For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ম্য়ান অব দ্য ম্যাচ পৃথ্বীর মুখে শুধুই দলের কথা, নিজের অভিষেক নিয়ে কী বললেন তিনি

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ রাজকোট টেস্ট ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ঘোষিত হওয়ার পর পৃথ্বী শ-এর প্রতিক্রিয়া। 

  • |
Google Oneindia Bengali News

স্বপ্নের শুরু। এছাড়া আর কী বলা যায়? অভিষেক টেস্টেই ম্য়ান অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন পৃথ্বী। আর পুরষ্কার নিতে এসে ১৮ বছরের তরুণের বললেন শুধুই দলের কথা।

ম্য়ান অব দ্য ম্যাচ পৃথ্বী, কী বললেন তিনি

যেই ম্যাচে ৩ জন শতরান করেছেন, ১জেন ইনিংসে ৫ উইকেট নিয়েছেন এবং শতরানকারীদের একজন আবার ৪ উইকেটও নিয়েছেন, সেই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ বাছা বেশ সমস্যার। কিন্তু এই ম্যাচে অভিষেকেই শতরান করেছেন তরুণ পৃথ্বী শাহ। প্রথম থেকে ওয়েস্ট ইন্ডিজ বোলারদের শাসন করে তিনিই ম্য়াচের সুরটা বেঁধে দিয়েছিলেন। কাজেই নির্বাচকদের কাজটা সহজ হয়ে গিয়েছিল।

তিন দিন আগে জীবনে প্রথমবার ভারতীয় দলের সাদা জার্সি গায়ে ব্যাট হাতে নেমেছিলেন পৃথ্বী শ। শুরুতেই অপর ওপেনার অভিজ্ঞ লোকেশ রাহুল আউট হয়ে যান। সেই সময় কিন্তু ঠান্ডা মাথায় পুজারার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন পৃথ্বী। ওযেস্ট ইন্ডিজের বোলারদের রীতিমতো শাসন করে দলের বড় রানের ভিতটা তিনিই গড়ে দেন।

ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার নিতে এসে শুরু থেকেই তাঁর মুখে দলের কথা। বললেন, 'দলের জন্য এ এক দারুন জয়। দলের জন্যই বেশি খুশি।' আর নিজের অভিষেক নিয়ে বললেন, 'কল্পনাও করতে পারিনি আমার অভিষেকটা এরকম হবে।'

তাঁর খেলা দেখে অনেকেই বলেছেন মনেই হয়নি প্রথম ম্যাচ খেলছে। তাঁর চাপ সামলানোর দত্রতার প্রশংসা হয়েছে। পৃথ্বীর মতে 'আন্তর্জাতিক ম্যাচে সবসময়ই চাপ থাকবে। অভিষেক বলে আলাদা কিছু ছিল না। যেভাবে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলি সেভাবে আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করেছি।'

English summary
The reaction of Prithvi Shaw after he has been declared as the man of the match of India vs West Indies Rajkot test. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X