For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোহিতদের অনুশীলন শুরু আমেদাবাদে, করোনার ধাক্কায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজ কি পিছোচ্ছে?

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলে করোনার থাবা ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে। তবে স্বস্তির বিষয় একটাই, বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, নতুন করে আর কারও করোনা পজিটিভ রিপোর্ট আসেনি। আজ বা কাল নতুন করে কেউ আক্রান্ত না হলে নির্ধারিত দিনেই একদিনের সিরিজ শুরু হবে বলে বোর্ডসূত্রে খবর। আজ থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুশীলনেও নেমে পড়লেন রোহিত শর্মারা।

রোহিতদের অনুশীলন শুরু আমেদাবাদে, সিরিজ কি পিছোচ্ছে?

ভারতের একদিনের দলে থাকা শিখর ধাওয়ান, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার ও স্ট্যান্ডবাই নভদীপ সাইনি এবং ৩ সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর তাঁদের টিম হোটেলের আলাদা ফ্লোরে আইসোলেশনে রাখা হয়েছে। শিখর ধাওয়ান এদিন ইনস্টাগ্রাম পোস্ট করে জানিয়েছেন, তিনি ভালোই আছেন। তাঁর আরোগ্য কামনা করে যাঁরা পাশে থেকেছেন তাঁদের প্রতি ধন্যবাদও জানান শিখর। ভারত সরকারের নিয়ম মেনে অন্তত ৭ দিন আইসোলেশনে থাকবেন আক্রান্তরা। ফলে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ারদের একদিনের সিরিজে খেলার সম্ভাবনা কার্যত নেই। অক্ষর প্যাটেলও করোনা পজিটিভ হওয়ায় আমেদাবাদে দলের সঙ্গে যোগ দিতে পারেননি বলে জানা যাচ্ছে।

ভারতীয় দলে ডাক পেয়েছেন ময়াঙ্ক আগরওয়াল। কেন না, প্রথম ম্যাচে ভারত ওপেনিং নিয়ে সমস্যায় পড়বে রোহিত শর্মা দলে ফিরলেও। লোকেশ রাহুলের বোনের বিয়ে, তিনি দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে খেলতে পারেন। এই পরিস্থিতিতে ময়াঙ্ক সুযোগ পেতেই পারেন। তিনি তিন দিনের নিভৃতবাস কাটিয়ে রবিবারের ম্যাচের ঠিক আগে দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবেন। বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সংবাদসংস্থা সূত্রে খবর, ঈশান কিষাণকে একদিনের দলে নেওয়া হয়েছে। সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার সঙ্গে তিনি ওপেনও করেছেন। ফলে রোহিত-কিষাণ প্রথম ম্যাচে ইনিংসের গোড়াপত্তন করতে পারেন।

রোহিতদের অনুশীলন শুরু আমেদাবাদে, সিরিজ কি পিছোচ্ছে?

প্রথমে জানা গিয়েছিল, আজ ভারতীয় দলের অনুশীলন বাতিল হতে পারে। কিন্তু মোতেরায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধিনায়ক রোহিত শর্মা-সহ কয়েকজন ক্রিকেটার অনুশীলন করেছেন। যাঁরা করোনা আক্রান্তদের কোনওরকম সংস্পর্শে আসেননি তাঁরাই এদিন অনুশীলন করেন বলে জানা গিয়েছে। মাস্ক পরে টিম বাসে নিজের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দীপক চাহার। হাল্কা ট্রেনিং সেশনে ট্রেনাররাও উপস্থিত ছিলেন। নতুন করে সংক্রমণ না ছড়ানোয় নির্ধারিত দিনেই ভারত ১ হাজারতম ওয়ান ডে ম্যাচ খেলতে নামবে বলে বিসিসিআই সূত্রে খবর। তবে ফের করোনার কবলে কেউ পড়লে দু-একদিন করে ম্যাচগুলি পিছিয়ে দেওয়া হতে পারে। এরই মধ্যে কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার প্রতি আস্থা প্রদর্শন করে আত্মবিশ্বাসী সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, দুই ক্রিকেটারেরই দারুণ কেরিয়ার। তাঁদের জুটি ভারতকে সাফল্য এনে দেবে। এই দুজনের প্রতি আমার আস্থা রয়েছে, তাঁদের শুভেচ্ছা জানাই। তবে দলের উপর প্রত্যাশার চাপ বাড়াতে চান না মহারাজ।

English summary
India's ODI Squad Save The Trio Of Shikhar Dhawan, Ruturaj Gaikwad And Shreyas Iyer Started Training In Ahmedabad. BCCI President Sourav Ganguly Backs India To Do Well Under Rohit Sharma, Rahul Dravid.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X