For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: রাহুল-হুডার অর্ধশতরানে লড়াইয়ে লখনউ, সানরাইজার্স হায়দরাবাদের টার্গেট ১৭০

Google Oneindia Bengali News

চলতি আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেতে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদকে ১৭০ রানের লক্ষ্যপূরণ করতে হবে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে উইকেট ৭ হারিয়ে ১৬৯ রান তুলেছে লখনউ। অধিনায়ক লোকেশ রাহুল ও দীপক হুডা অর্ধশতরান করে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন।

রাহুল-হুডার অর্ধশতরানে সানরাইজার্স হায়দরাবাদের টার্গেট ১৭০

এদিন ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে পাওয়ারপ্লে-র ৬ ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন কুইন্টন ডি কক। দলের ৮ রানের মাথায় তিনি সাজঘরে ফেরেন ৪ বলে ১ রান করে। চতুর্থ ওভারের প্রথম বলে ১৬ রানে দ্বিতীয় উইকেট হারায় লখনউ সুপার জায়ান্টস। সুন্দরের দ্বিতীয় শিকার এভিন লুইস, ৫ বলে ১ রান করে তিনি লেগ বিফোর হন। ৪.৫ ওভারে মণীশ পাণ্ডেকে আউট করেন রোমারিও শেফার্ড। মণীশ ১০ বলে ১১ রান করেন, একটি করে চার ও ছয়ের সাহায্যে।

রাহুল-হুডার অর্ধশতরানে সানরাইজার্স হায়দরাবাদের টার্গেট ১৭০

২৭ রানে তৃতীয় উইকেট হারানোর পর চতুর্থ উইকেট জুটিতে লোকেশ রাহুল ও দীপক হুডা ৬২ বলে ৮৭ রান যোগ করে অবস্থা সামাল দেন। ৩১ বলে আইপিএল কেরিয়ারের পঞ্চম তথা চলতি আইপিএলে দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করেন হুডা। ১৫.১ ওভারে হুডা শেফার্ডের দ্বিতীয় শিকার হন, তিনটি করে চার ও ছয় মেরে ৩৩ বলে ৫১ রানে তিনি আউট হন। ফলে অল্পের জন্য কমলা টুপির মালিক হতে পারলেন না তিনি। ১১৪ রানে পড়ে চতুর্থ উইকেট। লোকেশ রাহুল এদিন আপিএল কেরিয়ারের ২৮তম এবং টি ২০ ক্রিকেটে ৫০তম অর্ধশতরান পূর্ণ করেন ৪০ বলে। ১৮.১ ওভারে তিনি টি নটরাজনের বলে লেগ বিফোর হন, রিভিউ নিয়েও রক্ষা পাননি। ৬টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫০ বলে সর্বাধিক ৬৮ রান করেন রাহুল। এর ঠিক তিন বল পরেই ক্রুণাল পাণ্ডিয়া নটরাজনের দ্বিতীয় শিকার। ৩ বলে ছয় রান করে তিনি বোল্ড হন। ১৫০ রানে পড়ে লখনউয়ের ষষ্ঠ উইকেট। ১২ বলে ১৯ রান করে শেষ বলে রান আউট হন আয়ুষ বাদোনি। জেসন হোল্ডার ৩ বলে ৮ রানে অপরাজিত থাকেন।

রাহুল-হুডার অর্ধশতরানে সানরাইজার্স হায়দরাবাদের টার্গেট ১৭০

টি নটরাজন ৪ ওভারে ২৬ রান দিয়ে, ওয়াশিংটন সুন্দর ৪ ওভারে ২৮ রান দিয়ে ও রোমারিও শেফার্ড ৪ ওভারে ৪২ রান দিয়ে ২টি করে উইকেট দখল করেন। বোলিং ওপেন করে চাপের মুখে ৪ ওভারে মাত্র ২৫ রান দেন ভুবনেশ্বর কুমার, তবে উইকেট পাননি। উমরান মালিক ৩ ওভারে ৩৯ ও আবদুল সামাদ ১ ওভারে ৮ রান দিয়ে কোনও উইকেট পাননি।

English summary
IPL 2022: Sunrisers Hyderabad Need 170 Runs To Secure Their First Win In The Ongoing IPL. Lucknow Super Giants Captain KL Rahul And Deepak Hooda Hit Half Centuries.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X