For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022: বাটলার আটশো পার! রাজস্থান রয়্যালস ওপেনারের একাধিক নজিরে আরসিবির লজ্জা কীভাবে বাড়ল?

Google Oneindia Bengali News

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে দাপটের সঙ্গে উড়িয়ে দিয়ে আইপিএলের ফাইনালে পৌঁছে গিয়েছে রাজস্থান রয়্যালস। আগামীকাল মেগা ফাইনালে তাদের প্রতিপক্ষ গুজরাত টাইটান্স। দুরন্ত অপরাজিত শতরান হাঁকিয়ে জয় এনে দিয়েছেন জস বাটলার। একাধিক নজিরও গড়ে ফেলেছেন তিনি।

বাটলারের শতরানে নজির

বাটলারের শতরানে নজির

চলতি আইপিএলে বাটলার গতকাল চতুর্থ শতরানটি পেয়েছেন। ২০১৬-র আইপিএলে বিরাট কোহলিও চারটি শতরান করেছিলেন। কোনও আইপিএল মরশুমে এতগুলি শতরানের নজির আর কোনও ব্যাটারের দখলে নেই। ২০১৬ সালের আইপিএলেই বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার যথাক্রমে ৯৭৩ ও ৮৪৮ রান করেছিলেন। জস বাটলার আপাতত রইলেন তাঁদের পরেই।

কোহলির স্বস্তি-অস্বস্তি

কোহলির স্বস্তি-অস্বস্তি

বাটলার এখনও অবধি ৮২৪ রান করেছেন। ফলে কোনও আইপিএলে মরশুমে বিরাট কোহলির সর্বাধিক রান করার রেকর্ডটি অক্ষত থাকলেও ওয়ার্নারের নজির বাটলার ফাইনালে টপকে যেতেই পারেন। আইপিএলে বাটলারের শতরানের সংখ্যা হলো ৫। বিরাট কোহলিরও আইপিএলে পাঁচটি শতরান রয়েছে। ক্রিস গেইল আইপিএলে সর্বাধিক ৬টি শতরান করেছেন।

জস 'দ্য বস'

জস 'দ্য বস'

কোনও আইপিএল মরশুমে প্লে অফে সর্বাধিক রানের রেকর্ডটিও নিজের দখলে নিলেন বাটলার। ২০১৬ সালে ডেভিড ওয়ার্নার ১৯০ রান করেছিলেন প্লে অফে। বাটলার তাঁর চেয়ে ৫ রান এগিয়ে। তৃতীয় স্থানে রজত পাটীদার (১৭০)। আইপিএলে রান তাড়া করতে গিয়ে শতরান হাঁকানোর নিরিখে বাটলার হলেন দ্বিতীয় ব্যাটার। ২০১৮ সালের আইপিএল ফাইনালে শেন ওয়াটসন ১১৭ রানে অপরাজিত ছিলেন। আইপিএল প্লে অফে এটি ষষ্ঠ শতরান, রাজস্থান রয়্যালসের পক্ষে প্রথম।

টুর্নামেন্ট রেকর্ড

টুর্নামেন্ট রেকর্ড

আইপিএলের কোনও মরশুমে মোট শতরানের সংখ্যাতেও রেকর্ড হলো এবারের আইপিএলে। গতকাল জস বাটলার অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলায় ৮টি শতরান হলো চলতি আইপিএলে। এতে ভেঙে গেল ২০১৬ সালের আইপিএলে সাতটি সেঞ্চুরির নজির।

আরসিবির লজ্জা বাড়ল

আরসিবির লজ্জা বাড়ল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের খেতাব জয়ের অপেক্ষা বাড়ল আরও অন্তত এক বছরের জন্য। প্লে অফে এই নিয়ে নবম ম্যাচ হারল আরসিবি। চেন্নাই সুপার কিংস আইপিএলের ইতিহাসে ৯টি প্লে অফ ম্যাচে হেরেছে। কিন্তু তারা আরসিবির চেয়ে ১১টি বেশি প্লে অফ ম্যাচ খেলেছে। দিল্লি ক্যাপিটালসও আইপিএলে ১১টির মধ্যে ৯টি প্লে অফ ম্যাচে পরাস্ত হয়েছে। টি ২০ ক্রিকেটে আরসিবির প্লে অফে পরাজয়ের সংখ্যা দাঁড়াল ১১, যে নজির আর কারও নেই। কোনও মরশুমে সর্বাধিক ছক্কা হজম করার রেকর্ডটি গেল মহম্মদ সিরাজের দখলে। তাঁর বলে ৩১টি ছক্কা হয়েছে। সিরাজের পরেই রয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা (৩০)। তাঁরা এবার ছাপিয়ে গেলেন ২০১৮ সালে ডোয়েইন ব্র্যাভোর দেওয়া ২৯টি ছক্কার নজিরকে। চলতি আইপিএলে সিরাজের ইকনমি রেট ১০.০৭, যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে খারাপ (যাঁরা ৫০ ওভার করেছেন)। কোনও টি ২০ টুর্নামেন্টে ৩০০টি বল করা বোলারদের মধ্যে সবচেয়ে খারাপ ইকনমির তালিকায় সিরাজের এবারের পারফরম্য়ান্স রইল তিনে।

English summary
IPL 2022: Jos Buttler Sets Different Milestones In Qualifier 2. Mohammed Siraj's Economy Rate This Year Is The Worst For A Bowler Across IPL History.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X