For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০ : এই কেকেআর তারকাকে দেশের ভবিষ্যত বললেন গ্রেট গাভাসকর

আইপিএল ২০২০ : এই কেকেআর তারকাকে দেশের ভবিষ্যত বললেন গ্রেট গাভাসকর

  • |
Google Oneindia Bengali News

১৯ সেপ্টেম্বর আইপিএল ২০২০-এর সূচনা হলেও, ২৩ তারিখ অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নামবেন দীনেশ কার্তিকরা। ম্যাচ জিততে যে ক্রিকেটারদের দিকে তাকিয়ে থাকবে শাহরুখ খান শিবির, তাঁদের মধ্যে অন্যতম তরুণ শুভমান গিল। যে ব্যাটসম্যানকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বললেন স্বয়ং কিংবদন্তি সুনীল গাভাসকর।

দেশর ভবিষ্যৎ গিল

দেশর ভবিষ্যৎ গিল

কেকেআরের তরুণ ব্যাটসম্যান শুভমান গিলকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলে আখ্যা দিলেন গ্রেট সুনীল গাভাসকর। তাঁর কথায়, পাঞ্জাব তনয়ের মধ্যে এত প্রতিভা রয়েছে, যে তা দেখে শুধু তিনি নন, যে কোনও মানুষ ভবিষ্যতের সেরা বলবেন। নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে গিল আইপিএল ২০২০-কে ব্যবহার করুন, তা চান কিংবদন্তি সানি।

গিলকে ভরসা দেওয়া প্রয়োজন

গিলকে ভরসা দেওয়া প্রয়োজন

সুনীল গাভাসকরের মতো, শুভমান গিল এমন এক প্রতিভা, যা হারিয়ে যেতে পারে না। এখন গিলের মনে প্রতি ম্যাচে খেলানো এবং ওপেন করানোর ভরসা জোগানো কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব বলে মনে করে গ্রেট সানি। আইপিএল ২০২০-তে গিল কেকেআরের গেম চেঞ্জার হতে পারেন বলে মনে করেন গাভাসকর।

কেকেআর চ্যাম্পিয়ন হতে পারে

কেকেআর চ্যাম্পিয়ন হতে পারে

এবারের কেকেআরের সঙ্গে ২০১৪ সালের আইপিএল চ্যাম্পিয়ন দলের সঙ্গে মিলিয়ে দিয়েছেন সুনীল গাভাসকর। তাঁর কথায়, সেবার কেকেআর দলে তিনি যে ভারসাম্য পেয়েছিলেন, এবারও তা বর্তমান। দলের ক্রিকেটাররা নিজেদের দায়িত্ব অনুযায়ী পারফরম্যান্স করতে পারলেই কেল্লাফতে বলে মনে করেন গ্রেট গাভাসকর।

প্রথম লেগ গুরুত্বপূর্ণ

প্রথম লেগ গুরুত্বপূর্ণ

আইপিএল ২০২০-এর প্রথম লেগ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন সুনীল গাভাসকর। যে যে দল এই পর্যায়ে নিজেদের সেরাটা দিতে পারবে, তারা টুর্নামেন্টে ভাল ফল করবে বলেই বিশ্বাস করেন ভারতীয় কিংবদন্তি।

English summary
IPL 2020 : Sunil Gavaskar is confident of young KKR batsman Shubman Gill's future
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X