
আইপিএল ২০২০: চোট সারিয়ে দুই ক্রিকেটারের প্রত্যাবর্তন, চেন্নাই শিবিরে খুশির হাওয়া
আইপিএলে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না সিএসকের। জয় দিয়ে আমিরশাহি আইপিএলে অভিযান শুরু করলেও টানা দুই ম্যাচ হেরে বসেছে ধোনিরা। শুক্রবার সানরাইজার্সে বিরুদ্ধে ম্যাচের আগে এবার চেন্নাই শিবিরে খুশির খবর।

অভিজ্ঞ ক্রিকেটারের চোটে চেন্নাইয়ের কম্বিনেশনের ধাক্কা
১৩ তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে ৪৮ বলে ৭১ রান হাঁকানোর পর,হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পরের দুই ম্যাচে আম্বাতি রায়ডু দলে ছিলে না। ফলে দলের কম্বিনেশন ধাক্কা খায়।

চোট সারিয়ে ফিরছেন এক ব্যাটসম্যান
চোট সারিয়ে এবার চেন্নাই দলে যোগ দিতে চলেছেন আম্বাতি রায়ডু। ফলে রায়ডুকে ফের চার নম্বরে দেখা যাবে। রায়ডুর পরিবর্তে ঋতুরাজ গায়কোয়াড় দুই ম্যাচে চার নম্বরে নেমে সংগ্রহ মাত্র ৫ রান।

ফিরছেন এক অলরাউন্ডার
রায়ডুর সঙ্গে দলে ফিরছেন ডোয়েন ব্র্যাভো। হাঁটুতে চোট থাকায় আইপিএল ২০২০তে এসে থেকে ব্র্যাভো এখনও সিএসকের জার্সিতে ম্যাচ খেলতে পারেননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ত্রিনবাগো নাইট রাইডার্স দলের হয়ে সম্প্রতি চ্যাম্পিয়ন হয়েছেন ব্র্যাভো। তবে ফাইনালে তাঁকে বোলিং বা ব্যাটিং করতে হয়নি।

চেন্নাইয়ের সিইও কী জানালেন
চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে আবার অনুশীলনে ফিরেছেন রায়াডু। দৌড়ানো থেকে নেটে ব্যাটিং, রায়ডুকে স্বাভাবিক ছন্দে পাওয়া যাচ্ছে। একইভাবে ব্র্যাভোও নেটে পুরোপুরি স্বচ্ছন্দে রয়েছেন।
আইপিএল ২০২০: টস জিতলে রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের কী সিদ্ধান্ত নেওয়া উচিত?