For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপের আগে ধাক্কা খেল হরমনপ্রীত কৌরের ভারত, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার দক্ষিণ আফ্রিকার কাছে

দক্ষিণ আফ্রিকায় মহিলাদের টি ২০ বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। অপরাজেয় থেকেই ফাইনালে ওঠেন হরমনপ্রীতরা। যদিও ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয় ৫ উইকেট। দায়ী ব্য়াটিং।

  • |
Google Oneindia Bengali News

সামনেই মহিলাদের টি ২০ বিশ্বকাপ। তার আগে ধাক্কা খেল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত। দক্ষিণ আফ্রিকাতেই হবে টি ২০ বিশ্বকাপ। তার আগে সেখানে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল ভারত, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মহিলা ক্রিকেট দল। ভারত ফাইনালে উঠেছিল অপরাজেয় থেকেই। যদিও শেষরক্ষা হলো না।

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের হার দক্ষিণ আফ্রিকার কাছে

ইস্ট লন্ডনে আজ ছিল ত্রিদেশীয় সিরিজের ফাইনাল। ভারত ৪ ম্যাচে ৭ ও দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচে ৫ পয়েন্ট সংগ্রহ করে ফাইনালে জায়গা করে নিয়েছিল। আজ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত। কিন্তু ২০ ওভারে ৪ উইকেটে ১০৯ রানের বেশি তুলতে পারেনি ভারত। স্মৃতি মান্ধানা ৮ বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। জেমাইমা রডরিগেজ ছিলেন তাঁর ওপেনিং পার্টনার, তিনি ১১ রান করেন। তিনে নামা হরলীন দেওল ৫৬ বলে ৪৬ রান করেন, চারটি বাউন্ডারির সাহায্যে। ২২ বলে ২১ রান করে আউট হন হরমনপ্রীত। দীপ্তি শর্মা ১৪ বলে ১৬ ও পূজা বস্ত্রকার ২ বলে ১ রানে অপরাজিত থাকেন। ননকুলুলেকো ম্লাবা ২টি উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ৬.৩ ওভারে ২১ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার মহিলা দলের। যদিও ক্লোয়ে ট্রায়ন ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩২ বলে অপরাজিত ৫৭ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। অধিনায়ক সুন লুস ১৩ বলে ১২ রান করেন। নাডিন ডি ক্লার্ক ১৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। ১২ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় প্রোটিয়ারা। স্নেহ রানা ২১ রানে ২টি উইকেট নেন। দীপ্তি শর্মা ৪ ওভারে ১টি মেডেন-সহ ১৯ রানের বিনিময়ে ১টি উইকেট পেয়েছেন। রাজেশ্বরী গায়কোয়াড় ও রেণুকা সিং পেয়েছেন একটি করে উইকেট।

হরমনপ্রীত কৌর বলেন, ফিটনেস নিয়ে সমস্যা নেই। তাছাড়া বিশ্বকাপের আগে বিশ্রামও নেওয়া যাবে। আমরা ভালো পারফর্ম করেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ব্যাটিংটা প্রত্যাশিত মানের হয়নি। বোলাররা ভালোই চেষ্টা করেছেন। সিরিজে ৯টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৪৯ রান করা বাংলার দীপ্তি শর্মা হয়েছেন প্লেয়ার অব দ্য সিরিজ। তাঁর কথায়, পরিস্থিতি অনুযায়ী বোলিং করাই লক্ষ্য ছিল। বোলিং বিভাগের সকলেই ভালো বল করেছেন। উইকেট থেকে ঘূর্ণি আদায় করতে পারছেন স্পিনাররা। সামগ্রিকভাবে আমরা ভালোই খেলেছি। এদিকে, টি ২০ বিশ্বকাপের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন শেফালি ভার্মা ও রিচা ঘোষ। তাতে নিঃসন্দেহে ভারতীয় দলের শক্তি বাড়বে।

English summary
India Women Have Been Defeated By South Africa Women In Tri Series Final Ahead Of Women's T20 WC. Deepti Sharma Has Been Named Player Of The Series.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X