For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের টিম ম্যানেজমেন্টের অনুরোধ রেখেই লখনউয়ে বলির পাঁঠা কিউরেটর? চাঞ্চল্যকর তথ্যে শোরগোল

লখনউয়ে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকের উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। চাকরি যায় কিউরেটরের। যদিও ভারতীয় টিম ম্যানেজমেন্টের অনুরোধ রাখতে গিয়েই নাকি পিচ নিয়ে বিপত্তি।

  • |
Google Oneindia Bengali News

ভারত-নিউজিল্যান্ড টি ২০ সিরিজে পিচ বিতর্ক অব্যাহত। কাল সিরিজের ফয়সালা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তবে তার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে লখনউয়ের পিচ। হার্দিক লখনউয়ের পিচ দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন। সাফ বলে দেন, এমন উইকেটে টি ২০ খেলানো উচিত নয়। এরপরই বরখাস্ত করা হয় পিচ কিউরেটরকে।

লখনউয়ের পিট কিউরেটর বরখাস্ত

লখনউয়ের পিট কিউরেটর বরখাস্ত

একানা স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকের উইকেট তৈরি করেছিলেন সুরেন্দ্র যাদব। তাঁকে সরিয়ে নতুন কিউরেটর করা হয়েছে গোয়ালিয়রের সঞ্জীব আগরওয়ালকে। যদিও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, শেষ মুহূর্তে পিচের চরিত্র বদলের অনুরোধ এসেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফেই। সেটা যদি সত্যি হয়, তাহলে কিউরেটরকে বলির পাঁঠা করা হলো বলেই অনেকের ধারণা।

টিম ম্যানেজমেন্টের অনুরোধ রেখেই বিপত্তি?

টিম ম্যানেজমেন্টের অনুরোধ রেখেই বিপত্তি?

ইউপিসিএ সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে লেখা হয়েছে, কিউরেটর ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য কালো মাটির দুটি পিচ আগে থেকেই তৈরি করে রেখেছিলেন। কিন্তু ম্যাচের তিন দিন আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে বলা হয়, লাল মাটির ফ্রেশ পিচ বানাতে। যদিও সেই চাহিদামতো উইকেট তৈরির জন্য পর্যাপ্ত সময় ছিল না। অল্প নোটিশে পিচের কাজ শুরু করাতেই তা মন্থর আচরণ করে।

হার্দিকের অসন্তোষ প্রকাশ

হার্দিকের অসন্তোষ প্রকাশ

হার্দিক পাণ্ডিয়া অবশ্য রাঁচির পিচ নিয়েও খুশি ছিলেন না। তিনি বলেন, এই উইকেটগুলি শকার। অর্থাৎ পিচের আচরণে তাঁরা যে হতবাক ও যারপরনাই বিস্মিত তা বুঝিয়ে দেন হার্দিক। তাঁর কথায়, পিচ কঠিন বলব না। কিন্তু টি ২০ ম্যাচ এই উইকেটে খেলা যায় না। উল্লেখ্য, লখনউয়ের পিচ এতটাই মন্থর ও বল ঘুরছিল তাতে ৪০ ওভারের মধ্যে স্পিনাররাই বল করেন ৩০ ওভার। ১০০ রানের টার্গেটে ভারত পৌঁছয় ১ বল বাকি থাকতে। কেউ একটিও ছয় মারতে পারেননি। পিচ নিয়ে প্রশ্ন কিউরেটরকেই করা উচিত বলে মন্তব্য করেন ভারতের বোলিং কোচ পরশ মামব্রে।

আইপিএলের জন্য বিশেষ ব্যবস্থা

আইপিএলের জন্য বিশেষ ব্যবস্থা

মাস দুয়েকও নেই আইপিএল শুরুর। আইপিএলে লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস হোম ম্যাচগুলি খেলবে। তাতে যাতে পিচ বিতর্কের কেন্দ্রবিন্দুতে না আসে তা নিশ্চিত করতেই নতুন কিউরেটরকে নিযুক্ত করল উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। মাসখানেকের মধ্যেই আইপিএলের জন্য পিচ তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ইউপিসিএ-র সিইও অঙ্কিত চট্টোপাধ্যায় ক্রিকবাজকে জানিয়েছেন, আইপিএলের জন্য দুই বিশেষজ্ঞকে আনা হচ্ছে। একজন পিচের যাবতীয় তদারকি করবেন, অপরজন আউটফিল্ডের দায়িত্বে থাকবেন।

English summary
Indian Team Management Allegedly Requested To Change The Nature Of Lucknow Wicket Ahead Of 2nd T20I. The New Pitch Could Not Be Adequately Prepared On Short Notice.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X