For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২১ এর জন্যে নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে কাদের নাম ভেসে আসছে

আইপিএল ২০২১ এর জন্যে নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে কাদের নাম ভেসে আসছে

  • |
Google Oneindia Bengali News

৮ নয় আসন্ন আইপিএলের সম্ভবত ৯ বা ১০ দলের টুর্নামেন্ট হতে চলেছে বলে জোর গুঞ্জন। করোনা কালে আইপিএল ২০২০ আয়োজন করতে গিয়ে বোর্ডকে যে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়েছে। তা পুষিয়ে নিতেই ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী মরসুমে দলের সংখ্যা বাড়াতে চলেছে বলে শোনা যাচ্ছে।

বোর্ড কী জানিয়েছে

বোর্ড কী জানিয়েছে

বোর্ডের পক্ষ থেকে এই নিয়ে অবশ্য এখনও পর্যন্ত সরকারি কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় শুধু আগামী আইপিএল ২০২১ দেশের মাটিতে আয়োজন করতে চান বলে উল্লেখ করেছেন।

নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে কাদের নাম ভেসে আসছে

নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে কাদের নাম ভেসে আসছে

নতুন ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে সঞ্জীব গোয়েঙ্কা আরপি গ্রুপের নাম ও আদানি গ্রুপের মতো নামি সংস্থার নাম ঘুরপাক খাচ্ছে। সেক্ষেত্রে দেশজুড়ে দিওয়ালি উৎসবের পর্ব মিটে গেলেই এই নিয়ে বোর্ড আলোচনায় বসতে পারে বলে শোনা যাচ্ছে।

দরপত্র ডাকতে চলেছে বোর্ড

দরপত্র ডাকতে চলেছে বোর্ড

আরও জানা গিয়েছে এসপ্তাহের উৎসবের মরসুম শেষ হলে ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র ডাকতে পারে। আইপিএল ২০২১ ঘিরে সবকিছুই যদিও এখনও জল্পনাস্তরেই রয়েছে।

দল কিনতে পারেন দক্ষিণের অভিনেতা

দল কিনতে পারেন দক্ষিণের অভিনেতা

ভারতীয় ক্রিকেট দুনিয়ায় জোর গুঞ্জন দক্ষিণী অভিনেতা মোহনলালও নাকি টুর্নামেন্টের দল কিনতে আগ্রহী। সদ্য শেষ হওয়া আইপিএলের ফাইনাল ম্যাচে স্টেডিয়ামে তাঁকে স্টেডিয়ামে দেখা গিয়েছিল। মোহনলাল দক্ষিণের অনলাইন পড়াশুনোর অ্যাপ বাইজুসের সঙ্গে যুক্ত হয়ে দল কিনতে পারেন বলে গুঞ্জন।

আইপিএল ২০২০ আয়োজনের জন্যে আমিরশাহী ক্রিকেট বোর্ডকে কত অর্থ দিল বিসিসিআইআইপিএল ২০২০ আয়োজনের জন্যে আমিরশাহী ক্রিকেট বোর্ডকে কত অর্থ দিল বিসিসিআই

English summary
IPL 2021 may have 9 teams tournament, Adani Group, Sanjiv Goenka Group interested in buying new franchise
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X