For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2021 : আম্বাতি রায়ডুর চোট কতটা গুরুতর, সিএসকে জার্সিতে ফের কবে মাঠে নামবেন?

IPL 2021 : আম্বাতি রায়ডুর চোট কতটা গুরুতর, সিএসকে জার্সিতে ফের কবে মাঠে নামবেন?

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে থমকে যাওয়া আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ২০ রানে হারিয়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গেলেও স্বস্তিতে নেই মহেন্দ্র সিং ধোনির দল। কারণ ম্যাচ চলাকালীন হাতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান ব্যাটসম্যান আম্বাতি রায়ডু। এখন কেমন আছেন তিনি, আগামী ম্যাচে খেলার সম্ভাবনা কতটা, সে সম্পর্কে জানালেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথ।

IPL 2021 : আম্বাতি রায়ডুর চোট কতটা গুরুতর, সিএসকে জার্সিতে ফের কবে মাঠে নামবেন?

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে সিএসকে ফ্যানদের জন্য সুখবর শুনিয়েছেন বিশ্বনাথ। জানিয়েছেন যে আম্বাতি রায়ডুর এক্স রে রিপোর্ট চলে এসেছে। ক্রিকেটারের হাতের হাড়ে চিড় ধরেনি। পেশীতেও কোনও টান ধরেনি। রায়ডুর হাতের যন্ত্রণাও ধীরে ধীরে কমছে বলে জানিয়েছেন সিএসকে সিইও। হাতে এক থেকে দুই দিন পেলে রায়ডু ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছে যাবেন বলে দাবি বিশ্বনাথের। তাঁর কথায়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের আগামী ম্যাচে আম্বাতি রায়ডুর মাঠে নামতে না পারার কোনও কারণ নেই। উল্লেখ্য রবিবার ব্যাটিং করার সময় মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার অ্যাডাম মিলনের বল রায়ডুর হাতে আঘাত করে। যন্ত্রণায় কাতর হয়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে নিজের দক্ষতার পরিচয় রাখা দীপক চাহারকে নিজের স্পেলের শেষ ওভার বল করার সময় খোঁড়াতে দেখা যায়। সেই অবস্থায় ওভার শেষ করে দলকে জয়ের দিকে এক কদম এগিয়েও দেন সিএসকে ফাস্ট বোলার। আসন্ন টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের রিজার্ভ ক্যাটেগরিতে সুযোগ পাওয়া চাহারকে কি তবে আরসিবি-র বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে মাঠে নামতে দেখা যাবে না। এর উত্তরেও ক্রিকেট প্রেমীদের আশার বাণী শুনিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথ। জানিয়েছেন যে দীপকের চোট গুরুতর কিছু নয়। দলের ফাস্ট বোলারের পায়ে সামান্য টান ধরেছে বলেও জানিয়েছেন বিশ্বনাথ।

IPL 2021 : বিরাটের সিদ্ধান্তের পাশে লারা, আরসিবি-র নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে কে কে? IPL 2021 : বিরাটের সিদ্ধান্তের পাশে লারা, আরসিবি-র নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে কে কে?

রবিবার দুবাইয়ে হওয়া আইপিএল ২০২১-র গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে চেন্নাই সুপার কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করেন ওপেনার ঋতুরাজ গায়েকোয়াড়। পাওয়ার প্লে-তে চার উইকেট হারিয়েও সিএসকে-র দুর্দান্ত কামব্যাক ক্রিকেট মহলকে মুগ্ধ করেছে। জবাবে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াহীন মুম্বই ইন্ডিয়ান্স। অর্ধশতরান করেও দলকে জয়ের মুখ দেখাতে পারেননি সৌরভ তিওয়ারি। ম্যাচে সিএসকে-র হয়ে ৩ উইকেট নিয়েছেন ডোয়েন ব্রাভো। ২ উইকেট নিয়েছেন দীপক চাহার।

English summary
IPL 2021 : Ambati Rayudu should available for RCB match as his x-ray shows no fracture
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X