ রান করেন, ৪৫-এর উপর গড় ও ১৩৮-এর উপর স্ট্রাইক রেট রেখে। ২০২০ সালে চেন্নাই সুপার কিংস চরম ব্যর্থ হলেও দু প্লেসি ১৩ ম্যাচে ৪৪৯ রান করেছিলেন, ৪০-এর উপর গড় ও ১৪১-এর কাছাকাছি স্ট্রাইক রেট রেখে। ২০১৯ থেকে ২০২১ অবধি যথাক্রমে ৩, ৪ ও ৬টি হাফ সেঞ্চুরিও হাঁকান।

English summary
IPL 2022: Ravi Shastri Says If CSK Were To Think Back They Wouldn't Have Let Go Of Faf du Plessis. Chennai Super Kings Have Been Defeated In All The Four Matches In The Ongoing IPL.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X