For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে গড়ল নয়া লজ্জার রেকর্ড! ১৫.২৫ কোটির ঈশান-সহ ব্যাটারদের ব্যর্থতায় ভরাডুবি

Google Oneindia Bengali News

আটে আট। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পরাজয়ের এটাই পরিসংখ্যান। আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রথম আটটি ম্যাচে টানা পরাস্ত হওয়ার লজ্জার রেকর্ড রোহিত শর্মার নেতৃত্বাধীন পাঁচবারের চ্যাম্পিয়নদের। আজ ওয়াংখেড়েতে রান তাড়া করতে রোহিত যতটা আত্মবিশ্বাসী দেখালেন টসের সময়, ব্যাটিং শুরু হতেই সকলে আয়ারাম-গয়ারাম! শেষে লখনউ জয় ছিনিয়ে নিল ৩৬ রানে। পরাজয়ের জন্য ব্যাটিংকেই দায়ী করেছেন রোহিত শর্মা।

১৫.২৫ কোটির ঈশান-সহ ব্যাটারদের ব্যর্থতায় ভরাডুবি মুম্বইয়ের

জয়ের জন্য টার্গেট ছিল ১৬৯। কিন্তু ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানের বেশি তুলতে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স। মাত্র তিনজন ব্যাটার ছাড়া কোনও ব্যাটার দুই অঙ্কের রান পেলেন না। ওপেনিং জুটিতে ৭ ওভারে উঠেছিল ৪৯। অষ্টম ওভারের প্রথম বলেই ঈশান কিষাণ আউট হন। মেগা নিলামে ১৫.২৫ কোটি দর পাওয়া কিষাণ ফের ব্যর্থ। এদিন রবি বিষ্ণোইয়ের বলে আউট হন ২০ বলে ৮ রান করে। স্কোরবোর্ডে দলগত ৬৭ রান ওঠার ফাঁকে আরও তিন উইকেট পড়ে। ডেওয়াল্ড ব্রেভিস (৫ বলে ৩), রোহিত শর্মা (৩১ বলে ৩৯) ও সূর্যকুমার যাদব (৭ বলে ৭) সাজঘরে ফেরেন। ১১.২ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৬৭।

১৫.২৫ কোটির ঈশান-সহ ব্যাটারদের ব্যর্থতায় ভরাডুবি মুম্বইয়ের

সেখান থেকে কিছুটা চেষ্টা চালান তিলক বর্মা। ১৭.৫ ওভারে তিনি ২৭ বলে ৩৮ রান করে আউট হন। মেরেছেন ২টি করে চার ও ছয়। মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর তখন ছিল ৫ উইকেটে ১২৪। লখনউ সুপার জায়ান্টসের বোলাররা ডেথ ওভারেও নিয়ন্ত্রিত বোলিং করেন। যার নিট ফল ফের রোহিতদের লজ্জার হার। শেষ ওভারে জিততে দরকার ছিল ৩৯। ২০তম ওভারে প্রথম বল ওয়াইড হয়। ক্রুণাল পাণ্ডিয়া এর পরের ডেলিভারিতেই তুলে নেন কায়রন পোলার্ডের উইকেট। ২০ বলে ১৯ রান করলেন পোলার্ড। ওভারের তৃতীয় বলে রান আউট হন জয়দেব উনাদকাট (১ বলে ১)। পরের বলেই ড্যানিয়েল স্যামস ক্রুণালের তৃতীয় শিকার।

নিজের পুরানো দলের বিরুদ্ধে ৪ ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নিলেন ক্রুণাল। জেসন হোল্ডার, রবি বিষ্ণোই ও আয়ুষ বাদোনি একটি করে উইকেট নেন। আবেশ খানের জায়গায় এই ম্যাচে সুযোগ পাওয়া মহসীন খান বোলিং ওপেন করে ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ব্রেভিসের উইকেটটি।

১৫.২৫ কোটির ঈশান-সহ ব্যাটারদের ব্যর্থতায় ভরাডুবি মুম্বইয়ের

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তুলেছিল ১৬৮ রান। লোকেশ রাহুল ৬২ বলে ১০৩ রানে অপরাজিত ছিলেন। রাইলে মেয়ারডিথ ও কায়রন পোলার্ড দুটি করে উইকেট নেন। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে চলে এলো লখনউ। নেট রান রেটের নিরিখে পাঁচে নেমে গেল আরসিবি।

English summary
Mumbai Indians Have Been Defeated In All The 8 Matches. KL Rahul-Led LSG Back In Top Four Of Points Table.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X