For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঞ্জয় মাঞ্জরেকরকে খোঁচা রবীন্দ্র জাদেজার

সঞ্জয় মাঞ্জরেকরকে খোঁচা রবীন্দ্র জাদেজার

  • |
Google Oneindia Bengali News

ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০তে বল হাতে আঁটোসাঁটো বোলিং। সেই সঙ্গে কেন উইলিয়ামসন ও কলিন গ্র্যান্ডহোমের উইকেট। ১৮ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়ে বল হাতে ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। জাড্ডুর প্রশংসনীয় বোলিংয়ের সুবাদে অকল্যান্ডে দ্বিতীয় ম্যাচে ভারত কিউয়িদের ১৩২ রানে আউটকে রাখে। এই রান তাডা় করতে নেমে ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতেছে 'মেন ইন ব্লু।'

ম্যাচের সেরা কে হতে পারতেন?

ব্যাটে অবশ্য় ৫০ বলে ৫৭ রান হাঁকিয়ে দলকে ম্যাচ জেতানোর সুবাদে ম্যাচের সেরা হয়েছেন লোকেশ রাহুল। এরপর সোশ্যাল মিডিয়ায় দেশের প্রাক্তন ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর টুইটে জানিয়েছেন, 'এই ম্যাচে কোনও বোলারের প্লেয়ার অফ দ্য ম্যাচ হওয়া উচিত ছিল।'

এরপরই মাঞ্জরেকরকে উদ্দেশ করে মজার টপ্পনি করেন জাদেজা। টুইটে পাল্টা জাদেজা প্রশ্ন করে কে ম্যাচ সেরা হতে পারত জানতে চেয়েছেন।

জাদেজাকে যা বললেন মাঞ্জরেকর

পরের মন্তব্যে এরপর সঞ্জয় মাঞ্জরেকর ফ্রন্টফুটে খেলেছেন। জাদেজার পাল্টা মন্তব্য মাঞ্জরেকর বলেন, 'হয় বুমরাহ বা তুমি ম্যাচ সেরার পুরস্কার পেতে পারতে। সেদিক থেকে দেখতে গেলে বুমরাহ আঁটোসাঁটো বোলিং করেছিল। তাই ওকে পুরস্কার দেওয়া যেত।' প্রসঙ্গত অকল্যান্ড মহারণে বুমরাহ ৪ ওভারে ২১ রান খরচ করে ১টি উইকেট তুলে নেন।

জাদেজা-মাঞ্জরেকর অতীতের বাগযুদ্ধ

ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপে ভারতের লিগ পর্বের প্রথম দিকের ম্যাচগুলিতে রবীন্দ্র জাদেজা সুযোগ না পাওয়ার পর, ভারতীয় অলরাউন্ডারকে কটাক্ষ করে 'ক্ষুদ্র ও টুকরো' বলে মন্তব্য করেছিলেন মাঞ্জরেকর। সেমিফাইনালে সেই মাঞ্জরেকরকেই ভুল প্রমাণ করেছিলেন জাদেজা। ধোনির সঙ্গে শতরান পার্টনারশিপে জাদেজা ভারতকে ফাইনালে তোলার আশা জাগালেও শেষ রক্ষা হয়নি। ওল্ড ট্রাফোর্ড সেমিফাইনালে জাদেজা ৫৯ বল খেলে ৭৭ রান হাঁকিয়েছিলেন। কিউয়িদের বিরুদ্ধে ২২ গজে আর কিছুক্ষণ টিঁকে থাকলে প্রায় ম্যাচ জিতে ফেলেছিল ভারত। ২৪০ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ভারত ২২১ রানে অলআউট হয়।নিউজিল্যান্ড ম্যাচ জিতেছিল ১৮ রানে।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">7️⃣7️⃣ runs<br>4️⃣ fours<br>4️⃣ sixes<br><br>Ravindra Jadeja was batting on a different pitch to everyone else during <a href="https://twitter.com/hashtag/INDvNZ?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvNZ</a> in Manchester! <a href="https://twitter.com/oppo?ref_src=twsrc%5Etfw">@Oppo</a> | <a href="https://twitter.com/hashtag/BeAShotMaker?src=hash&ref_src=twsrc%5Etfw">#BeAShotMaker</a> <a href="https://t.co/L0JNEvB0au">pic.twitter.com/L0JNEvB0au</a></p>— ICC (@ICC) <a href="https://twitter.com/ICC/status/1149136226290675718?ref_src=twsrc%5Etfw">July 11, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
India vs New Zealand: Ravindra Jadeja & Sanjay Manjrekar Involved in Twitter Banter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X