For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2022 Closing Ceremony: রণবীর-রহমানের সঙ্গে আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে কোন চমক থাকছে? শুরু কখন?

Google Oneindia Bengali News

আইপিএলের ফাইনাল কাল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গুজরাত টাইটান্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস। খেলা শুরুর সম. আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। মিনিট পয়তাল্লিশের জমকালো সমাপ্তি অনুষ্ঠান হবে টসের আগে। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। থাকছে একাধিক চমক।

আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান

আইপিএলের সমাপ্তি অনুষ্ঠান

গত ২৪ মে কলকাতায় ওয়ানইন্ডিয়া বাংলার প্রশ্নের উত্তরে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন রণবীর সিং ও এ আর রহমান। আরও কী চমক থাকবে সেজন্য রবিবার অবধি অপেক্ষা করতেও বলেছিলেন সহাস্য সৌরভ। উল্লেখ্য, ২০১৮ সালের পর ফের আইপিএলে সমাপ্তি অনুষ্ঠান দেখা যাবে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথমবার হবে এই অনুষ্ঠান। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে এবারই প্রথম আইপিএল ফাইনালও হচ্ছে।

একঝাঁক চমক

একঝাঁক চমক

বোর্ড সূত্রে জানা গিয়েছে, ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করতে রাখা হয়েছে বিশেষ পরিকল্পনা। এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিশেষজ্ঞ সংস্থাকে বেছে নিয়েছে বিসিসিআই। ১ লক্ষেরও বেশি ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে স্মরণীয় হতে চলেছে এবারের আইপিএল ফাইনাল ও তার আগের সমাপ্তি অনুষ্ঠান। সমাপ্তি অনুষ্ঠানে থাকছে ঝাড়খণ্ডের ছৌ নাচ। ১০ শিল্পীর ছৌ নাচের দলকে ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে বিসিসিআই।

ভিভিআইপিদের উপস্থিতি

ভিভিআইপিদের উপস্থিতি

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও বিসিসিআইয়ের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। থাকতে পারেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রধানমন্ত্রীর দফতর থেকে এখনও কিছু জানানো না হলেও অমিত শাহ মাঠে হাজির থাকবেন বলে জানা যাচ্ছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল-সহ বোর্ডের শীর্ষ আধিকারিকরাও উপস্থিত থাকবেন। বিভিন্ন রাজ্যের ক্রিকেট সংস্থার প্রতিনিধিদেরও হাজির থাকার কথা রয়েছে। আইপিএল ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কদেরও।

স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে বিশেষ পরিকল্পনা

স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে বিশেষ পরিকল্পনা

বোর্ড সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতার ৭৫ বছরে ভারতীয় ক্রিকেটের উত্তরণের সামগ্রিক চিত্রও তুলে ধরা হবে আইপিএলে সমাপ্তি অনুষ্ঠানে। স্ট্র্যাটেজিক টাইম আউটে আমির খানের লাল সিং চাড্ডা ছবির ট্রেলার প্রকাশ করা হবে। এটিই প্রথম কোনও ভারতীয় ছবি যার ট্রেলার জনসমক্ষে আসবে আইপিএলের হাইভোল্টেজ ম্যাচ চলাকালীন। আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানের শেষে হবে টস। সন্ধ্যা সাড়ে ৭টায় টস, ম্যাচ শুরু রাত আটটায়। সমাপ্তি অনুষ্ঠান ও ফাইনাল সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক এবং ডিজনি প্লাস হটস্টারে।

English summary
IPL 2022 Closing Ceremony: Ranveer Singh And AR Rahman Set To Perform. BCCI's Top Brass And Former Indian Skippers Likely To Attend The Evet In Ahmedabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X