For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পিঙ্ক টেস্টে মাঠে নামার আগে অজি শিবিরে উদ্বেগ, এবার চিন্তার কারণ স্টিভ স্মিথ

পিঙ্ক টেস্টে মাঠে নামার আগে অজি শিবিরে উদ্বেগ, এবার চিন্তার কারণ স্টিভ স্মিথ

  • |
Google Oneindia Bengali News

পিঙ্ক টেস্টে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে অস্ট্রেলিয়া শিবির যেন মিনি হাসপাতাল! ডেভিড ওয়ার্নার থেকে সিন অ্যাবট- উইল পুকোভস্কি চোটের কারণে দিন রাতের টেস্টে নেই। এবার স্টিভ স্মিথের থাকা নিয়েও প্রশ্ন চিহ্ন!

স্মিথকে নিয়ে কেন চিন্তা

স্মিথকে নিয়ে কেন চিন্তা

অস্ট্রেলিয়া মিডিয়া সূত্রে জানা গিয়েছে, পিঠের ব্যথায় কাবু স্মিথ। যেকারণে তিনি পুরোপুরি প্রস্তুতিও নাকি করতে পারেননি। জানা গিয়েছে, মঙ্গলবার অ্যাডিলেড ওভালের প্রস্তুতির সময় পিঠের ব্যথায় মাঠ ছাড়েন স্মিথ।

১০ মিনিট মাঠে থেকে ফিরে যান

১০ মিনিট মাঠে থেকে ফিরে যান

প্রস্তুতিতে ওয়ার্ম আপ করার পর মাত্র ১০ মিনিট ট্রেনিং সেরে স্মিথ, ফিজিওর সঙ্গে মাঠ ছেড়ছেন বলে সিডনি মর্নি হেরাল্ড সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার অ্যাডিলেডে পিঙ্ক টেস্টে বল গড়াতে চলেছে। তার আগে বুধবার স্মিথ প্রস্তুতি নাও সারতে পারেন বলে জানা যাচ্ছে।

ওপেনিংয়ের পর মিডল অর্ডার নিয়েও চিন্তায় অজিরা

ওপেনিংয়ের পর মিডল অর্ডার নিয়েও চিন্তায় অজিরা

প্রসঙ্গত ডেভিড ওয়ার্নার ও উইল পুকোভস্কি চোট পাওয়ায় অজি শিবির ইতিমধ্য়ে তাঁদের ওপেনিং কম্বিনেশন তৈরি নিয়ে চিন্তায় রয়েছে। ভারতের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ওয়ার্নার কুঁচকিতে চোট পান। এরপর প্রস্তুতি ম্যাচে তরুণ পুকোভস্কি চোট পেয়েছেন। শেফিল্ড শিল্ডে পরপর দুই ইনিংসে দ্বিশতরান করে উঠতে তারকা নির্বাচকদের নজরে আসেন। তবে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাথায় চোট পাওয়ায় প্রথম টেস্টে তাঁর মাঠে নামা হচ্ছে না। ওপেনিংয়ে নিয়ে এমন চিন্তার মাঝেই এবার মিডল অর্ডারে স্টিভ স্মিথ পিঠের ব্যথায় কাবু হওয়ায় দলের ব্যাটিং শক্তি প্রবলভাবে ধাক্কা খেতে চলেছে বলে মনে করা হচ্ছে।

নির্বাসন কাটানোর পর, ভারতের বিরুদ্ধে প্রথমবার টেস্টে স্মিথ

নির্বাসন কাটানোর পর, ভারতের বিরুদ্ধে প্রথমবার টেস্টে স্মিথ

উল্লেখ্য ২০১৮-১৯ সালে, ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে স্মিথ খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বল বিবৃতি কেলেঙ্কারিতে ধরা পড়ায় এক বছরে নির্বাসন পরেন, যেকারণে সেবার বিরাটের দলের বিরুদ্ধে স্মিথ খেলতে পারেননি। নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার পর, এই প্রথমবার টেস্ট ফর্ম্যাটে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবেন তিনি।

পিঙ্ক টেস্টে রিকি পন্টিংকে টপকে কোন বিশ্বরেকর্ড গড়ার দোরগোড়ায় বিরাটপিঙ্ক টেস্টে রিকি পন্টিংকে টপকে কোন বিশ্বরেকর্ড গড়ার দোরগোড়ায় বিরাট

English summary
India vs Australia: Steve Smith Leaves Training Early With Sore Back,Concern over him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X