For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০২০: 'দুশো' হাঁকানোর সামনে বিরাট, সুনীল নারিন-কামিন্স আজ কোন মাইলস্টোনের সামনে

আইপিএল ২০২০: 'দুশো' হাঁকানোর সামনে বিরাট, সুনীল নারিন-কামিন্স আজ কোন মাইলস্টোনের সামনে

  • |
Google Oneindia Bengali News

আইপিএল ২০২০ অভিযানে শারজায় কেকেআর বনাম আরসিবি ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোনের সামনে চার ক্রিকেটার। একদিকে আরসিবি ক্যাম্পের বিরাট ও এবিডি যেমন মাইলস্টোনের সামনে রয়েছেন। অন্যদিকে কেকেআর ক্যাম্পে সুনীল নারিন ও প্যাট কামিন্স মাইলস্টোনের দোরগোড়ায়।

বিরাটের সামনে কোন মাইলস্টোন

বিরাটের সামনে কোন মাইলস্টোন

এদিন শারজায় কেকেআরের বিরুদ্ধে ৩টি ছক্কা হাঁকালে আইপিএলে ২০০ ছক্কার মালিক হবেন বিরাট কোহলি। এখন তাঁর নামের পাশে ১৯৭টি ছক্কা রয়েছে। অন্যদিকে ৭টি চার হাঁকালে টুর্নামেন্টে ৫০০টি চার হাঁকানোর কীর্তি স্পর্শ করবেন।

ডিভিলিয়ার্সের সামনে কোন মাইলস্টোন

ডিভিলিয়ার্সের সামনে কোন মাইলস্টোন

এদিন ম্যাচে ৩টি ক্যাচ নিতে পারলে, আরসিবির এ বি ডিভিলিয়ার্স আইপিএলে ১০০ ক্যাচ সম্পূর্ণ করবেন। ব্যাট চেন্নাই ম্যাচে ব্যর্থ হওয়ার পর আজ কেকেআর ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইবেন এ বি ডি।

সুনীল নারিনের সামনে কোন মাইলস্টোন

সুনীল নারিনের সামনে কোন মাইলস্টোন

আইপিএল ২০২০তে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ নারিন। বল হাতে ভরসা দিলেও নারিনের থেকে ব্যাটে রান চায় নাইট রাইডার্স। তবে এদিন ৩টি ছক্কা হাঁকাতে পারলে নারিন টুর্নামেন্টে ৫০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন গড়ে ফেলবেন।

প্যাট কামিন্সের মাইলস্টোন

প্যাট কামিন্সের মাইলস্টোন

বল হাতে ৬ ম্যাচে কামিন্স এবছর মাত্র ২টি উইকেট পেয়েছেন। সানরাইজার্স ম্যাচে বেয়ারস্টো ও রাজস্থান ম্যাচে স্মিথকে আউট করেছেন। এদিন আরসিবির বিরুদ্ধে উইকেট পেলে টি-২০ ক্রিকেটে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১০০ উইকেটের মালিক হবেন কামিন্স।

আইপিএল ২০২০: ফিঞ্চ-কামিন্স, বিরাট-নারিন,পড়িক্কল-মাভি, আর কোন কোন লড়াই দেখবেনআইপিএল ২০২০: ফিঞ্চ-কামিন্স, বিরাট-নারিন,পড়িক্কল-মাভি, আর কোন কোন লড়াই দেখবেন

English summary
Ipl 2020: KKR vs RCB, Virat Kohli 3 sixes to 200 six in ipl,Sunil Narine 3 to reach 50 IPL sixes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X